বুধবার ০৭ জানুয়ারি ২০২৬, পৌষ ২৪ ১৪৩২, ১৮ রজব ১৪৪৭

আন্তর্জাতিক

ভেনেজুয়েলায় বিনামূল্যে ইন্টারনেট ঘোষণা ইলন মাস্কের | স্টারলিংক ফ্রি সার্ভিস

 প্রকাশিত: ২১:১৯, ৫ জানুয়ারি ২০২৬

ভেনেজুয়েলায় বিনামূল্যে ইন্টারনেট সেবার ঘোষণা ইলন মাস্কের

 

স্পেসএক্সের মালিক ও প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক ভেনেজুয়েলার জনগণের জন্য বিনামূল্যে ইন্টারনেট সেবার ঘোষণা দিয়েছেন। এটি একটি নির্দিষ্ট সময়ের জন্য কার্যকর হবে বলে জানানো হয়েছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্র কর্তৃক আটকের ঘটনার পরপরই এই ঘোষণা দিয়েছেন ইলন মাস্ক। খবর দ্য ইকোনমিক টাইমসের।ইলন মাস্ক সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। একইভাবে স্পেসএক্সের অফিসিয়াল ফেসবুক পেজেও বিষয়টি জানানো হয়েছে। সেখানে বলা হয়, ভেনেজুয়েলার জনগণের প্রতি সংহতি জানিয়ে আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত স্টারলিংকের এই বিনামূল্যে ইন্টারনেট সেবা অব্যাহত থাকবে।যুক্তরাষ্ট্র কর্তৃক প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে হ্যান্ডকাফ পরা অবস্থায় নিয়ে যাওয়া হচ্ছে। এদিকে, দেশটির সর্বোচ্চ আদালত ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের নির্দেশ দিয়েছে।