রোববার ১৪ ডিসেম্বর ২০২৫, অগ্রাহায়ণ ৩০ ১৪৩২, ২৩ জমাদিউস সানি ১৪৪৭

ব্রেকিং

রাজনৈতিক দলগুলোকে নিরাপত্তা প্রটোকল দেবে পুলিশ ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৮৭ এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতীয় দূতকে ডেকে ফের অনুরোধ হাদিকে গুলি করে ফয়সাল, বাইকে চালক ছিলেন আলমগীর: পুলিশ হাদিকে গুলির ঘটনা মাথায় বাজ পড়ার মতো: সিইসি হাদিকে বিদেশে নেওয়ার ভাবনা জগন্নাথ হলের রাস্তায় আঁকা গোলাম আজমদের ছবি মুছে দিল প্রশাসন সিরিয়ায় আইএসের হামলায় ২ মার্কিন সেনাসহ নিহত ৩ অস্ট্রেলিয়ার বন্ডি সৈকতে গুলিতে বন্দুকধারীসহ নিহত ১২ হাদিকে গুলি: সন্দেহভাজন মাসুদ ও তার প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আটক

আন্তর্জাতিক

কৃষ্ণ সাগরে তুর্কি পণ্যবাহী জাহাজে রাশিয়ার ড্রোন হামলা

 প্রকাশিত: ১৩:১৩, ১৪ ডিসেম্বর ২০২৫

কৃষ্ণ সাগরে তুর্কি পণ্যবাহী জাহাজে রাশিয়ার ড্রোন হামলা

ইউক্রেন গতকাল শনিবার রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ করেছে যে, কৃষ্ণ সাগরে সূর্যমুখী তেল বহনকারী একটি তুর্কি জাহাজে হামলা চালিয়েছে রাশিয়া। এর এক দিন আগে ইউক্রেনের একটি বন্দরে তুর্কি মালিকানাধীন একটি জাহাজে রুশ হামলার ফলে ওই জাহাজে আগুন ধরে যায়।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

ইউক্রেনের নৌবাহিনী সামাজিক যোগাযোগমাধ্যমে বলেছে ‘রাশিয়া সূর্যমুখী তেল বহনকারী তুর্কি জাহাজ 'ভিভা'কে লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে। ওই জাহাজটি সূর্যমুখী তেল বহন করে মিশরে যাচ্ছিল।’

ইউক্রেনের নৌবাহিনী জানায়, ১১ জন ক্রু বা নাবিকের কেউ আহত হয়নি এবং জাহাজটি তার যাত্রা চালিয়ে যেতে সক্ষম হয়েছে।

নৌবাহিনী একটি ভিডিও প্রকাশ করেছে, ভিডিওতে একটি ক্ষতিগ্রস্ত জাহাজ দেখা যাচ্ছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলার নিন্দা জানিয়েছেন এবং ‘প্রতিক্রিয়া’ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

জেলেনস্কি তার সন্ধ্যার ভাষণে বলেন, ‘এটি খাদ্য নিরাপত্তার ওপর আঘাত, ‘যেসব জাহাজের যুদ্ধের সঙ্গে কোনো সম্পর্ক নেই, সেগুলোতে হামলা করা রাশিয়ার দ্বারা সমগ্র বিশ্বের প্রতি একটি সরাসরি চ্যালেঞ্জ।’

তিনি বলেন, ‘আমরা আমাদের অংশীদারদের সঙ্গে আলোচনা করে ঠিক করব কীভাবে এর প্রতিক্রিয়া জানানো হবে। তিনি বলেন, প্রতিক্রিয়া অবশ্যই হবে।’

শুক্রবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে আলোচনার সময় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান বন্দর ও জ্বালানি স্থাপনায় হামলা বন্ধের আহ্বান জানানোর পর এটি তুর্কি জাহাজে দ্বিতীয় হামলার ঘটনা।