পাকিস্তানের ইসলামাবাদে আত্মঘাতী বিস্ফোরণে নিহত ১২
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে জেলা ও দায়রা জজ আদালত ভবনের সামনে এক আত্মঘাতী বিস্ফোরণে অন্তত ১২ জন নিহত ও ২৭ জন আহত হয়েছেন।
পাকিস্তানি গণমাধ্যম ডন জানিয়েছে, নগরীর জি-১১ এলাকায় হামলার এ ঘটনাটি ঘটেছে।
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি ওই আদালতের বাইরে সাংবাদিকদের বলেছেন, দুপুর ১২টা ৩৯ মিনিটে (স্থানীয় সময়) একটি ‘আত্মঘাতী বিস্ফোরণ’ ঘটেছে।
তিনি জানান, এ হামলার ঘটনায় ১২ জন নিহত ও আরও ২৭ জন আহত হয়েছেন।
সামাজিক মাধ্যমে আসা ঘটনার ভিডিওগুলোতে দেখা গেছে, একটি পোড়া গাড়ি থেকে আগুনের শিখা ও ধোঁয়া বের হচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রী নাকভি জানিয়েছেন, আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি আরও জানান, হামলাকারী আদালতের বাইরে প্রায় ১২ মিনিট ধরে দাঁড়িয়েছিল। সে প্রথমে আদালত ভবনের ভেতরে প্রবেশের চেষ্টা করে, কিন্তু তাতে ব্যর্থ হয়ে পুলিশের গাড়িটিকে লক্ষ্যস্থল করে বিস্ফোরণ ঘটায়।
প্রাথমিকভাবে হামলাকারীর পরিচয় শনাক্ত করার বিষয়টিকে প্রাধান্য দেওয়া হচ্ছে বলে তিনি জানিয়েছেন। আগামী কয়েক ঘণ্টার মধ্যেই হামলাকারীর পরিচয় শনাক্ত করা সম্ভব হবে বলে জোর দিয়ে বলেছেন তিনি।
নাকভি বলেন, “আমরা বিভিন্ন দিক থেকে এই ঘটনা তদন্ত করে দেখছি। এটি শুধু আরেকটি বোমা হামলা নয়। এটি ঘটেছে ঠিক ইসলামাবাদে।”
প্রত্যক্ষদর্শী আইনজীবী রুস্তম মালিক আন্তর্জাতিক একটি বার্তা সংস্থাকে বলেন, “আমি আমার গাড়ি পার্ক করে আদালত প্রাঙ্গণে প্রবেশের সঙ্গে সঙ্গে গেইটে একটি বিকট শব্দ শুনি।”
বিস্ফোরণের সঙ্গে সঙ্গে লোকজন দৌঁড়াদৌড়ি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। বিস্ফোরণে বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।