মঙ্গলবার ১৮ নভেম্বর ২০২৫, অগ্রাহায়ণ ৪ ১৪৩২, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

ইসলাম

৮টি মসজিদে ইমাম নেবে বাসমাহ ফাউন্ডেশন

 প্রকাশিত: ০৯:৫২, ১৮ নভেম্বর ২০২৫

৮টি মসজিদে ইমাম নেবে বাসমাহ ফাউন্ডেশন

সেবামূলক সংস্থা বাসমাহ ফাউন্ডেশন পরিচালিত আটটি মসজিদে যোগ্য ইমাম নিয়োগ দেওয়া হবে।

নিয়োগের ক্ষেত্রে আফটার স্কুল মাকতাবের কেন্দ্রীয় কার্যালয়ের অধীনে প্রশিক্ষণপ্রাপ্তদের অগ্রধিকার দেওয়া হবে।

অবস্থান:

কক্সবাজার, নীলফামারী, পটুয়াখালী, কিশোরগঞ্জ, সিরাজগঞ্জ, খাগড়াছড়ি, কুড়িগ্রাম, নেত্রকোনা।

(সকল মসজিদ গ্রামে প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত শহরাঞ্চলে বা ঢাকার আশেপাশে আমাদের কোনো মসজিদ নেই।)

যোগ্যতা:

  • দাওয়াহর কাজে আগ্রহী হতে হবে।
  • হিফজ ও ক্বিরাত সমাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
  • সুন্দর কণ্ঠে কুরআন তেলাওয়াত ও সঠিকভাবে নামাজ পরিচালনা করার দক্ষতা থাকতে হবে।
  • চরিত্রবান, আমানতদার ও সুন্নাহ অনুযায়ী জীবন যাপনকারী হতে হবে।

সুবিধাসমূহ :

  • মাসিক বেতন: ১৫,০০০/- টাকা
  • পরিবারসহ থাকার জন্য প্রস্তুত কোয়ার্টার প্রদান করা হবে।

আবেদন প্রক্রিয়া :

আগ্রহী প্রার্থীগণ তাদের সিভিসহ গুগল ফর্মটি পূরণ করুন-

https://forms.gle/SmeFCHSV4gc1FJRR7