বৃহস্পতিবার ০৮ জানুয়ারি ২০২৬, পৌষ ২৪ ১৪৩২, ১৯ রজব ১৪৪৭

ব্রেকিং

তারেকের সঙ্গে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাক্ষাৎ ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তে বাংলাদেশ ‘অনড়’: আসিফ নজরুল ভোটের আগে-পরে ৭ দিন মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী ‘আচরণবিধি লঙ্ঘন’: বিএনপি প্রার্থী রেজা কিবরিয়াকে শোকজ অর্থ আত্মসাৎ: কক্সবাজারের সাবেক মেয়র আবছারের ৩ বছরের সাজা রাজনীতির পাশাপাশি অর্থনীতিরও ‘গণতন্ত্রায়ন দরকার’: খসরু সরকার একটি দলে ‘ঝুঁকেছে’, নির্বাচন ‘পাতানো হতে পারে’: জামায়াতের তাহের যুক্তরাষ্ট্রের ভিসা বন্ডের তালিকায় বাংলাদেশ, ১৫ হাজার ডলার পর্যন্ত গুনতে হতে পারে দুবাইয়ে ৩ ফ্ল্যাট একরামুজ্জামানের, সাত বছরে ঋণ বেড়েছে ২২ গুণ দেশের সর্বনিম্ন তাপমাত্রা নওগাঁয় আইসিসির কাছ থেকে আল্টিমেটাম পাওয়ার খবর উড়িয়ে দিল বিসিবি বিশ্বকাপে খেলতে ভারতেই যেতে হবে বাংলাদেশকে, খবর ক্রিকইনফো ও ক্রিকবাজের যুক্তরাষ্ট্রে ২০০ কোটি ডলার মূল্যের তেল রপ্তানি করবে ভেনেজুয়েলা মার্কিন তাড়া খাওয়া তেল ট্যাংকার পাহারায় রাশিয়ার নৌবহর গ্রিনল্যান্ড দখলে সামরিক বিকল্প ভাবছে ট্রাম্প কলম্বিয়ার গেরিলারা মার্কিন হামলার পর ভেনেজুয়েলা থেকে পালাচ্ছে

ইসলাম

মহানবী (সাঃ) কে নিয়ে কটুক্তি করা নুপুর শর্মাকে গ্রেপ্তারের দাবি 

 আপডেট: ১২:১০, ৭ জুন ২০২২

মহানবী (সাঃ) কে নিয়ে কটুক্তি করা নুপুর শর্মাকে গ্রেপ্তারের দাবি 

মহানবী (সাঃ) কে নিয়ে অবমাননাকর মন্তব্য করা বিজেপির বরখাস্ত হ্ওয়া মুখপাত্র নুপুর শর্মাকে গ্রেপ্তারের দাবি উঠেছে ভারতে। অল ইন্ডয়া মাজলিস-ই-ইত্তেহাদুল মুসলেমিন (এআইএমআইএম) পার্টির প্রেসিডেন্ট আসাদউদ্দিন ওয়াইসি বলেছেন, নুপুর শর্মাকে শুধু বরখাস্ত করা ক্ষমতাসীন দল বিজেপির জন্য এক লজ্জার কথা। 

ওয়াইসি বলেছেন, মুসলিম বিশ্ব সোচ্চার হয়ে ওঠার পর বিজেপি নুপুর শর্মার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। আসলে আরো ১০ দিন আগে এই ব্যবস্থা নেওয়া উচিৎ ছিল। 

ওয়াইসি বলেছেন, ‘‘আরো ১০ দিন আগেই ব্যবস্থা নেওয়া উচিৎ ছিল। তখন, যখন একজন ভারতীয় নাগরিক, মুসলমান হিসেবে আমরা ব্যবস্থা নেওয়ার দাবি করছিলাম। তখন অ্যাকশন নেওয়া হয়নি। প্রধানমন্ত্রী কেন ব্যবস্থা নিলেন না?
বিদেশি একটি দেশের নেতার চেয়ে আসাদউদ্দিন ওয়াইসির দাবি ও কণ্ঠস্বর খাটো বলে?’’

এই মুসলমান ভারতীয় নেতা বলেন, নুপুর শর্মাকে বরখাস্ত করেই যথেষ্ট করা হয়ে যায়নি বিজেপির। তাকে গ্রেপ্তার করা উচিৎ ছিল। তার আরো অভিযোগ, রোববার বরখাস্ত হওয়ার পরও নুপুর শর্মা একটি ভিডিও প্রকাশ করেছেন। যেখানে তিনি বলছেন, বিজেপি নেতারা তার সঙ্গে যোগাযোগ রেখেছেন এবং তাকে সাহস রাখতে বলেছেন। 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনা করে ওয়াইসি বলেছেন, ‘‘২০ কোটি মুসলমানের ধর্মীয় বিশ্বাস অপমানিত হয়েছে। তাদের নিয়ে উদ্বিগ্ন না হয়ে মোদি কেবল বিদেশি ধাক্কার ভয় পাচ্ছেন। এটা দুর্ভাগ্যজনক।’’

এদিকে, মুম্বাই পুলিশ জানিয়েছে তারা নুপুর শর্মাকে অভিযোগের ভিত্তিতে ডাকবেন। মুম্বাই পুলিশ কমিশনার সঞ্জয় পান্ডে মিডিয়াকে বলেছেন, পিধোনি পুলিশ স্টেশনে নুপুর শর্মার নামে একটি এফআইআর দায়ের হয়েছে। সিটি পুলিশ তাকে ডেকে তার বিবৃতি রেকর্ড করবে। সবকিছু আইন অনুযায়ী হবে।