মঙ্গলবার ১৮ নভেম্বর ২০২৫, অগ্রাহায়ণ ৪ ১৪৩২, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

নির্বাচন `উৎসবমুখর` করতে তথ্যচিত্র বানাবে সরকার: অর্থ উপদেষ্টা

 প্রকাশিত: ১৪:২৫, ১৮ নভেম্বর ২০২৫

নির্বাচন `উৎসবমুখর` করতে তথ্যচিত্র বানাবে সরকার: অর্থ উপদেষ্টা

ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে 'উৎসবমুখর' করতে সংস্কৃতি মন্ত্রণালয় একটি তথ্যচিত্র নির্মাণ করবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

মঙ্গলবার সরকারি ক্রয় ও অর্থনৈতিক বিষয়সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের উপদেষ্টা বলেন, “সরকার একটা ডকুমেন্টারি করবে ইলেকশন সামনে রেখে। লোকজনকে ইয়ে করার জন্য, ইলেকশনটাকে 'উৎসবমুখর করার জন্য'। ওটা সংস্কৃতি মন্ত্রণালয় করবে।

“এটা ইন প্রিন্সিপাল আমরা বলেছি, কিন্তু ওটা আপনার ওপেন টেন্ডার করে কাকে দেবে সেটা ঠিক করবে (সংস্কৃতি মন্ত্রণালয়)। কারণ এটা প্রফেশনাল একটা জব। মানে যারা ওই সব বিজ্ঞাপনচিত্রের সংস্থা আছে তাদের ওপেন টেন্ডারের মাধ্যমে দেওয়া হবে।”

এটা ইকোনমিক অ্যাফেয়ার্স কমিটি নীতিগত অনুমোদন দিয়েছে বলে জানিয়েছেন সালেহউদ্দিন আহমেদ।

তথ্যচিত্র নির্মাণের জন্য কত টাকা বরাদ্দ রাখা হয়েছে জানতে চাইলে উপদেষ্টা বলেন, “আমি টাকাটা এখন বলবো না। যেহেতু আমরা এখনো বলছি, ওরা টেন্ডার করে আসুক তারপর।

“দেখেন আমরা ইন প্রিন্সিপাল এগ্রি করেছি। পারচেজ কমিটিতে এটার অ্যাপ্রুভ আসেনি।”

নির্বাচন সামনে রেখে বডিক্যাম কেনা হচ্ছে কী না জানতে চাইলে অর্থ উপদেষ্টার বলেন, “বডি ক্যামেরা নিয়ে ওরা একটু পর্যালোচনা করছে। বডি ক্যামেরা প্রথমত ছিল অনেকগুলো (৩০ হাজারের মত) করবে। সেখানে আমরা বলেছি যে আপনারা পর্যালোচনা করে আসেন। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হল প্রকিউরমেন্টটা কিভাবে করবেন। একটা স্বচ্ছ প্রক্রিয়া যেন প্রকিউরমেন্টটা হয়।

"হয়তো এখন ওরা একটু র‍্যাশনাল হিসেবে আসবে বডি ক্যামেরা। খুব অ্যাম্বিশাস ওয়েতে বডি ক্যামেরা কেনা হবে না। শুধু সেনসিটিভ যেসব জায়গা আছে, ওইখানে আমরা সাজেস্ট করেছি। ইনফ্যাক্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয় সাজেস্ট করছে আমরা সব জায়গায় বডি ক্যাম দিতে। এগুলো মনিটর করার ব্যাপার আছে। ছবি আসবে, অ্যাকশন নিতে হবে তো। অতএব সেনসিটিভ যে জিনিসগুলো, ওরা নির্বাচন কমিশনের সাথে আলাপ করে তারা রিটার্নিং অফিসারদেরকে দেবে।"

রমজান সামনে রেখে চাল ও গম আমদানির সিদ্ধান্ত হয়েছে বলেও জানিয়েছেন অর্থ উপদেষ্টা।

এদিন রোহিঙ্গাদের জন্যও স্থাপনা করার অনুমোদন হয় এ কমিটির বৈঠকে।

ক্রয় কমিটির সভায় আনসার ও ভিডিপির জন্য ১৭ হাজার ৫০ পিস শটগান কেনার অনুমোদন করার তথ্য দিয়েছেন উপদেষ্টা।

এটা নির্বাচন সামনে রেখে কেনা হচ্ছে কি না জানতে চাইলে সালেহউদ্দিন আহমেদ বলেন, “না। আগের থেকেই কথা চলছিল। এবং এটা আমি বলব যে অত্যন্ত সাশ্রয়ী। আপনারা নিজেরাই খুঁজে বের করতে পারবেন যে আগের যে ক্রয়ের ইয়েতে করেছিল তার তুলনায় এটা অত্যন্ত একটা কম্পিটিটিভ প্রাইস।"

এদিন ১ হাজার ৬৯২ কোটি ৩২ লাখ টাকা ব্যায়ে এক কোটি ই-পাসপোর্ট বুকলেট ক্রয়ের অনুমোদন হয়।

উপদেষ্টার কথায়, “প্রায় এক কোটি পাসপোর্টের আবার নতুন করে ইয়ে (কিনব) করবো। কারণ ই-পাসপোর্টের চাহিদা আছে। তো সেটা তাড়াতাড়ি করে আমরা করবো।”

বৈঠকে বলা হয়েছে, সরকার ইউনিসেফের মাধ্যমে সম্প্রসারিত টিকাদান কর্মসূচির কার্যক্রমে ব্যবহারের জন্য টিকা কিনবে বলে অনুমোদন দেয়; এছাড়াও কৃষিতে সারের চাহিদা মেটাতে ইউরিয়া সার আমদানি করবে বলে অনুমোদন মেলে বৈঠকে।

এর মধ্যে কাফকো থেকে ৩০ হাজার মেট্রিক টন ইউরিয়া এবং সৌদি আরবের একটা কোম্পানি হতে ৪০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার আমদানি করা হবে।

এছাড়াও সৌদি আরবের দুই কোম্পানি এবং চীনের এক কোম্পানি থেকে সমান সংখ্যক হারে ১ লাখ ২০ হাজার মেট্রিক টন ডিএপি সার আনা হবে এবং মরক্কো থেকে ৩০ হাজার মেট্রিক টন টিএসপি সার আমদানি করা হবে।

সার সংরক্ষণ ও বিতরণের সুবিধার জন্য সাতক্ষীরায় একটা গোডাউন করারও অনুমোদন হয় ক্রয় কমিটির বৈঠকে।

এর বাইরে এক কার্গো এলএনজি আমদানির সিদ্ধান্ত হয়েছে বৈঠকে; যার মূল্য ঠিক হয়েছে ৪৮৯ কোটি ৮৮ লাখ টাকা।