যুক্তরাষ্ট্রে ৫৫ শতাংশ বাংলাদেশি পরিবার সরকারি সহায়তা নেয়
যুক্তরাষ্ট্রে বসবাসকারী বিভিন্ন দেশের অভিবাসীরা কী হারে কল্যাণভাতা ও সরকারি সহায়তা পাচ্ছেন—তা তুলে ধরে একটি তালিকা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই তালিকা অনুসারে, দেশটিতে যত বাংলাদেশি পরিবার আছে, তার মধ্যে প্রায় ৫৫ শতাংশই কল্যাণভাতা ও সহায়তা নেয়।
স্থানীয় সময় রোববার (৪ জানুয়ারি) নিজের সামাজিক যোগাযোগের প্লাটফর্ম ‘ট্রুথ সোশ্যালে’ ট্রাম্প এই তালিকা প্রকাশ করেন। তালিকায় বাংলাদেশের পাশাপাশি পাকিস্তান, ভুটান, চীন ও নেপালের নাম আছে।
তবে প্রতিবেশী ভারতের নাম নেই।
‘দেশভিত্তিক অভিবাসীদের কল্যাণভাতা প্রাপ্তির হার’ শীর্ষক এই তালিকায় বিশ্বজুড়ে প্রায় ১২০টি দেশ ও অঞ্চলের নাম রয়েছে।
তালিকায় দেখা যায়, বাংলাদেশি অভিবাসী পরিবারের ৫৪ দশমিক ৮ শতাংশই কল্যাণভাতা ও সহায়তা পাচ্ছে। সবচেয়ে বেশি ৮১ দশমিক ৪ শতাংশ ভাতা পাচ্ছে ভুটানিজ পরিবারগুলো।
পাকিস্তানের ক্ষেত্রে এই হার ৪০ দশমিক ২ শতাংশ, আফগানিস্তান ৬৮ দশমিক ১ শতাংশ, মিয়ানমার ৬৯ দশমিক ২, নেপাল ৩৪ দশমিক ৮ শতাংশ, চীন ৩২ দশমিক ৯ শতাংশ, ইসরায়েল/ফিলিস্তিন ২৫ দশমিক ৯ শতাংশ, ইউক্রেন ৪২ দশমিক ৭ শতাংশ এবং এশিয়া (অন্যান্য/অনির্দিষ্ট) শ্রেণিতে ৩৮ দশমিক ৮ শতাংশ।
যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারের গত বছরের মে মাসের এক প্রতিবেদনে জানা যায়, ২০২৩ সালে যুক্তরাষ্ট্রে আনুমানিক তিন লাখ মানুষ নিজেদের বাংলাদেশি হিসেবে শনাক্ত করেছেন। বাংলাদেশি–আমেরিকানরা যুক্তরাষ্ট্রে বসবাসরত এশীয় বংশোদ্ভূত জনগোষ্ঠীর মধ্যে ১২তম বৃহত্তম গোষ্ঠী, যা দেশটির মোট এশীয় জনসংখ্যার প্রায় ১ শতাংশ।