বৃহস্পতিবার ০১ মে ২০২৫, বৈশাখ ১৮ ১৪৩২, ০৩ জ্বিলকদ ১৪৪৬

খেলা

মিরাজ-তাইজুলের আঘাতে জিম্বাবুয়ের ওপেনিং জুটি ভাঙলো

 প্রকাশিত: ১৫:৪৮, ২৩ এপ্রিল ২০২৫

মিরাজ-তাইজুলের আঘাতে জিম্বাবুয়ের ওপেনিং জুটি ভাঙলো

সিলেটে অনুষ্ঠিত প্রথম টেস্টে রোমাঞ্চকর অবস্থানে রয়েছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। জিম্বাবুয়ে জয়ের জন্য ১৭৪ রানের লক্ষ্য নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে এবং ২৬ ওভারে তাদের স্কোর ১১২/২। ব্রায়ান বেনেট ৪৭ রানে অপরাজিত, উইলিয়ামস নতুন ব্যাটার। বাংলাদেশের হয়ে তাইজুল ইসলাম ও মিরাজ একটি করে উইকেট নিয়েছেন।

বাংলাদেশ প্রথম ইনিংসে ৬১ ওভারে ১৯১ রানে গুটিয়ে যায়। মুমিনুল হক সর্বোচ্চ ৫৬ রান করেন। জিম্বাবুয়ে তাদের প্রথম ইনিংসে করে ২৭৩ রান, ফলে ৮২ রানের লিড পায় তারা। বাংলাদেশের দ্বিতীয় ইনিংস শুরু হয় চাপের মধ্যেই। শান্ত ৬০, মুমিনুল ৪৭ ও জাকের আলী ৫৮ রান করেন। তবে মুজারাবানি ৭২ রানে ৬ উইকেট নিয়ে স্বাগতিকদের বড় সংগ্রহে পৌঁছাতে দেননি। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ অলআউট হয় ২৫৫ রানে এবং ১৭৩ রানের লিড নেয়।

জিম্বাবুয়ের দুই ওপেনার শুরুটা দুর্দান্ত করে। ওপেনিংয়ে ৯৫ রানের জুটি গড়েন কারান (৪৪) ও বেনেট। মিরাজ কারানকে ফিরিয়ে সেই জুটি ভাঙেন। এরপর তাইজুল এলবিডব্লিউর ফাঁদে ফেলেন ওয়েলচকে। লাঞ্চ বিরতির আগেই তারা ১১২ রান সংগ্রহ করে, প্রয়োজন ৬২ রান।

এ ম্যাচে আবহাওয়া বড় ভূমিকা রেখেছে। টানা দুই দিন খেলা শুরু হতে দেরি হয়েছে বৃষ্টির কারণে। চতুর্থ দিনে বেলা ১১টায় খেলা শুরু হয়। দিনের সূচি অনুযায়ী তিনটি সেশন চালানো হয়।

বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে শান্ত ও জাকের আলী প্রতিরোধ গড়লেও মুজারাবানির আগুনে বোলিং ও মাসাকাদজার জোড়া আঘাতে দ্রুত উইকেট হারায় তারা। শেষদিকে জাকের আলী ফিফটি তুলে চাপ সামাল দিলেও যথেষ্ট সঙ্গ না পাওয়ায় ইনিংস থেমে যায় ২৫৫ রানে।

এই মুহূর্তে জিম্বাবুয়ে জয়ের খুব কাছাকাছি। তবে বাংলাদেশের স্পিন আক্রমণ শেষ পর্যন্ত ম্যাচের ফল নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারে।