রোববার ১৪ ডিসেম্বর ২০২৫, অগ্রাহায়ণ ৩০ ১৪৩২, ২৩ জমাদিউস সানি ১৪৪৭

ব্রেকিং

রাজনৈতিক দলগুলোকে নিরাপত্তা প্রটোকল দেবে পুলিশ ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৮৭ এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতীয় দূতকে ডেকে ফের অনুরোধ হাদিকে গুলি করে ফয়সাল, বাইকে চালক ছিলেন আলমগীর: পুলিশ হাদিকে গুলির ঘটনা মাথায় বাজ পড়ার মতো: সিইসি হাদিকে বিদেশে নেওয়ার ভাবনা জগন্নাথ হলের রাস্তায় আঁকা গোলাম আজমদের ছবি মুছে দিল প্রশাসন সিরিয়ায় আইএসের হামলায় ২ মার্কিন সেনাসহ নিহত ৩ অস্ট্রেলিয়ার বন্ডি সৈকতে গুলিতে বন্দুকধারীসহ নিহত ১২ হাদিকে গুলি: সন্দেহভাজন মাসুদ ও তার প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আটক

আন্তর্জাতিক

ব্রাউন বিশ্ববিদ্যালয়ে বন্দুক হামলায় একাধিক নিহত

 প্রকাশিত: ১৩:২৩, ১৪ ডিসেম্বর ২০২৫

ব্রাউন বিশ্ববিদ্যালয়ে বন্দুক হামলায় একাধিক নিহত

যুক্তরাষ্ট্রের ব্রাউন বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে একাধিক ব্যক্তি নিহত হয়েছে বলে জানা গেছে। 

গতকাল শনিবার উত্তর-পূর্ব মার্কিন যুক্তরাষ্ট্রের ব্রাউন বিশ্ববিদ্যালয়ে এ ঘটনা ঘটে।  

অপরাধী এখনও পলাতক রয়েছে এবং শিক্ষার্থীদের নিরাপদে আশ্রয় নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 

যুক্তরাষ্ট্রের ৮টি সেরা বিশ্ববিদ্যালয়ে নিয়ে গঠিত গ্রুপ আইভি লীগ স্কুল এ তথ্য জানিয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

ব্রাউন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক জরুরি সতর্ক বার্তায় বলেছে, ‘আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমরা একাধিক গুলিবিদ্ধ ব্যক্তির খবর জানতে পেরেছি, তবে এই মুহূর্তে আমরা তাদের অবস্থা প্রকাশ করতে পারছি না।’ 

বার্তায় আরও বলা হয়েছে, আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা সন্দেহভাজন ব্যক্তির সন্ধানে তাদের তল্লাশী অব্যাহত রেখেছে।

ব্রাউন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্থানীয় সময় গতকাল বিকেল ৪ টা ২২ মিনিটে  একটি জরুরি বার্তা জারি করে। 

তারা জানায়, বারুস ও হলি ইঞ্জিনিয়ারিং ভবনের কাছে সক্রিয় বন্দুকধারী রয়েছে। শিক্ষার্থীদের দরজা বন্ধ, ফোন সাইলেন্ট ও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ স্থানে লুকিয়ে থাকতে বলা হয়। 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে বলেছেন যে তাকে গুলি চালানোর ঘটনা সম্পর্কে অবহিত করা হয়েছে।

প্রেসিডেন্ট বলেন, ‘এফবিআই ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। এ মুহূর্তে আমরা শুধু নিহত ও গুরুতর আহত ব্যক্তিদের জন্য প্রার্থনা করতে পারি।’

বোস্টনের কাছে রোড আইল্যান্ডের প্রভিডেন্সে অবস্থিত এই মর্যাদাপূর্ণ বিশ্ববিদ্যালয়ে প্রায় ১১ হাজার শিক্ষার্থী রয়েছে।

স্থানীয় সংবাদ সংস্থা ডব্লিউপিআরআই জানিয়েছে, আইন প্রয়োগকারী সংস্থা ও প্রাথমিক উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছে।