শুক্রবার ১৬ জানুয়ারি ২০২৬, মাঘ ৩ ১৪৩২, ২৭ রজব ১৪৪৭

ব্রেকিং

ট্রাম্পকে নিজের নোবেল দিলেন মাচাদো ইরানের প্রতি হুমকি ‘অস্থিরতা’ বৃদ্ধি করেছে: জাতিসংঘ কর্মকর্তা প্রধানমন্ত্রী তাকাইচিকে চ্যালেঞ্জ জানাতে জাপানে বিরোধীদের জোট নির্বাচনে জামায়াত ১৭৯ আসনে, এনসিপি ৩০ আসনে লড়বে ‘এবার গুলি ফস্কাবে না’, ট্রাম্পের রক্তাক্ত ছবি দেখিয়ে হুমকি ইরানের জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের দায়মুক্তি দিয়ে অধ্যাদেশ হচ্ছে সাংবাদিক আনিস আলমগীরের বিরুদ্ধে এবার মামলা করছে দুদক হাদি হত্যা মামলার পুনঃতদন্তে সিআইডি অধ্যাদেশের দাবিতে সোমবার থেকে সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান কর্মসূচি, অনড় শিক্ষার্থীরা চলন্ত বাসে ছাত্রীকে রাতভর ‘দলবেঁধে ধর্ষণ’, চালক-হেলপারসহ আটক ৩ কয়েক ঘণ্টা বন্ধ রাখার পর আকাশসীমা আবার খুলেছে ইরান এসএসসি পরীক্ষা শুরু ২১ এপ্রিল ইরানে হত্যাকাণ্ড বন্ধ, তেহরানের দাবি: ফাঁসির পরিকল্পনা নেই ট্রাম্পের ‘যুদ্ধক্ষমতা সীমিত’ লক্ষ্য থেকে সরে এল সিনেট ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি: অধ্যাদেশের দাবিতে ফের সড়কে সাত কলেজ পাবনা ১ ও ২ আসনে ভোটের বাধা কাটল হাসিনার আমৃত্যু কারাদণ্ডের মামলা আপিলের কার্য তালিকায় বাংলাদেশ, পাকিস্তানসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা বন্ধ করছে যুক্তরাষ্ট্র বিক্ষোভকারী এরফানের মৃত্যুদণ্ড স্থগিত করল ইরান

রাজনীতি

১১ দলীয় সমঝোতায় নেই ইসলামী আন্দোলন

 প্রকাশিত: ১৯:০০, ১৬ জানুয়ারি ২০২৬

১১ দলীয় সমঝোতায় নেই ইসলামী আন্দোলন

ইসলামের মৌলিক নীতির প্রশ্ন এবং রাজনৈতিক আস্থাহীনতার কারণে জামায়াতের সঙ্গে ১১ দলীয় নির্বাচনী সমঝোতায় থাকছে না ইসলামী আন্দোলন বাংলাদেশ। ফলে ইতোমধ্যে ইসলামী আন্দোলন যে ২৬৮টি আসনে প্রার্থিতা চূড়ান্ত করেছে, সেসব আসনে এককভাবে নির্বাচন করবে তারা। পাশাপাশি অবশিষ্ট ৩২টি আসনে আদর্শিক বিবেচনায় উপযুক্ত প্রার্থীকে সমর্থন জানানো হবে। 

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান আজ বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন। 

তিনি বলেন, শরীয়াহ আইনে দেশ পরিচালনার প্রশ্নে জামায়াতে ইসলামের আমীরের বক্তব্য অস্পষ্ট ও উদ্বেগজনক। জামায়াতের আমীর ক্ষমতায় গেলে প্রচলিত আইনেই দেশ পরিচালনার কথা বলেছেন। অথচ দেশের বিদ্যমান দুর্দশার মূল কারণই বর্তমান আইন ব্যবস্থা। সেই আইন পরিবর্তনের লক্ষ্য নিয়েই ইসলামী আন্দোলনের রাজনীতি। 

গাজী আতাউর রহমান বলেন, ইসলামী আন্দোলন নীতির রাজনীতি করে। তাই রাজনীতির মৌলিক প্রশ্নে ভিন্নমত তৈরি হলে সমঝোতায় থাকার কোনো সুযোগ থাকে না।

তিনি আরও বলেন, জামায়াতের আমীর বিএনপির চেয়ারপার্সনের সঙ্গে বৈঠক করে বিএনপির সঙ্গে জাতীয় সরকার গঠনের কথা বলেছেন এবং খালেদা জিয়ার গড়া ঐক্যের পাটাতনের ওপর কাজ করার বক্তব্য দিয়েছেন। এসব বক্তব্য ইসলামী আন্দোলনের মধ্যে সংশয় সৃষ্টি করেছে। এমন বাস্তবতায় ইসলামী আন্দোলন-জামায়াতের সঙ্গে নির্বাচনী সমঝোতায় যাবে না বলে সংবাদ সম্মেলনে জানিয়ে দেন তিনি।

প্রেস ব্রিফিংয়ে তিনি আরও বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ- ইসলামের পক্ষে একটি সমঝোতার নীতি গ্রহণ করেছিল। কিন্তু জামায়াতের নেতৃত্বে যে সমঝোতা গড়ে উঠেছে, তা আর ইসলামের পক্ষে স্পষ্ট কোনো অবস্থান বহন করছে না এবং এর রাজনৈতিক লক্ষ্যও পরিষ্কার নয়। এসব কারণেই ইসলামী আন্দোলন বাংলাদেশ ওই সমঝোতা থেকে সরে এসেছে।