শুক্রবার ১৯ ডিসেম্বর ২০২৫, পৌষ ৫ ১৪৩২, ২৮ জমাদিউস সানি ১৪৪৭

ব্রেকিং

শীর্ষস্থানীয় দুটি গণমাধ্যমের ওপর হামলা স্বাধীন গণমাধ্যমের ওপর হামলার শামিল: প্রধান উপদেষ্টা ছায়ানটে হামলা `ফৌজদারী অপরাধ`, গণঅভ্যুত্থানের চেতনারও পরিপন্থি: ফারুকী সাংবাদিকদের ওপর হামলার ‘পূর্ণ ন্যায়বিচারের’ আশ্বাস দিল সরকার ওসমান হাদির মৃত্যুতে ইইউ, যুক্তরাষ্ট্রের শোক শাহবাগে ওসমান হাদির স্মৃতিস্তম্ভ করার দাবি পরিবারের যুক্তরাষ্ট্রে বেসরকারি বিমান দুর্ঘটনায় নিহত ৭ ভেনিজুয়েলায় হামলায় কংগ্রেসের অনুমোদন লাগবে না: ট্রাম্প হাদির মৃত্যু: রাজশাহীতে গুঁড়িয়ে দেওয়া হল আওয়ামী লীগের কার্যালয় হাদির লাশ আসবে সন্ধ্যায়, শনিবার মানিক মিয়ায় জানাজা হাদির জন্য শনিবার রাষ্ট্রীয় শোক ওসমান হাদিকে বাঁচানো গেল না সেনা সহযোগিতায় নেভানো হলো প্রথম আলো-ডেইলি স্টারের আগুন

আন্তর্জাতিক

ব্রাউন বিশ্ববিদ্যালয়ে গুলির ঘটনায় সন্দেহভাজন চিহ্নিত

 প্রকাশিত: ১৪:১৮, ১৯ ডিসেম্বর ২০২৫

ব্রাউন বিশ্ববিদ্যালয়ে গুলির ঘটনায় সন্দেহভাজন চিহ্নিত

ব্রাউন বিশ্ববিদ্যালয়ে গুলিবর্ষণের ঘটনায় একজন সন্দেহভাজনকে শনাক্ত করেছে মার্কিন কর্মকর্তারা। বৃহস্পতিবার মার্কিন গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

সন্দেহভাজনকে শনাক্ত করা এই মামলার একটি বড় অগ্রগতি। ওই গুলিবর্ষণের ঘটনায় দুই শিক্ষার্থী নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়। 

নাম প্রকাশে অনিচ্ছুক দুই জন আইন প্রয়োগকারী কর্মকর্তার বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, এই ঘটনার তদন্তকারীরা একজন সন্দেহভাজনকে চিহ্নিত করেছেন। সিবিএস নিউজও একই রকম তথ্য জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।

গত শনিবার এই গুলিবর্ষণের ঘটনা ঘটে। 

এক ব্যক্তি রাইফেল নিয়ে  ব্রাউন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ভবনে প্রবেশ করেন, ওই সময়  শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছিল। ওই বন্দুকধারী ব্যক্তি গুলি চালিয়ে দুই শিক্ষার্থীকে হত্যা করে পালিয়ে যায়।

তদন্তকারীরা খুব কম তথ্য নিয়ে কাজ শুরু করেছে। তারা সন্দেহভাজন ব্যক্তির ছবি এবং সেই ব্যক্তির পাশে দাঁড়িয়ে থাকা একজন ব্যক্তির ছবি প্রকাশ করেছেন, যাতে করে তাদের তাদের খুঁজে বের করা যায়।

কর্মকর্তারা প্রতিদিন গণমাধ্যমে তথ্য দিয়ে যাচ্ছেন।

নিহত দুই শিক্ষার্থীর একজন  হলেন এলা কুক, যিনি বিশ্ববিদ্যালয়ের রিপাবলিকান পার্টি এসোসিয়েশনের ভাইস-প্রেসিডেন্ট ছিলেন।  

অন্যজন হলেন মুয়াহাম্মদ আজিজ উমুরজোকোভ, যিনি উজবেকিস্তান থেকে আগত এবং নিউরোসার্জন হতে চাইছিলেন।

প্রভিডেন্সের মেয়র ব্রেট স্মাইলি সংবাদিকদের বলেন, ‘বেঁচে যাওয়া একজনের অবস্থা গুরুতর তবে স্থিতিশীল, পাঁচ জনের অবস্থা স্থিতিশীল এবং চিকিৎসা দেওয়ার পর দুই জনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।’

প্রাথমিকভাবে কর্মকর্তারা গুলিবর্ষণের ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজন ব্যক্তিকে আটক করা হয়। তবে পরে তাকে মুক্তি দেওয়া হয়।

ওই বিশ্ববিদ্যালয়ের ১ হাজার ২শ’ নিরাপত্তা ক্যামেরার একটিও পুলিশের নজরদারি ব্যবস্থার সঙ্গে সংযুক্ত ছিল না বলে জানা গেছে। 

এমন সংবাদ প্রকাশ পাওয়ার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ সকলের কাছ থেকে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্নের মুখোমুখি হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

গান ভায়োলেন্স আর্কাইভের তথ্য অনুযায়ী, এই বছর এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে ৩০০টিরও বেশি বন্দুক সহিংসতার  ঘটনা ঘটেছে।