শুক্রবার ১৬ জানুয়ারি ২০২৬, মাঘ ৩ ১৪৩২, ২৭ রজব ১৪৪৭

ব্রেকিং

ট্রাম্পকে নিজের নোবেল দিলেন মাচাদো ইরানের প্রতি হুমকি ‘অস্থিরতা’ বৃদ্ধি করেছে: জাতিসংঘ কর্মকর্তা প্রধানমন্ত্রী তাকাইচিকে চ্যালেঞ্জ জানাতে জাপানে বিরোধীদের জোট নির্বাচনে জামায়াত ১৭৯ আসনে, এনসিপি ৩০ আসনে লড়বে ‘এবার গুলি ফস্কাবে না’, ট্রাম্পের রক্তাক্ত ছবি দেখিয়ে হুমকি ইরানের জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের দায়মুক্তি দিয়ে অধ্যাদেশ হচ্ছে সাংবাদিক আনিস আলমগীরের বিরুদ্ধে এবার মামলা করছে দুদক হাদি হত্যা মামলার পুনঃতদন্তে সিআইডি অধ্যাদেশের দাবিতে সোমবার থেকে সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান কর্মসূচি, অনড় শিক্ষার্থীরা চলন্ত বাসে ছাত্রীকে রাতভর ‘দলবেঁধে ধর্ষণ’, চালক-হেলপারসহ আটক ৩ কয়েক ঘণ্টা বন্ধ রাখার পর আকাশসীমা আবার খুলেছে ইরান এসএসসি পরীক্ষা শুরু ২১ এপ্রিল ইরানে হত্যাকাণ্ড বন্ধ, তেহরানের দাবি: ফাঁসির পরিকল্পনা নেই ট্রাম্পের ‘যুদ্ধক্ষমতা সীমিত’ লক্ষ্য থেকে সরে এল সিনেট ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি: অধ্যাদেশের দাবিতে ফের সড়কে সাত কলেজ পাবনা ১ ও ২ আসনে ভোটের বাধা কাটল হাসিনার আমৃত্যু কারাদণ্ডের মামলা আপিলের কার্য তালিকায় বাংলাদেশ, পাকিস্তানসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা বন্ধ করছে যুক্তরাষ্ট্র বিক্ষোভকারী এরফানের মৃত্যুদণ্ড স্থগিত করল ইরান

ইসলাম

গোসল না করে জুমার নামাজ পড়া যাবে কি? ইসলামের দৃষ্টিতে কি বলে

 প্রকাশিত: ১৬:৫৫, ১৬ জানুয়ারি ২০২৬

গোসল না করে জুমার নামাজ পড়া যাবে কি? ইসলামের দৃষ্টিতে কি বলে

 জুমার বা শুক্রবার ইসলামের দৃষ্টিতে সপ্তাহের শ্রেষ্ঠ দিন। এই দিনের মর্যাদা ও তাৎপর্য অত্যন্ত বেশি। ‘জুমা’ শব্দের অর্থ একত্র হওয়া। এ দিন মুসলমানরা একত্র হয়ে জামাতের সঙ্গে নামাজ আদায় করেন।

কোরআন মাজিদে জুমা নামে একটি স্বতন্ত্র সুরা রয়েছে। সেখানে আল্লাহ তায়ালা বলেন—

হে ঈমানদারগণ! জুমার দিনে যখন সালাতের জন্য ডাকা হয়, তখন তোমরা আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও এবং কেনাবেচা ত্যাগ করো।”

(সুরা জুমা, আয়াত: ৯-১০)

জুমার দিনে গোসল সম্পর্কে হাদিস কী বলে?

জুমার দিনে গোসল করার বিষয়ে একাধিক সহিহ হাদিস রয়েছে।

আবু সাঈদ খুদরী (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন—

জুমার দিন প্রত্যেক বালিগের জন্য গোসল করা কর্তব্য।”

(সহিহ বুখারি: ৮৩৫, সহিহ মুসলিম: ১৮৩০)

আরেক হাদিসে আবদুল্লাহ ইবনু উমর (রা.) বলেন, এক ব্যক্তি জুমার খুতবার সময় মসজিদে এলে উমর (রা.) তাকে বলেন—

“তুমি কি শুধু অজু করেছ? অথচ রাসুল (সা.) গোসল করে আসার নির্দেশ দিতেন।”

(সহিহ মুসলিম: ১২২৮)

ছাড়া রাসুল (সা.) আরও বলেছেন

“তোমাদের কেউ জুমায় এলে সে যেন গোসল করে নেয়।”

(সহিহ মুসলিম: ১৮২৫)

তাহলে গোসল ছাড়া কি জুমার নামাজ আদায় হবে?

এ বিষয়ে আলেমদের মধ্যে কিছু মতভেদ রয়েছে।

অধিকাংশ আলেমের মতে, জুমার দিনে গোসল করা অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্নত (সুন্নতে মুয়াক্কাদা)।

কিছু আলেম বলেন, যদি কারও ওপর গোসল ফরজ না হয় এবং শরীরে অপবিত্রতা না থাকে, তবে গোসল ছাড়া শুধু অজু করেও জুমার নামাজ আদায় সহিহ হবে।

চূড়ান্ত কথা কী?

গোসল না করলেও জুমার নামাজ বাতিল হবে না, যদি অজু থাকে

তবে ইচ্ছাকৃতভাবে গোসল না করা সুন্নতের খেলাফ

 শরীরে ঘাম, দুর্গন্ধ বা ময়লা থাকলে গোসল করা অত্যন্ত জরুরি

 জুমার পূর্ণ ফজিলত ও সওয়াব পেতে গোসল করেই নামাজে যাওয়া উত্তম

সারসংক্ষেপে বলা যায়, গোসল জুমার নামাজের শর্ত নয়, কিন্তু এটি জুমার দিনের গুরুত্বপূর্ণ সুন্নত ও ইসলামের সৌন্দর্যের অংশ।