মঙ্গলবার ০৬ জানুয়ারি ২০২৬, পৌষ ২৩ ১৪৩২, ১৭ রজব ১৪৪৭

ব্রেকিং

দেশকে পেছনে নিয়ে যাওয়ার চক্রান্ত রয়েছে: ফখরুল গোয়েন্দা সংস্থাগুলো অভ্যন্তরীণ রাজনীতিতে ‘নাক গলায়’: গুম কমিশন প্রধান টানা দুই মাস ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতির পারদ যুক্তরাষ্ট্রে ৫৫ শতাংশ বাংলাদেশি পরিবার সরকারি সহায়তা নেয় ভেনেজুয়েলার ঘটনায় বাংলাদেশের উদ্বেগ গণঅভ্যুত্থানের পর পাওয়া সুযোগ কাজে লাগানোর আহ্বান তারেক রহমানের রংপুরে ছিনতাইয়ের অভিযোগে নারীকে খুঁটিতে বেঁধে নির্যাতন বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ রাখতে তথ্য মন্ত্রণালয়ের নির্দেশ চাঁদাবাজির মামলায় ‘জুলাই যোদ্ধা’ সুরভী ২ দিনের রিমান্ডে শেখ হাসিনার বিরুদ্ধে ‘রাষ্ট্রদ্রোহ’ মামলায় অভিযোগ গঠন পেছাল মোহাম্মদপুরে গয়নার দোকান থেকে ৭০ ভরি স্বর্ণ ও ৬০০ ভরি রুপা চুরি হাদি হত্যা মামলার চার্জশিট ৭ জানুয়ারি আনিসুল হকের সাড়ে চার কোটি টাকার গাড়িসহ ৫৮৪ শতাংশ জমি জব্দ ভেনেজুয়েলায় আরও হামলা হতে পারে: ট্রাম্প নাইজেরিয়ায় নৌকা ডুবে নিহত ২৬ আমাদের প্রেসিডেন্টকে মুক্তি দিন’, বিক্ষোভে মাদুরো সমর্থকদের দাবি

জাতীয়

মোহাম্মদপুরে গয়নার দোকান থেকে ৭০ ভরি স্বর্ণ ও ৬০০ ভরি রুপা চুরি

 প্রকাশিত: ১৪:২৯, ৫ জানুয়ারি ২০২৬

মোহাম্মদপুরে গয়নার দোকান থেকে ৭০ ভরি স্বর্ণ ও ৬০০ ভরি রুপা চুরি

রাজধানী মোহাম্মদপুরের চন্দ্রিমা বাজারের একটি সোনার দোকানে ৭০ ভরি স্বর্ণ এবং ৬০০ ভরি রুপা চুরি হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রোববার রাত সোয়া ৩টার দিকে নিউ রানা জুয়েলার্স নামের দোকানটিতে এই চুরির ঘটনা ঘটে।

পুলিশ বলছে, দোকান মালিক মাসুদ রানা ৭০ ভরি স্বর্ণ ও ৬০০ ভরি রুপা চুরির অভিযোগ করেছেন। চোরেরা দোকানের সিন্দুকটি তুলে নিয়ে চলে যায়, সেখানেই অধিকাংশই সোনা এবং রুপা ছিল।

এছাড়া নগদ চার লাখ টাকা খোয়া যাওয়ায় কথাও জানিয়েছেন দোকানের মালিক।

দোকান মালিক মাসুদ রানা রোববার রাত ১১টার দিকে দোকান বন্ধ করে বাসায় যাওয়ার কথা জানিয়ে সংবাদিকদের বলেন, "আজ (সোমবার) সকাল দশটায় দোকান খোলার সময় দেখি দোকানের কেচি গেট ও সাটারের তালা ভাঙা। পরে ভেতরে ঢুকে সিন্দুকসহ সব ভাঙচুর অবস্থায় দোখা যায়। সিন্দুকে এবং বাইরে শো কেসে সব স্বর্ণ ও রুপা ছিল।"

এসব গয়নার মধ্যে ৫০ ভরি তার নিজের ও বন্ধকি ২০ ভরি স্বর্ণ রাখা ছিল বলে জানিয়েছেন মাসুদ রানা।

তিনি বলেন, "এছাড়া ৬০০ ভরি রুপা এবং স্বর্ণ কেনার রশিদও চুরি করে নিয়ে গেছে তারা।"

৭০ ভরি স্বর্ণের আনুমানিক মূল্য ১ কোটি ৫৪ লাখ ও ৬০০ ভরি রুপার মূল্য ২১ লাখ ৬০ হাজার টাকা বলে জানিয়েছেন এই ব্যবসায়ী।

চুরির ঘটনা নিশ্চিত করে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মাসুদ রানা বলেন, “তদন্তে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে।”

দোকানের ভেতরে রাখা ক্লোজড সার্কিট ক্যামেরার ভিডিওতে দেখা যায় রাত ৩টা ২১ মিনিটের দিকে ছয়জন ব্যক্তি দোকানের সাটার খুরে ভেতরে ঢোকেন। আর গেইটে দুজন দাঁড়িয়ে থাকেন। তাদের বেশিরভাগেরই মাথায় টুপি এবং মুখে মাস্ক পরা। কারো কারো মাথা ঢাকা হুডি দিয়ে।

ভেতরে ঢুকেই তারা দ্রুত গতিতে দোকানের শো-কেসে রাখা সোনা ও রুপার গয়নার বাক্স নামাতে থাকে। কেউ কেউ বাক্স বাইরে নিতে শুরু করে। এরপর ধরাধরি করে সিন্দুক বাইরে নেওয়ার চেষ্টা করে তারা।