হাদির হামলাকারীদের ধরতে ভারতের সহযোগিতা চাইল সরকার
ঢাকায় ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলব করে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিকে গুলিবর্ষণকারীদের গ্রেপ্তারে সহযোগিতার আহ্বান জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।
রোববার পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, “রাজনৈতিক নেতা শরীফ ওসমান হাদিকে সাম্প্রতিক হত্যাচেষ্টার ঘটনায় সন্দেহভাজনদের ভারতে পলায়ন ঠেকাতে দেশটির সহযোগিতা চাওয়া হয়েছে। আর যদি তারা ইতোমধ্যে ভারতে প্রবেশ করে, তাহলে যেন দ্রুত গ্রেপ্তার এবং বাংলাদেশের কাছে প্রত্যর্পণ করা হয়।”
ভারতে থেকে ‘বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে’ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বান জানানোর কথাও তুলে ধরা হয়েছে বিজ্ঞপ্তিতে।