শুক্রবার ১৯ সেপ্টেম্বর ২০২৫, আশ্বিন ৩ ১৪৩২, ২৬ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

বেলুচিস্তানে মন্ত্রীসভা থেকে এক মন্ত্রীর পদত্যাগ

 প্রকাশিত: ১০:৪৩, ২৯ মে ২০২১

বেলুচিস্তানে মন্ত্রীসভা থেকে এক মন্ত্রীর পদত্যাগ

 বালুচিস্তানে আওয়ামী পার্টির (বিএপি) জ্যেষ্ঠ নেতা সর্দার মোহাম্মদ সালেহ ভুতানি সেবা দিতে না পারায় জনগণের কাছে ক্ষমা চেয়ে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন।

 বিএপির জ্যেষ্ঠ সদস্য ভুতানি কোয়েটায় এক সংবাদ সম্মেলনে  বলেন, 'আমি মন্ত্রণালয় থেকে পদত্যাগ করেছি এবং গভর্নর তা গ্রহণ করেছেন।' এই মাসের শুরুতে মুখ্যমন্ত্রী ভুতনীকে স্থানীয় সরকার এবং গ্রামোন্নয়নের দপ্তর থেকে প্রত্যাহার করে নেন।
 'ভুতানি বেলুচিস্তানের মুখ্যমন্ত্রীর সমালোচনা করে বলেছেন, জাম কামাল খান তার ক্যাবিনেট মন্ত্রীদের কোনো মূল্য দেন না।'

প্রাক্তন বিএপি নেতা পদত্যাগ করেছেন কারণ তার বিভাগের জন্য অর্থ ছাড় বন্ধ করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী জ্যাম কমল আলিয়ানি। গত কয়েক মাস ধরে দুই বিএপি নেতার মধ্যে মতপার্থক্য চলছিল।

অনলাইন নিউজ পোর্টাল