রোববার ১৪ ডিসেম্বর ২০২৫, অগ্রাহায়ণ ৩০ ১৪৩২, ২৩ জমাদিউস সানি ১৪৪৭

ব্রেকিং

রাজনৈতিক দলগুলোকে নিরাপত্তা প্রটোকল দেবে পুলিশ ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৮৭ এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতীয় দূতকে ডেকে ফের অনুরোধ হাদিকে গুলি করে ফয়সাল, বাইকে চালক ছিলেন আলমগীর: পুলিশ হাদিকে গুলির ঘটনা মাথায় বাজ পড়ার মতো: সিইসি হাদিকে বিদেশে নেওয়ার ভাবনা জগন্নাথ হলের রাস্তায় আঁকা গোলাম আজমদের ছবি মুছে দিল প্রশাসন সিরিয়ায় আইএসের হামলায় ২ মার্কিন সেনাসহ নিহত ৩ অস্ট্রেলিয়ার বন্ডি সৈকতে গুলিতে বন্দুকধারীসহ নিহত ১২ হাদিকে গুলি: সন্দেহভাজন মাসুদ ও তার প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আটক

আন্তর্জাতিক

সিরিয়ায় আইএসের হামলায় ২ মার্কিন সেনাসহ নিহত ৩

 প্রকাশিত: ১৩:২৬, ১৪ ডিসেম্বর ২০২৫

সিরিয়ায় আইএসের হামলায় ২ মার্কিন সেনাসহ নিহত ৩

সিরিয়ায় গতকাল শনিবার ইসলামিক স্টেটের (আইএস) হামলায় মার্কিন যুক্তরাষ্ট্রের দুই সেনা ও একজন দোভাষীসহ মোট তিন জন নিহত হয়েছে বলে জানা গেছে। ওই হামলায় সেনাবাহিনীর তিন সদস্য আহত হয়েছেন। কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম দেশটির পালমিরা শহরে এক হামলায় আমেরিকান ও সিরিয়ান সেনা আহত হওয়ার খবর প্রকাশ করার পর, মার্কিন কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম) গতকাল শনিবার এক্স-এ এক পোস্টে এই মৃত্যুর ঘোষণা দেয়। 

মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক বাহিনীর তত্ত্বাবধানকারী সেন্টকম জানিয়েছে, ‘একজন আইএসআইএস বন্দুকধারীর আক্রমণে’ তিন আমেরিকান নিহত এবং আরও তিনজন আহত হয়েছে।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ‘এ সময় হামলায় অংশ নেওয়া আইএস সদস্যকে হত্যা করা হয়।’ 

পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল বলেন, সন্ত্রাসবিরোধী অভিযানের সহায়তায় সৈন্যরা যখন ‘একজন গুরুত্বপূর্ণ নেতার সঙ্গে কার্যক্রম’ পরিচালনা করছিলেন, তখনই এই হামলার চালানো হয়। 

এদিকে সিরিয়ায় নিযুক্ত মার্কিন দূত টম ব্যারাক জানান, এই অতর্কিত হামলা যুক্তরাষ্ট্র-সিরিয়া সরকারের একটি যৌথ টহল দল’কে লক্ষ্য করে এই হামলা চালিয়েছে আইএস। 

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এক্স-এ লেখেন, ‘এই বর্বর হামলাটি যে ব্যক্তি চালিয়েছে, তাকে যৌথ  বাহিনী হত্যা করেছে।’

পার্নেল বলেন, নিহত সৈন্যদের পরিবারকে অবহিত না করা পর্যন্ত তাদের পরিচয় প্রকাশ করা হবে না।

গত বছরের ডিসেম্বর মাসে ইসলামপন্থী নেতৃত্বাধীন বাহিনী দীর্ঘদিনের সিরীয় শাসক বাশার আল-আসাদকে উৎখাত করে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির সম্পর্ক পুনরুজ্জীবিত হওয়ার পর এ ধরনের ঘটনা এটিই প্রথম।

সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা, একটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে এর আগে জানিয়েছে যে হামলায় বেশ কয়েকজন মার্কিন সেনা এবং দুইজন সিরীয় নিরাপত্তা সদস্য আহত হয়েছে।

সানা জানিয়েছে, সেনারা পালমিরায় একটি ‘যৌথ মাঠ পর্যবেক্ষণ সফরে’ অংশ নিচ্ছিলেন, শহরটি একসময় ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠীর নিয়ন্ত্রণে ছিল।