শুক্রবার ১৬ জানুয়ারি ২০২৬, মাঘ ৩ ১৪৩২, ২৭ রজব ১৪৪৭

ব্রেকিং

ট্রাম্পকে নিজের নোবেল দিলেন মাচাদো ইরানের প্রতি হুমকি ‘অস্থিরতা’ বৃদ্ধি করেছে: জাতিসংঘ কর্মকর্তা প্রধানমন্ত্রী তাকাইচিকে চ্যালেঞ্জ জানাতে জাপানে বিরোধীদের জোট নির্বাচনে জামায়াত ১৭৯ আসনে, এনসিপি ৩০ আসনে লড়বে ‘এবার গুলি ফস্কাবে না’, ট্রাম্পের রক্তাক্ত ছবি দেখিয়ে হুমকি ইরানের জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের দায়মুক্তি দিয়ে অধ্যাদেশ হচ্ছে সাংবাদিক আনিস আলমগীরের বিরুদ্ধে এবার মামলা করছে দুদক হাদি হত্যা মামলার পুনঃতদন্তে সিআইডি অধ্যাদেশের দাবিতে সোমবার থেকে সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান কর্মসূচি, অনড় শিক্ষার্থীরা চলন্ত বাসে ছাত্রীকে রাতভর ‘দলবেঁধে ধর্ষণ’, চালক-হেলপারসহ আটক ৩ কয়েক ঘণ্টা বন্ধ রাখার পর আকাশসীমা আবার খুলেছে ইরান এসএসসি পরীক্ষা শুরু ২১ এপ্রিল ইরানে হত্যাকাণ্ড বন্ধ, তেহরানের দাবি: ফাঁসির পরিকল্পনা নেই ট্রাম্পের ‘যুদ্ধক্ষমতা সীমিত’ লক্ষ্য থেকে সরে এল সিনেট ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি: অধ্যাদেশের দাবিতে ফের সড়কে সাত কলেজ পাবনা ১ ও ২ আসনে ভোটের বাধা কাটল হাসিনার আমৃত্যু কারাদণ্ডের মামলা আপিলের কার্য তালিকায় বাংলাদেশ, পাকিস্তানসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা বন্ধ করছে যুক্তরাষ্ট্র বিক্ষোভকারী এরফানের মৃত্যুদণ্ড স্থগিত করল ইরান

আন্তর্জাতিক

ইরানের প্রতি হুমকি ‘অস্থিরতা’ বৃদ্ধি করেছে: জাতিসংঘ কর্মকর্তা

 প্রকাশিত: ১৪:২৬, ১৬ জানুয়ারি ২০২৬

ইরানের প্রতি হুমকি ‘অস্থিরতা’ বৃদ্ধি করেছে: জাতিসংঘ কর্মকর্তা

জাতিসংঘের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা  গতকাল বৃহস্পতিবার সতর্ক করে বলেছেন যে, ইরানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক পদক্ষেপের হুমকি বিক্ষোভ-বিধ্বস্ত দেশটিতে ‘অস্থিরতা’ আরও বাড়াচ্ছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

গত সপ্তাহে ইরান ইসলামী প্রজাতন্ত্রের ইতিহাসে সবচেয়ে বড় কিছু সরকার বিরোধী বিক্ষোভে কেঁপে উঠে। 

যদিও দমন-পীড়ন ও এক সপ্তাহব্যাপী ইন্টারনেট ব্ল্যাকআউটের মুখে এই বিক্ষোভগুলো কিছুটা কমে গেছে বলে মনে হচ্ছে।

গত বুধবার পর্যন্ত, মার্কিন যুক্তরাষ্ট্র বিক্ষোভের জন্য গ্রেফতার ব্যক্তিদের মৃত্যুদণ্ড কার্যকর করলে, ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি দিয়ে দিচ্ছিল।

জাতিসংঘের সহকারী মহাসচিব মার্থা পোবি জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে বলেছেন, আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে বিভিন্ন প্রকাশ্য বক্তব্য, যা ইরানের ওপর সম্ভাব্য সামরিক হামলার ইঙ্গিত দিচ্ছে। 

এই বাহ্যিক মাত্রা ইতোমধ্যেই জ্বলন্ত পরিস্থিতির অস্থিরতা বৃদ্ধি করছে বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, ‘পরিস্থিতির অধিকতর অবনতি ঘটা ঠেকানোর জন্য, যে কোনও প্রচেষ্টা নেওয়া উচিত।’

সভায় ইরানের প্রতিনিধি গোলাম হোসেইন দারজি ওয়াশিংটনকে ‘শান্তিপূর্ণ বিক্ষোভগুলোকে ভূ-রাজনৈতিক স্বার্থে শোষণের’ অভিযোগে অভিযুক্ত করেছেন।

তিনি আরও বলেন, ‘অস্থিরতা পুনরুজ্জীবিত করার লক্ষ্যেই’ ট্রাম্প মন্তব্য করে যাচ্ছেন।

ইরানি‑আমেরিকান সাংবাদিক মাসিহ আলিনেজাদ বলেছেন, ইরানের সকল মানুষ ধর্মীয় শাসন ব্যবস্থার বিরুদ্ধে ঐক্যবদ্ধ।’

আলিনেজাদকে ওয়াশিংটন নিরাপত্তা পরিষদে বক্তব্য দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিল।