মঙ্গলবার ১৮ নভেম্বর ২০২৫, অগ্রাহায়ণ ৪ ১৪৩২, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

ব্রেকিং

বাজেট কফি চেইন এলএপিকে ঘিরে বিতর্ক, বার্লিনে ক্ষোভ-প্রতিবাদ ট্রাম্পের সঙ্গে `মুখোমুখি` আলোচনায় প্রস্তুত ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো জাতিসংঘের গাজা প্রস্তাব ফিলিস্তিনিদের অধিকার পূরণে ব্যর্থ: হামাস জাতিসংঘের গাজা ভোটকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিন মাসে গড়ে ঢাকায় ২০ হত্যা: পুলিশ নির্বাচন `উৎসবমুখর` করতে তথ্যচিত্র বানাবে সরকার: অর্থ উপদেষ্টা স্ত্রী-কন্যাসহ নানকের ৫৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ মহীউদ্দীন খান আলমগীর ও স্ত্রীর ৩৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ লি‌বিয়া থে‌কে দে‌শে ফি‌রলেন ১৭০ বাংলা‌দে‌শি আগামী সপ্তাহ থেকে ক্রমশ তাপমাত্রা কমবে হাসিনার বিরুদ্ধে রায় প্রমাণ করে, কেউ আইনের ঊর্ধ্বে নয়: প্রধান উপদেষ্টা কিশোরগঞ্জে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়িতে হামলা ও ভাঙচুর দণ্ডিত আসামির বক্তব্য প্রচার নয়: এনসিএসএ ট্রাম্পের গাজা পরিকল্পনায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদন

ইসলাম

ইসলামি বইমেলায় মুফতি আবদুল্লাহ তামিমের সিরাতের ব্যতিক্রমী:

ইসলামি বইমেলায় মুফতি আবদুল্লাহ তামিমের সিরাতের ব্যতিক্রমী গ্রন্থ ‘নবীজির প্রিয় ১০০’

 প্রকাশিত: ১৭:৪৪, ১৮ নভেম্বর ২০২৫

ইসলামি বইমেলায় মুফতি আবদুল্লাহ তামিমের সিরাতের ব্যতিক্রমী:

আন্তর্জাতিক ইসলামি বইমেলায় পাওয়া যাচ্ছে সিরাতের ব্যতিক্রমী গ্রন্থ ‘নবীজির প্রিয় ১০০’। প্রিয় নবী মুহাম্মাদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাচরণ, পছন্দ-অপছন্দ ও ব্যক্তিজীবনের নানা দিক এতে সুবিন্যস্তভাবে তুলে ধরা হয়েছে। বইটি পাওয়া যাবে মেলার ১০০ নম্বর স্টল ও অনলাইন বুকশপে।

কুরআন, হাদিস, আধুনিক বিজ্ঞান ও ছয় শতাধিক রেফারেন্সের আলোকে রচিত এ বইয়ে নবীজির প্রিয় খাদ্য, পোশাক, বাহন, পানির পাত্র থেকে শুরু করে সাহাবি, স্ত্রী, নাতি-নাতনিসহ জীবনের বহু অনুল্লিখিত দিক এক মলাটে স্থান পেয়েছে। এমনকি ইন্তেকালের পর তাঁর স্মৃতিচারণ ও প্রিয়জনদের কষ্টে ব্যথিত হওয়ার বর্ণনাও অন্তর্ভুক্ত করা হয়েছে।

গ্রন্থটির ভাষা প্রাঞ্জল, দলিলসমৃদ্ধ ও হৃদয়গ্রাহী। এটি কেবল একটি তথ্যভিত্তিক রচনা নয়; বরং পাঠকের হৃদয়ে নবীপ্রেম জাগ্রত করার আন্তরিক প্রয়াস। লেখক মুফতি আবদুল্লাহ তামিমের লেখা বইটি প্রকাশ করেছে তাজদিদ পাবলিকেশন।

প্রকাশনী কর্তৃপক্ষের প্রত্যাশা, ‘নবীজির প্রিয় ১০০’ প্রতিটি ঘর, মসজিদ, মাদরাসা, খানকা ও মজমায় আলোচনার বিষয় হয়ে উঠবে। পাঠকমাত্রই বইটির পাতায় পাতায় নবীজির ভালোবাসার দাস্তান আবিষ্কার করবেন।

লেখক মুফতি আবদুল্লাহ তামিম ইংরেজিতে থেকে অনার্স, আলিয়া থেকে তাফসিরে কামিল ও কওমি মাদরাসা থেকে ইফতা সম্পন্ন করেছেন। কর্মজীবন শুরু করেন কুমিল্লা জামিয়া মাদানিয়া রওজাতুল উলুমের শিক্ষাসচিব হিসেবে। এরপর দীর্ঘ নয় বছর বিভিন্ন সংবাদ মাধ্যমে কাজ করে বর্তমানে তিনি সময় টেলিভিশনের ইসলাম বিভাগ প্রধান, মারকাযুশ শায়েখ আরশাদ আল মাদানি ঢাকার ইফতা বিভাগের সিনিয়র শিক্ষক, বাংলা ইকরা একাডেমির উপদেষ্টা ও সিনিয়র ইনস্ট্রাক্টর এবং বিশ্বের সবচেয়ে বড় আন্তর্জাতিক মুসলিম কমিউনিটি ‘আলফাফা’-এর বাংলাদেশ পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। তার প্রকাশিত বইয়ের সংখ্যা এখন পর্যন্ত চার।