বসুন্ধরায় আইনজীবী হত্যা: ‘দোষ স্বীকার করে’ পাপ্পুর জবানবন্দি
ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় আইনজীবী নাঈম কিবরিয়া হত্যা মামলায় গ্রেপ্তার বাইক চালক জোবায়ের হোসেন পাপ্পু (২৯) আদালতে জবানবন্দি দিয়েছেন।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা সোমবার জবানবন্দি নেওয়ার পর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
প্রসিকিউশন পুলিশের এসআই জাকির হোসেন এ তথ্য দিয়েছেন।
গেল বুধবার রাতে বসুন্ধরা আবাসিক এলাকায় মোটরসাইকেলের সঙ্গে প্রাইভেট কারের ধাক্কার ঘটনায় পাবনা জজ আদালতের শিক্ষানবিশ আইনজীবী নাঈম কিবরিয়াকে (৩৫) পিটিয়ে জখম করা হয়।
পরে তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় মামলা হওয়ার পর পুলিশ ভিডিও দেখে জোবায়েরকে শনাক্ত করে। এরপর রোববার বারিধারা এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
মামলায় বলা হয়, ৩১ ডিসেম্বর রাতে নাঈম প্রাইভেটকার নিয়ে বসুন্ধরা আবাসিক এলাকায় বেড়াতে যান। বসুন্ধরা আবাসিক এলাকায় নাঈমের প্রাইভেটকারের সঙ্গে একটি মোটরসাইকেলের ধাক্কা লাগা নিয়ে কথাকাটাকাটি হয়।
“এ সময় অন্য মোটরসাইকেলে থাকা অজ্ঞাতপরিচয় আসামিরা নাঈম কিবরিয়াকে গাড়ি থেকে জোর করে নামিয়ে এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে।”