রোববার ১৪ ডিসেম্বর ২০২৫, অগ্রাহায়ণ ৩০ ১৪৩২, ২৩ জমাদিউস সানি ১৪৪৭

ব্রেকিং

রাজনৈতিক দলগুলোকে নিরাপত্তা প্রটোকল দেবে পুলিশ ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৮৭ এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতীয় দূতকে ডেকে ফের অনুরোধ হাদিকে গুলি করে ফয়সাল, বাইকে চালক ছিলেন আলমগীর: পুলিশ হাদিকে গুলির ঘটনা মাথায় বাজ পড়ার মতো: সিইসি হাদিকে বিদেশে নেওয়ার ভাবনা জগন্নাথ হলের রাস্তায় আঁকা গোলাম আজমদের ছবি মুছে দিল প্রশাসন সিরিয়ায় আইএসের হামলায় ২ মার্কিন সেনাসহ নিহত ৩ অস্ট্রেলিয়ার বন্ডি সৈকতে গুলিতে বন্দুকধারীসহ নিহত ১২ হাদিকে গুলি: সন্দেহভাজন মাসুদ ও তার প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আটক

শিক্ষা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কনফুসিয়াস ইনস্টিটিউট উদ্বোধন

 প্রকাশিত: ১৬:০৪, ১৪ ডিসেম্বর ২০২৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কনফুসিয়াস ইনস্টিটিউট উদ্বোধন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আজ কনফুসিয়াস ইনস্টিটিউট উদ্বোধন করা হয়েছে। দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে চীনা ভাষা শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময় সম্প্রসারণে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

এ উপলক্ষ্যে রাজধানীর উত্তরায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. চৌধুরী রফিকুল আবরার, বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক আবরার, রাষ্ট্রদূত ইয়াও ওয়েনসহ অন্যান্য বক্তারা বাংলাদেশ ও চীনের মধ্যে শিক্ষা সহযোগিতা এবং জনগণের মধ্যে যোগাযোগ জোরদারে ইনস্টিটিউটটির ভূমিকা তুলে ধরেন। 

বাংলাদেশ ও চীনের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী, চীনা ব্যবসায়ী সম্প্রদায়ের সদস্য, কনফুসিয়াস ইনস্টিটিউটের শিক্ষক ও শিক্ষার্থী এবং চীনা শিক্ষার্থী প্রতিনিধিসহ প্রায় ৩০০ জন অংশগ্রহণকারী উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে যোগ দেন।

অনুষ্ঠানে সিংহ নৃত্য পরিবেশনা, কনফুসিয়াস ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থাপনা, ঐতিহ্যবাহী চা পরিবেশন শিল্প, ক্যালিগ্রাফি প্রদর্শনী এবং চীনা সংস্কৃতি ও দ্বিপাক্ষিক সাংস্কৃতিক সম্পর্ক তুলে ধরা হয়।

ঢাকার বাইরে প্রতিষ্ঠিত প্রথম কনফুসিয়াস ইনস্টিটিউট হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রটি উত্তর-পশ্চিমাঞ্চলে চীনা ভাষা শিক্ষার চাহিদা পূরণ করবে এবং দুই দেশের মধ্যে একাডেমিক সহযোগিতা ও সাংস্কৃতিক বিনিময়ের নতুন প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে বলে আশা করা হচ্ছে।