হল থেকে মদ জব্দ: জাবি শিক্ষার্থী এক বছরের জন্য বহিষ্কার
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল থেকে বিদেশি মদ উদ্ধারের ঘটনায় এক শিক্ষার্থীকে এক বছরের জন্য বহিষ্কার করেছে প্রশাসন।
সোমবার এক অফিস আদেশে জানানো হয়, রোববার রাতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল প্রশাসনের অভিযানে হলের ৭২৩ নম্বর কক্ষ থেকে বিদেশি মদ উদ্ধার করা হয়।
তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে শিক্ষার্থী ফজলে আজওয়াদ সরকারকে এক বছরের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ‘ছাত্রছাত্রীদের জন্য শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ-২০১৮’-এর (১) (গ) ধারা অনুযায়ী এ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের ৭২৩ নম্বর কক্ষে অভিযান চালিয়ে টেবিলের লকার খুলে ১১ বোতল এবং বিছানার নিচ থেকে আরও নয় বোতল মদ জব্দ করা হয়।
এ সময় কক্ষে রাজনীতি বিভাগের ৫২তম আবর্তনের শিক্ষার্থী ফজলে আজওয়াদ উপস্থিত ছিলেন। যদিও তিনি মীর মশাররফ হোসেন হলের বাসিন্দা। তার বাড়ি জামালপুর জেলায়।
তার বরাতে হল কর্তৃপক্ষ রাতে জানিয়েছিল, আজওয়াদ এসব মদ জামালপুরের সীমান্ত এলাকা থেকে সংগ্রহ করেছিল।