শুক্রবার ১৯ ডিসেম্বর ২০২৫, পৌষ ৫ ১৪৩২, ২৮ জমাদিউস সানি ১৪৪৭

ব্রেকিং

কবি নজরুলের সমাধির পাশে সমাহিত করা হবে ওসমান হাদিকে ওসমান হাদি দেশে ফিরলেন কফিনবন্দি হয়ে খালেদা জিয়া এক মাসের মধ্যে ‘বেশ স্থিতিশীল’: ডা. জাহিদ ‘কারো প্ররোচনায় পা না দেওয়ার’ অনুরোধ ইনকিলাব মঞ্চের শীর্ষস্থানীয় দুটি গণমাধ্যমের ওপর হামলা স্বাধীন গণমাধ্যমের ওপর হামলার শামিল: প্রধান উপদেষ্টা ছায়ানটে হামলা `ফৌজদারী অপরাধ`, গণঅভ্যুত্থানের চেতনারও পরিপন্থি: ফারুকী সাংবাদিকদের ওপর হামলার ‘পূর্ণ ন্যায়বিচারের’ আশ্বাস দিল সরকার ওসমান হাদির মৃত্যুতে ইইউ, যুক্তরাষ্ট্রের শোক শাহবাগে ওসমান হাদির স্মৃতিস্তম্ভ করার দাবি পরিবারের ভেনিজুয়েলায় হামলায় কংগ্রেসের অনুমোদন লাগবে না: ট্রাম্প হাদির মৃত্যু: রাজশাহীতে গুঁড়িয়ে দেওয়া হল আওয়ামী লীগের কার্যালয় হাদির জন্য শনিবার রাষ্ট্রীয় শোক সেনা সহযোগিতায় নেভানো হলো প্রথম আলো-ডেইলি স্টারের আগুন

রাজনীতি

হাদি হত্যার প্রতিবাদে চট্টগ্রামে ‘কফিন মিছিল’

 আপডেট: ১৮:০৫, ১৯ ডিসেম্বর ২০২৫

হাদি হত্যার প্রতিবাদে চট্টগ্রামে ‘কফিন মিছিল’

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি হত্যার প্রতিবাদে শুক্রবারের দুপুরটা বিক্ষোভে উত্তাল ছিল চট্টগ্রাম নগরী।

এদিন জুমার নামাজের পর থেকে নগরীর বিভন্ন স্থানে বিক্ষোভ মিছিল করে জুলাই ঐক্য ও ইসলামী ছাত্রশিবির।

‘জুলাই ঐক্যের’ ব্যানারে দুপুরে নামাযের পর আন্দরকিল্লা শাহী জামে মসজিদ থেকে কফিন মিছিল করা হয়। যেখানে গেল বছরের জুলাই-অগাস্ট মাসের আন্দোলনে অংশগ্রহণকারী বিভিন্ন সংগঠনও অংশগ্রহণ করে।

জমিয়াতুল ফালাহ জামে মসজিদ থেকে মিছিল বের করে ইসলামী ছাত্র শিবির।

জুলাই ঐক্যের ব্যানারে জাতীয় পতাকা মোড়ানো প্রতিকী কফিন নিয়ে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ থেকে বের হওয়া মিছিলটি জামালখান মোড়ে গিয়ে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

সেখানে বক্তারা স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমের পদত্যাগ, ওসমান হাদির খুনিকে দ্রুত গ্রেপ্তারের দাবির পাশাপাশি ভারতীয় আধিপত্যবাদমুক্ত দেশ গড়ার কথা বলেন।

সমাবেশে জুলাই ঐক্যের সংগঠক আবরার হাসান রিয়াদের সঞ্চালনায় বিভিন্ন সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ইবনে হাসান জিয়াদ বলেন, ওসমান হাদি হত্যার দায় স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম, আইন উপদেষ্টা আসিফ নজরুল এড়াতে পারে না। হত্যাকারীদের জীবিত বা মৃত দেশে ফিরিয়ে আনতে হবে।

মব ট্যাগ দিয়ে যারা আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্রয় দিয়েছেন, তাদের বিচার দাবি করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব তৌসিফ ইমরোজ।

গণঅধিকার পরিষদের নেতা জসীম উদ্দিন বলেন, অতীতের যেকোনো সরকারের চেয়ে সবচেয়ে বেশি জনসর্থন নিয়ে ইন্টেরিম সরকার গঠিত হয়েছিল। কিন্তু বর্তমান সময়ে তারাই সবচেয়ে ব্যর্থ সরকার।

সমাবেশে বক্তরা জুলাই আন্দোলনকারীদের ওপর কোনো হামলা হলে দলমত ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ প্রতিবাদের আহ্বান জানিয়ে তিনি বলেন, হাদির স্বপ্ন বাস্তবায়নে সবাইকে ধৈর্য্যসহ আন্দোলন চালিয়ে নিতে হবে। কোনো ধরনের উস্কানিতে পা দেওয়া যাবে না।

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন যুবশক্তির নেতা টিপু সুলতান, জুলাই আন্দোলনে নিহত মাহবুবর রহমানের ভাই মঞ্জুর আলমসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

এদিকে জমিয়াতুল ফালাহ জামে মসজিদ থেকে বের হওয়া বিক্ষোভ মিছিল দেওয়ান হাট মোড়ে গিয়ে শেষ হয়।

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। গত ১২ ডিসেম্বর গণসংযোগের জন্য বিজয়নগর এলাকায় গেলে তাকে গুলি করে মোটরসাইকেলে করে আসা আততায়ী। গুলিটি লাগে হাদির মাথায়।

গুরুতর আহত হাদিকে সোমবার দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছিল। বৃহস্পতিবার সেখানেই তার মৃত্যু হয়।

মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর দেশের বিভিন্ন স্থানের মত বৃহস্পতিবার রাতে চট্টগ্রামেও বিক্ষোভ মিছিল হয়।

বিক্ষুব্দ আন্দোলনকারীদের একটি দল সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর বাসভবনে অগ্নিসংযোগ ও ভাংচুর করে।

একটি দল ভারতীয় সহকারী হাই কমিশনার কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান নেয়। তারা ফিরে আসার পর আরেকটি দল গিয়ে ভারতীয় সহকারী হাই কমিশনারের বাসভবনে ইট পাটকেল নিক্ষেপ করে।

পুলিশ সেখানে ফাঁকা গুলি ও কাঁদুনে গ্যাস নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।