মঙ্গলবার ১১ নভেম্বর ২০২৫, কার্তিক ২৭ ১৪৩২, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৭

ব্রেকিং

‘রাষ্ট্রদ্রোহ’: বিচারের জন্য প্রস্তুত হাসিনাসহ ২৮৬ জনের মামলা নভেম্বরে ঢাকায় ১৭ ককটেল বিস্ফোরণ, ৯ যানবাহনে আগুন আমিরাতে রোজা ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ মামুন হত্যা: আদালত এলাকার নিরাপত্তা নিশ্চিতে ডিএমপি কমিশনারকে চিঠি সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বৃদ্ধি পাকিস্তানের ইসলামাবাদে আত্মঘাতী বিস্ফোরণে নিহত ১২ ৫ ক্যাচ ছাড়ার দিনে বাংলাদেশের প্রাপ্তি ৮ উইকেট ভারতের মোদি জলবিদ্যুৎ প্রকল্প উদ্বোধনের জন্য ভুটান সফর করছেন রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ১ দিল্লিতে গাড়ি বিস্ফোরণে জড়িতরা বিচারের সম্মুখীন হবে : প্রতিরক্ষামন্ত্রী ফিলিস্তিনি প্রেসিডেন্ট আব্বাসের সঙ্গে বৈঠক করবেন ম্যাখোঁ আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী শক্ত অবস্থানে: উপদেষ্টা গুজব ও বিভ্রান্তি প্রতিরোধে বিশেষ সাইবার সেলের কার্যক্রম শুরু দিল্লির গাড়ি বিস্ফোরণের তদন্ত হচ্ছে সন্ত্রাসবিরোধী আইনে মামুনের শরীরে ৭ গুলির চিহ্ন, ৬টিই ছেদ করে বেরিয়ে যায় ১৪ ডিগ্রির ঘরে তাপমাত্রা, কমতে পারে আরও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলের রায় ২০ নভেম্বর আচরণবিধি ভাঙলে প্রার্থিতা বাতিল, গেজেট প্রকাশ ময়মনসিংহে দাঁড়িয়ে থাকা বাসে আগুন, দগ্ধ হয়ে একজনের মৃত্যু গভীর রাতে ঢাকায় ৩ বাসে আগুন

আন্তর্জাতিক

পাকিস্তানের ইসলামাবাদে আত্মঘাতী বিস্ফোরণে নিহত ১২

 প্রকাশিত: ১৮:৪৩, ১১ নভেম্বর ২০২৫

পাকিস্তানের ইসলামাবাদে আত্মঘাতী বিস্ফোরণে নিহত ১২

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে জেলা ও দায়রা জজ আদালত ভবনের সামনে এক আত্মঘাতী বিস্ফোরণে অন্তত ১২ জন নিহত ও ২৭ জন আহত হয়েছেন।

পাকিস্তানি গণমাধ্যম ডন জানিয়েছে, নগরীর জি-১১ এলাকায় হামলার এ ঘটনাটি ঘটেছে।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি ওই আদালতের বাইরে সাংবাদিকদের বলেছেন, দুপুর ১২টা ৩৯ মিনিটে (স্থানীয় সময়) একটি ‘আত্মঘাতী বিস্ফোরণ’ ঘটেছে।

তিনি জানান, এ হামলার ঘটনায় ১২ জন নিহত ও আরও ২৭ জন আহত হয়েছেন।

সামাজিক মাধ্যমে আসা ঘটনার ভিডিওগুলোতে দেখা গেছে, একটি পোড়া গাড়ি থেকে আগুনের শিখা ও ধোঁয়া বের হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী নাকভি জানিয়েছেন, আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি আরও জানান, হামলাকারী আদালতের বাইরে প্রায় ১২ মিনিট ধরে দাঁড়িয়েছিল। সে প্রথমে আদালত ভবনের ভেতরে প্রবেশের চেষ্টা করে, কিন্তু তাতে ব্যর্থ হয়ে পুলিশের গাড়িটিকে লক্ষ্যস্থল করে বিস্ফোরণ ঘটায়।

প্রাথমিকভাবে হামলাকারীর পরিচয় শনাক্ত করার বিষয়টিকে প্রাধান্য দেওয়া হচ্ছে বলে তিনি জানিয়েছেন। আগামী কয়েক ঘণ্টার মধ্যেই হামলাকারীর পরিচয় শনাক্ত করা সম্ভব হবে বলে জোর দিয়ে বলেছেন তিনি।

নাকভি বলেন, “আমরা বিভিন্ন দিক থেকে এই ঘটনা তদন্ত করে দেখছি। এটি শুধু আরেকটি বোমা হামলা নয়। এটি ঘটেছে ঠিক ইসলামাবাদে।”

প্রত্যক্ষদর্শী আইনজীবী রুস্তম মালিক আন্তর্জাতিক একটি বার্তা সংস্থাকে বলেন, “আমি আমার গাড়ি পার্ক করে আদালত প্রাঙ্গণে প্রবেশের সঙ্গে সঙ্গে গেইটে একটি বিকট শব্দ শুনি।”

বিস্ফোরণের সঙ্গে সঙ্গে লোকজন দৌঁড়াদৌড়ি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। বিস্ফোরণে বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।