মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর ২০২৫, আশ্বিন ১ ১৪৩২, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

ইসলাম

নামাজ প্রসঙ্গে

নামাজ প্রসঙ্গে

খালিদ সাইফুল্লাহ

 প্রকাশিত: ২২:৪৬, ২৭ অক্টোবর ২০২৩

নামাজ প্রসঙ্গে

আমাদের বাসায় আমার আম্মা খাটের উপর নামায আদায় করে থাকেন। ঐ রুমের বারান্দায় যেতে হলে খাটের সামনে দিয়ে যেতে হয়। প্রশ্ন হল, খাটের উপর নামায পড়া অবস্থায় কি তাঁর সামনে দিয়ে অতিক্রম করা বৈধ হবে?

উত্তর
খাটের উপর নামায আদায়কারী ব্যক্তির সামনে দিয়েও অতিক্রম করা যাবে না। বরং এক্ষেত্রে তার সামনে দিয়ে অতিক্রম করতে চাইলে সুতরা ব্যবহার করতে হবে। অবশ্য যদি খাটের সমতল অংশের থেকে নিচু হয়ে অতিক্রম করা হয়, তবে তাতে অসুবিধা নেই।

Ñআলআজনাস, নাতিফী ১/৭৪; শরহুল মুনইয়াহ, পৃ. ৩৬৭; রদ্দুল মুহতার ১/৬৩৪

Online_News_Portal_24