মঙ্গলবার ২৫ মার্চ ২০২৫, চৈত্র ১১ ১৪৩১, ২৫ রমজান ১৪৪৬

ব্রেকিং

জরুরি অবস্থা জারি নিয়ে গুজব ছড়ানো হচ্ছে: স্বরাষ্ট্রসচিব সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করার চেষ্টা হচ্ছে: তারেক রহমান আ. লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ও নিবন্ধন বাতিলের দাবি নাহিদের ৪৭তম বিসিএস: প্রিলিমিনারি পরীক্ষা ২৭ জুন রাজশাহী ডিবির পাঁচ সদস্য বগুড়ায় অপহরণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগে আটক যান্ত্রিক ত্রুটির কারণে ২৭ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল ঈদের পরপরই ঢাকায় চালু হচ্ছে অস্ট্রেলিয়ার ভিসা কার্যক্রম সন্দ্বীপের কলঙ্ক থেকে আজ মুক্ত হলাম: ইউনূস জ্ঞান ফিরেছে তামিমের, কথা বলছেন পরিবারের সঙ্গে ১৫ লাখ রিটার্নের ১০ লাখই শূন্য: এনবিআর চেয়ারম্যান সাকিব আল হাসানের সম্পদ ক্রোকের আদেশ তামিমের হার্টে ব্লক, পরানো হলো রিং প্রথমবারের মত সমুদ্রপথে ফেরি চলাচল শুরু ঈদের ছুটিতে ব্যাংকও বন্ধ ৯ দিন ঈদযাত্রা: ট্রেনের ফিরতি টিকেট বিক্রি শুরু প্রধান উপদেষ্টার চীন সফরে প্রাধান্য পাচ্ছে অর্থনৈতিক সহযোগিতা ইসরায়েলি হামলায় ‘গাজার নতুন প্রধানমন্ত্রী’ হাসপাতালে নিহত গাজায় ইসরায়েলের যুদ্ধের শুরু থেকে নিহত ৫০ হাজার ছাড়িয়েছে ‘আমি শহীদ হতে যাই’: মাকে ফোনে বলেছিলেন শহীদ শাকিল

রাজনীতি

প্রিজন সেলে জামাই আদরে আওয়ামী লীগ নেতা, চলছে রাজনৈতিক বৈঠক!

 প্রকাশিত: ২২:১৪, ১২ মার্চ ২০২৫

প্রিজন সেলে জামাই আদরে আওয়ামী লীগ নেতা, চলছে রাজনৈতিক বৈঠক!

খুলনা মহানগরীর খালিশপুর থানা আওয়ামী লীগের যুব ক্রীড়া বিষয়ক সম্পাদক, সিটি করপোরেশনের সাত নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং খুলনা-৩ আসনের সাবেক এমপি মুন্নুজান সুফিয়ানের আপন ভাগনে শেখ খালিদ আহমেদ (৪৫) পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন।

মঙ্গলবার (১১ মার্চ) বিকেলে কাশিপুর নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তিনি একতলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পালানোর চেষ্টা করেন, ফলে তার ডান পা ভেঙে যায়। পরবর্তীতে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে ভর্তি করা হয়।

প্রিজন সেলে ভিআইপি সুবিধাঃ প্রিজন সেলে তাকে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় আওয়ামী লীগ নেতারা সেখানে গিয়ে তার সঙ্গে বৈঠক করছেন বলে জানা গেছে।

বুধবার (১২ মার্চ) দুপুরে তার অনুসারী নেতাকর্মীদের নিয়ে সেখানে রাজনৈতিক বৈঠকও করেছেন তিনি। পুলিশি পাহারায় সহযোগীরা তাকে সেবা-শুশ্রূষা করছেন। এমনকি তার পাহারায় রয়েছেন নাশকতা মামলার আসামি ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতারা।

পুলিশি পাহারায় বৈঠকঃ প্রিজন সেলের বাইরে অর্ধশত আওয়ামী লীগ নেতাকর্মী ও খালিদের আত্মীয়-স্বজনকে পাহারা দিতে দেখা গেছে। পুলিশি পাহারায় ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের সভাপতি ও সাত নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি এনাম মুন্সী তার সঙ্গে গল্প করছেন।

অন্যদিকে, একই প্রিজন সেলের অন্য কক্ষে থাকা সাধারণ আসামিদের পাশে কেউ নেই, যা তাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে।

পুলিশের অবস্থানঃ প্রিজন সেলের দায়িত্বে থাকা পুলিশ সদস্য রেজাউল ইসলাম এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন। তবে দায়িত্বপ্রাপ্ত এসআই শামিম রেজার সঙ্গে কথা বলতে চাইলে আওয়ামী লীগ নেতাকর্মীরা ও পুলিশ সদস্য রেজাউল করিম সাংবাদিকদের প্রতি মারমুখী আচরণ করেন।

নেতাদের বিরুদ্ধে একাধিক মামলাঃ খালিশপুর থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, বিএনপি অফিস ভাঙচুর ও নেতাকর্মীদের মারধরের অভিযোগে শেখ খালিদের বিরুদ্ধে তিনটি এবং খুলনা সদর ও আড়ংঘাটা থানায় একটি করে মামলা রয়েছে। এ ছাড়া এনাম মুন্সীর বিরুদ্ধেও একাধিক নাশকতার মামলা রয়েছে এবং তিনি পুলিশের তালিকাভুক্ত আসামি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ক্ষোভঃ প্রিজন সেলে শেখ খালিদের জামাই আদরে থাকা এবং রাজনৈতিক বৈঠক করা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।

সংগঠনটির খুলনা জেলার আহ্বায়ক কমিটির সদস্যসচিব সাজিদুল ইসলাম বাপ্পি বলেন, চোর ও সন্ত্রাসীরা কারাগারে যেভাবে ভিআইপি প্রোটোকল পাচ্ছে তা জুলাই চেতনা পরিপন্থি এবং আমাদের জন্য অত্যন্ত উদ্বেগজনক৷ অভ্যুত্থান বিরোধী এই অপশক্তির যেখানে রিমান্ডে থাকার কথা তারা সেখানে প্রিজন সেলে বসেই নাকি বৈঠক করছে! কি নিয়ে বৈঠক হচ্ছে আমরা জানি না! তারা কি আবার আমাদের ওপর গুলি চালাতে চায়? আমাদের মারতে চায়? কি চায় তারা? কারা এই বৈঠকের আয়োজক এবং সহযোগী, কাদের ইন্ধনে এসব বৈঠক হচ্ছে তাদের খুঁজে বের করুন৷ অন্যথায় বিপ্লবী ছাত্র-জনতা আবারও রাজপথে নামতে বাধ্য হবে।’