রোববার ২৫ জানুয়ারি ২০২৬, মাঘ ১২ ১৪৩২, ০৬ শা'বান ১৪৪৭

ব্রেকিং

বাংলাদেশের বন্ধু, সাংবাদিক মার্ক টালি আর নেই ২৪ দিনে রেমিট্যান্স এলো ৩০ হাজার ২৯৪ কোটি টাকা পাবনা-১: নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপিতে যোগ দেওয়া আবু সাইয়িদ ভারতে হাসিনার বক্তব্যের অনুমতি দেওয়ার প্রতিবাদ বাংলাদেশের ১২ ফেব্রুয়ারি ফ্যাসিবাদ কবর দেওয়ার ডাক জামায়াত আমিরের ১২ ফেব্রুয়ারি ‘চাঁদাবাজ-দখলদাররা’ পরাজিত হবে: নাহিদ রূপপুর বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে ব্যয় বাড়ল সাড়ে ২৫ হাজার কোটি টাকা প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে আদালত অবমাননার রুল দুর্নীতির টুঁটি চেপে ধরা হবে: তারেক রহমান সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ভাই আনিসের দেশত্যাগে নিষেধাজ্ঞা সেহেরি ও ইফতার: ৯ মিনিট যোগ বা বিয়োগের হিসাব ‘ভুল ও ভিত্তিহীন’ কোভিড নিয়ে যুক্তরাষ্ট্রের সমালোচনা ভুল: ডব্লিউএইচও প্রধান ন্যাটো বিতর্কের মাঝেও যুক্তরাজ্যের সেনাদের প্রশংসায় ট্রাম্প ভূমিধসে নিখোঁজদের খোঁজে ইন্দোনেশিয়ায় উদ্ধার তৎপরতা তরুণদের সঙ্গে মতবিনিময় তারেক রহমানের সাকিবকে জাতীয় দলের জন্য বিবেচনা করার ঘোষণা বিসিবির আইসিসির ‘দ্বৈত নীতি’র শিকার বাংলাদেশ: শহীদ আফ্রিদি

ইসলাম

তিন জুমা আর মিম্বর স্থানান্তর করা

 প্রকাশিত: ০৫:৩৪, ৬ মে ২০২৩

তিন জুমা আর মিম্বর স্থানান্তর করা

১৩৯৭. প্রশ্ন
আমাদের আল আকসা জামে মসজিদ দীর্ঘদিন ধরে পাঞ্জেগানা মসজিদ হিসেবে চালু ছিল। বিগত কিছু দিন পূর্বে মূল মসজিদের সাথে উত্তর পার্শ্বে ওয়াকফকৃত নিজস্ব জায়গায় বর্ধিত করে ৭/১২/০৭ হতে জুমআর নামায উদ্বোধন করা হয়। মসজিদের পশ্চিম পার্শ্বে কিছু খালি জায়গা আছে। পরবর্তীতে সম্প্রসারণের প্রয়োজন হলে পশ্চিম দিকে করা হবে। এখন এলাকার কিছু গণ্যমান্য লোক যাদের মধ্যে আলেমও রয়েছেন তারা বলছেন, ভবিষ্যতে মসজিদ বর্ধিত করতে হলে মিম্বরকে তার জায়গায় রেখে পূর্ব দিকে বর্ধিত করতে হবে। পশ্চিম দিকে করা যাবে না। পশ্চিম দিকে করতে হলে তিন জু্মআ আদায় করার পূর্বেই করতে হবে। তিন জুমআ আদায় করে ফেললে আর পশ্চিম দিকে মিম্বর সরানো যাবে না।

এখন প্রশ্ন হল, তিন জুমআ আদায় করার পর পশ্চিম পার্শ্বে মসজিদের নিজস্ব জায়গায় মসজিদ বর্ধিত করতে পারব কি না? নাকি তিন জু্মআর আগেই মিম্বর সরাতে হবে?

উত্তর:
কোনো মসজিদে তিন জুমআ আদায় হয়ে গেলে তার মিম্বর সরানো যায় না-এ ধারণাটি ঠিক নয়।

মসজিদ সম্প্রসারণের প্রয়োজন হলে যে কোনো সময় মেহরাব ও মিম্বর সরানো জায়েয। তাই প্রশ্নোক্ত মসজিদে তিন জুমআ আদায় করে নিলেও পরবর্তীতে মসজিদের নিজস্ব জায়গায় (পশ্চিম পার্শ্বে) মসজিদ বৃদ্ধ করতে পারবেন এবং এক্ষেত্রে মসজিদের মিহরাব ও মিম্বর সরানো যাবে।

-ফাতহুল বারী ১/৬৪৩; উমদাতুর কারী ৪/২০৬; ই’লামুস সাজিদ বিআহকামিল মাসাজিদ পৃ. ২৬২-২৬৪; ফাতাওয়া তাতারখানিয়া ৫/৮৪৪; আলবাহরুর রায়েক ৫/২৫১; রদ্দুল মুহতার ১/৫৬৮

আলকাউসার