মঙ্গলবার ১৮ নভেম্বর ২০২৫, অগ্রাহায়ণ ৪ ১৪৩২, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

লি‌বিয়া থে‌কে দে‌শে ফি‌রলেন ১৭০ বাংলা‌দে‌শি

 প্রকাশিত: ১৪:২৩, ১৮ নভেম্বর ২০২৫

লি‌বিয়া থে‌কে দে‌শে ফি‌রলেন ১৭০ বাংলা‌দে‌শি

লি‌বিয়ার বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টার থেকে ১৭০ জন বাংলাদেশি দে‌শে ফি‌রে‌ছেন। 

মঙ্গলবার (১৮ ন‌ভেম্বর) বুরাক এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা দে‌শে ফেরেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায় এসব বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়। এসব বাংলাদেশি বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টারে ছিলেন। সেখান থেকে তাদের আইওএম-এর সহায়তায় দেশে প্রত্যাবাসন করা হয়।

উল্লেখ্য, লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশি নাগরিকদের নিরাপদ প্রত্যাবাসনের লক্ষ্যে বাংলাদেশ দূতাবাস, লিবিয়া স্থানীয় কর্তৃপক্ষ ও আইওএম নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে।