শুক্রবার ১৯ ডিসেম্বর ২০২৫, পৌষ ৫ ১৪৩২, ২৮ জমাদিউস সানি ১৪৪৭

ব্রেকিং

ওসমান হাদি দেশে ফিরলেন কফিনবন্দি হয়ে খালেদা জিয়া এক মাসের মধ্যে ‘বেশ স্থিতিশীল’: ডা. জাহিদ ‘কারো প্ররোচনায় পা না দেওয়ার’ অনুরোধ ইনকিলাব মঞ্চের স্লোগানে স্লোগানে উত্তাল শাহবাগে আধিপত্যবিরোধী সমাবেশ শীর্ষস্থানীয় দুটি গণমাধ্যমের ওপর হামলা স্বাধীন গণমাধ্যমের ওপর হামলার শামিল: প্রধান উপদেষ্টা ছায়ানটে হামলা `ফৌজদারী অপরাধ`, গণঅভ্যুত্থানের চেতনারও পরিপন্থি: ফারুকী সাংবাদিকদের ওপর হামলার ‘পূর্ণ ন্যায়বিচারের’ আশ্বাস দিল সরকার ওসমান হাদির মৃত্যুতে ইইউ, যুক্তরাষ্ট্রের শোক শাহবাগে ওসমান হাদির স্মৃতিস্তম্ভ করার দাবি পরিবারের ভেনিজুয়েলায় হামলায় কংগ্রেসের অনুমোদন লাগবে না: ট্রাম্প হাদির মৃত্যু: রাজশাহীতে গুঁড়িয়ে দেওয়া হল আওয়ামী লীগের কার্যালয় হাদির লাশ আসবে সন্ধ্যায়, শনিবার মানিক মিয়ায় জানাজা হাদির জন্য শনিবার রাষ্ট্রীয় শোক ওসমান হাদিকে বাঁচানো গেল না সেনা সহযোগিতায় নেভানো হলো প্রথম আলো-ডেইলি স্টারের আগুন

জাতীয়

স্লোগানে স্লোগানে উত্তাল শাহবাগে আধিপত্যবিরোধী সমাবেশ

 প্রকাশিত: ১৬:৪৪, ১৯ ডিসেম্বর ২০২৫

স্লোগানে স্লোগানে উত্তাল শাহবাগে আধিপত্যবিরোধী সমাবেশ

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজধানীর শাহবাগে বিক্ষোভ, অবস্থান কর্মসূচি ও আধিপত্যবিরোধী সমাবেশ করেছে ইনকিলাব মঞ্চসহ বিভিন্ন সংগঠন ও ছাত্র-জনতা।

শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে সরেজমিনে দেখা যায়, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী জুমার নামাজ শেষে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে দলে দলে মিছিল নিয়ে শাহবাগে জড়ো হন বিক্ষোভকারীরা। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে শাহবাগ এলাকায় জনসমাগম বাড়তে থাকে।

এ সময় ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘হাদি ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘আজাদী না রাজপথ, রাজপথ রাজপথ’, ‘খুনি হাসিনার ফাঁসি চাই’ এবং ‘নারায়ে তাকবীর, আল্লাহু আকবার’ এমন নানা স্লোগানে শাহবাগ মুখরিত হয়ে ওঠে।

সমাবেশে একাত্মতা প্রকাশ করে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা এখনো দেশে সক্রিয় রয়েছে। তারাই হত্যা, সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এ পরিস্থিতিতে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি হাদি হত্যার সুষ্ঠু বিচার দাবি করেন।

জাতীয় গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান রাশেদ প্রধান বলেন, হাদি আমাদের মাঝ থেকে চলে গেলেও তার আদর্শ রয়ে গেছে। তিনি দাবি করেন, দেশের মাটিতে কোনো আধিপত্যবাদ চলবে না এবং ঘরে ঘরে হাদির মতো মানুষ জন্ম নেবে। আধিপত্যের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকারও করেন তিনি।

রায়েরবাগ এলাকা থেকে আগত বাবলা ও সজীব বলেন, একজন বলিষ্ঠ কণ্ঠস্বরকে হত্যা করা হয়েছে। তাই তার বিচারের দাবিতে তারা আন্দোলনে যুক্ত হয়েছেন। দ্রুত খুনিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

কাঁঠালবাগান থেকে আসা মৌসুম সিদ্দিক বলেন, গণঅভ্যুত্থানের পর যাদের ক্ষমতায় বসানো হয়েছে, তাদের আমলেই হাদির মতো একজন নির্ভীক যোদ্ধাকে হারাতে হলো। এই পরিস্থিতিতে বিচার কোথায় চাইব এ প্রশ্নও তোলেন তিনি।

সমাবেশে ইনকিলাব মঞ্চ, জুলাই ঐক্য, এবি পার্টি, ডাকসু, জাগপাসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।