রোববার ০৭ ডিসেম্বর ২০২৫, অগ্রাহায়ণ ২৩ ১৪৩২, ১৬ জমাদিউস সানি ১৪৪৭

ব্রেকিং

‘সিদ্ধান্ত তাকেই নিতে হবে’, ভারতে শেখ হাসিনার থাকা প্রসঙ্গে জয়শঙ্কর বেগম খালেদা জিয়ার নেতৃত্ব ও প্রজ্ঞা মূল্যবান সম্পদ : আসিফ মাহমুদ খালেদা জিয়াকে হাসপাতালে দেখতে গেলেন জুবাইদা রহমান খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘অপরিবর্তিত’ মাগুরায় সাব-রেজিস্ট্রি ও ভূমি অফিসে পেট্রোল বোমা, পুড়ল দলিল-আসবাব পোস্টাল ভোটিং: তফসিল ঘোষণার দিন থেকে দেশে নিবন্ধন তারেক রহমানের না ফেরা নিয়ে গুঞ্জনের কোনো ভিত্তি নেই: আমীর খসরু এবার স্ন্যাপচ্যাট ও ফেইসটাইম নিষিদ্ধ করল রাশিয়া জন্মসূত্রে নাগরিকত্ব বিষয়ে সম্মত যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট মিয়ানমারের প্রবাসী নাগরিকদের আগাম ভোটগ্রহণ শুরু থাইল্যান্ডে আরও পেছাতে পারে খালেদা জিয়ার লন্ডনযাত্রা মঞ্জু-আনিসুলের নেতৃত্বে আসছে নতুন জোট আগারগাঁওয়ে গ্যাসের আগুনে একই পরিবারের দগ্ধ ৭ সীমান্তে পাকিস্তান-আফগানিস্তান তুমুল গোলাগুলি ফিফা শান্তি পুরস্কার চালু হল ট্রাম্পকে দিয়ে

প্রযুক্তি

ক্রেডিট-ডেবিট কার্ড ব্যবহারে প্রতারণার ঝুঁকি এড়াতে করণীয়

 প্রকাশিত: ১১:৪৮, ১ অক্টোবর ২০২৫

ক্রেডিট-ডেবিট কার্ড ব্যবহারে প্রতারণার ঝুঁকি এড়াতে করণীয়

 

বর্তমান সময়ে আর্থিক লেনদেন প্রায় ক্যাশলেস হয়ে পড়েছে। ফলে ডেবিট ও ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ব্যাপকভাবে। শপিং মলে কেনাকাটা, রেস্টুরেন্টে বিল দেওয়া, সিনেমার টিকিট কেনা, ভ্রমণের টিকিট বা হোটেল বুকিং কিংবা অনলাইন কেনাকাটায় আমরা প্রায় সবাই কার্ড ব্যবহার করি। কিন্তু এর সঙ্গে বাড়ছে প্রতারণার ঝুঁকিও।

 

প্রতারক চক্র নানা কৌশলে কার্ড ব্যবহারকারীদের টার্গেট করে থাকে। তাই কার্ড ব্যবহারে কিছু সতর্কতা মেনে চললে এ ধরনের প্রতারণা থেকে সহজেই রক্ষা পাওয়া সম্ভব।

 

প্রতারণা এড়াতে করণীয়:

 

 

১. পিন, পাসওয়ার্ড ও ওটিপি শেয়ার না করা

 

পিন, পাসওয়ার্ড বা ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) কখনো কারও সঙ্গে শেয়ার করা যাবে না। কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান কখনো ফোন বা মেসেজে এসব তথ্য চায় না। যদি কেউ চায়, বুঝতে হবে প্রতারণার চেষ্টা করছে।

 

২. ডিভাইস সুরক্ষিত রাখা

 

যদি স্মার্টফোন, ল্যাপটপ বা কম্পিউটার দিয়ে অনলাইন ব্যাংকিং করেন, তবে সেগুলোকে ভাইরাস ও স্পাইওয়্যার থেকে সুরক্ষিত রাখুন। নিয়মিত সিস্টেম চেক ও অ্যান্টিভাইরাস ব্যবহার করুন।

 

৩. ফিঙ্গারপ্রিন্ট সাইন ইন ব্যবহার করা

 

অনলাইন ব্যাংকিংয়ে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে সাইন ইন করলে প্রতারণার ঝুঁকি অনেকটাই কমে যায়, কারণ এটি অন্য কেউ সহজে নকল করতে পারে না।

 

৪. শক্তিশালী পিন ও পাসওয়ার্ড তৈরি করা

 

সহজ সংখ্যা যেমন ১২৩৪ বা জন্মতারিখ, নাম, ফোন নম্বর ব্যবহার করা যাবে না। সবসময় আলাদা ও জটিল পিন ব্যবহার করতে হবে।

 

৫. কার্ড হারালে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া

 

কার্ড হারিয়ে গেলে বা খুঁজে না পেলে দেরি না করে সঙ্গে সঙ্গে ব্যাংকের মাধ্যমে কার্ডটি সাময়িকভাবে লক করুন। যদি কার্ড না পাওয়া যায়, নতুন কার্ড ইস্যু করুন।

 

৬. অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা

 

অচেনা লিংক বা ভুয়া অ্যাপে প্রবেশ করবেন না।

 

প্রতিটি লেনদেনের নোটিফিকেশন চালু রাখুন।

 

নিয়মিত লেনদেনের হিসাব মিলিয়ে নিন।

 

লেনদেনের সীমা নির্ধারণ করুন।

 

একাধিক অ্যাপে একই কার্ড তথ্য ব্যবহার করা থেকে বিরত থাকুন।

 

অটো-পে সেটিংসে সতর্ক থাকুন।

 

সঠিকভাবে ব্যবহার করলে ডেবিট ও ক্রেডিট কার্ড যেমন আমাদের জীবনকে সহজ করেছে, তেমনি সচেতন থাকলে প্রতারণার ঝুঁকি থেকেও নিরাপদ থাকা সম্ভব।