সোমবার ১৫ ডিসেম্বর ২০২৫, অগ্রাহায়ণ ৩০ ১৪৩২, ২৪ জমাদিউস সানি ১৪৪৭

ব্রেকিং

রাজনৈতিক দলগুলোকে নিরাপত্তা প্রটোকল দেবে পুলিশ ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৮৭ এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতীয় দূতকে ডেকে ফের অনুরোধ হাদিকে গুলি করে ফয়সাল, বাইকে চালক ছিলেন আলমগীর: পুলিশ হাদিকে গুলির ঘটনা মাথায় বাজ পড়ার মতো: সিইসি হাদিকে বিদেশে নেওয়ার ভাবনা জগন্নাথ হলের রাস্তায় আঁকা গোলাম আজমদের ছবি মুছে দিল প্রশাসন সিরিয়ায় আইএসের হামলায় ২ মার্কিন সেনাসহ নিহত ৩ অস্ট্রেলিয়ার বন্ডি সৈকতে গুলিতে বন্দুকধারীসহ নিহত ১২ হাদিকে গুলি: সন্দেহভাজন মাসুদ ও তার প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আটক

জাতীয়

সুদানে নিহত শান্তিরক্ষী: কান্না থামছে না মাসুদের স্ত্রী-মেয়ের, মূর্ছা যাচ্ছেন মা

 প্রকাশিত: ১৯:১৬, ১৪ ডিসেম্বর ২০২৫

সুদানে নিহত শান্তিরক্ষী: কান্না থামছে না মাসুদের স্ত্রী-মেয়ের, মূর্ছা যাচ্ছেন মা

সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে বিচ্ছিন্নতাবাদীদের অতর্কিত ড্রোন হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ছয় শান্তিরক্ষী নিহত হয়েছেন। তাদের একজন নাটোরের লালপুর উপজেলার বোয়ালিপাড়ার কর্পোরাল মো. মাসুদ রানা।

রোববার দুপুরে এ খবর পাওয়ার পরে তার বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া।

মাসুদ রানা (৩৮) বোয়ালিয়াপাড়ার প্রয়াত সাহাব উদ্দিনের ছেলে। পরিবারে তার মা, স্ত্রী ও আট বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআর জানায়, শনিবার দুপুরে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীর ড্রোন হামলায় ছয় বাংলাদেশি নিহত এবং আটজন আহত হন।

রোববার তাদের পরিচয় প্রকাশ করা হয়েছে।

নিহতরা হলেন- কর্পোরাল মো. মাসুদ রানা (নাটোর); সৈনিক মো. মমিনুল ইসলাম (কুড়িগ্রাম), শামীম রেজা (রাজবাড়ী) ও শান্ত মন্ডল (কুড়িগ্রাম); মেস ওয়েটার মোহাম্মদ জাহাঙ্গীর আলম (কিশোরগঞ্জ) এবং লন্ড্রি কর্মচারী মো. সবুজ মিয়া (গাইবান্ধা)।

আহত শান্তিরক্ষীরা হলেন—লেফটেন্যান্ট কর্নেল খোন্দকার খালেকুজ্জামান (কুষ্টিয়া), সার্জেন্ট মো. মোস্তাকিম হোসেন (দিনাজপুর), কর্পোরাল আফরোজা পারভিন ইতি (ঢাকা), ল্যান্স কর্পোরাল মহিবুল ইসলাম (বরগুনা); সৈনিক মো. মেজবাউল কবির (কুড়িগ্রাম), মোসা. উম্মে হানি আক্তার (রংপুর), চুমকি আক্তার (মানিকগঞ্জ) ও মো. মানাজির আহসান (নোয়াখালী)।

আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে জানিয়ে আইএসপিআর বলছে, তাদের মধ্যে সৈনিক মেজবাউল কবিরের অবস্থা গুরুতর হওয়ায় তার অস্ত্রোপচার করা হয়েছে।

মাসুদ রানার এমন মৃত্যুর সংবাদে কান্নায় ভেঙ্গে পড়ছেন তার স্ত্রী আসমা উল হুসনা আঁখি ও আট বছরের মেয়ে। আর বার বার মূর্ছা যাচ্ছেন মা মর্জিনা খাতুন।

চোখের পানি মুছতে মুছতে মর্জিনা খাতুন বলেন, “আমার ছেলের যোত-জমি কিচ্ছু নাই। আগে তো পয়সা কড়িও কম প্যাতো। আমার স্বামী নাই, সংসার নাই, আমার বাপেরও কিছু নাই। দুই কাটা করি জমি হয়তো ওরা ভাগে পাবি।

“সরকার এখন কী করবি আল্লাহ পাকই ভালো জানে। তার নাবালোক মেয়েটাকে তো মানুষ করা লাগবি, বউটাকেও তো মানুষ করা লাগবি।”

মাসুদ রানার মরদেহ দ্রুত ফিরে পেতে এবং পরিবারের দেখভালর জন্য সরকারের কাছে আর্থিক সহযোগিতার দাবি জানিয়েছেন এলাকাবাসী ও স্বজনেরা।

২০০৬ সালের ৭ জানুয়ারি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন মাসুদ রানা। পাঁচ বছর পরে তার অবসরের কথা ছিল। দরিদ্র পরিবারে জন্ম নেওয়া বিনয়ী মাসুদ দেড় মাস আগে যুক্ত হয়েছিলেন জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে।

লালপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুলহাস হোসেন সৌরভ বলেন, “নিহত কর্পোরাল মো. মাসুদ রানার পরিবারের আমরা খোঁজ-খবর নিচ্ছি। তাদের কোনো সহযোগিতার প্রয়োজন হলে প্রশাসনের পক্ষ থেকে সেটা করা হবে।”

সেনাবাহিনী থেকেও মাসুদ রানার পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে বলে জানান ইউএনও।