বৃহস্পতিবার ২২ জানুয়ারি ২০২৬, মাঘ ৮ ১৪৩২, ০৩ শা'বান ১৪৪৭

ব্রেকিং

কমিশনের প্রতিবেদন পেশ, সর্বনিম্ন বেতন ২০,০০০ সর্বোচ্চ ১,৬০,০০০ টাকা আইসিসি সভায় ভোটের রায় বাংলাদেশের বিপক্ষে নির্বাচনে যেন কোনো ‘গলদ’ না থাকে: প্রধান উপদেষ্টা ‘ব্যয় নির্বাহের জন্য’ আরো ১ কোটি টাকা পাচ্ছে হাদির পরিবার রোজার আগেই এলপিজির সমস্যার সমাধান: জ্বালানি উপদেষ্টা জলবায়ু পরিবর্তনে বাড়ছে দুর্যোগ, তবে প্রাণহানি কম দক্ষিণ কোরিয়ার সাবেক প্রধানমন্ত্রীর ২৩ বছরের কারাদণ্ড ‘ইন্টারনেট বন্ধ করে হত্যা’: জয় ও পলকের বিচার শুরুর আদেশ ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করলেন ফাঁসির আসামি আবুল কালাম আযাদ কর্মী আচরণবিধি লঙ্ঘন করলে দায় প্রার্থীদের এক দিনেই ৭ নির্বাচনি সমাবেশে আসছেন তারেক বাবরের স্ত্রী তাহমিনা জামানের প্রার্থিতা প্রত্যাহার ২২ বছর পর তারেকের সিলেট সফর ঘিরে উচ্ছ্বাস, সেজেছে নগরী টবি ক্যাডম্যান আর ট্রাইব্যুনালের প্রসিকিউশনের সঙ্গে নেই

আন্তর্জাতিক

হংকংয়ের পার্লামেন্ট থেকে বিরোধীদলীয় সব সংসদ সদস্যের গণপদত্যাগ

 প্রকাশিত: ২২:২৪, ১১ নভেম্বর ২০২০

হংকংয়ের পার্লামেন্ট থেকে বিরোধীদলীয় সব সংসদ সদস্যের  গণপদত্যাগ

নিজেদের চার সংসদ সদস্য বহিষ্কারের জের ধরে হংকংয়ের পার্লামেন্ট থেকে বিরোধীদলীয় সব সংসদ সদস্য গণপদত্যাগ করেছেন। বুধবার(১১ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয় হংকংয়ের সিভিক পার্টি।

এ সময় গণতন্ত্রপন্থীদের মুখপাত্র উই-চি-ওয়া বলেন, আমরা সবাই পদত্যাগ করলাম। আমাদের চার সহযোগীকে অন্যায়ভাবে সরকার অপসারণ করেছে। আমাদের পক্ষে এই পদে থাকা আর সম্ভব হচ্ছে না। আমরা জানি, গণতন্ত্রের জন্য ভবিষ্যতে আমাদের সামনে অনেক কঠিন সময় অপেক্ষা করছে। কিন্তু আমরা হাল ছাড়তে নারাজ। আমরা কখনোই পরাজয় বরণ করব না।

এর আগে চীনের কমিউনিস্ট পার্টির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম নতুন একটি নীতিমালা তৈরি করেন। যেখানে বলা হয়েছে, হংকংয়ের কোনো সাংসদ স্বাধীনতার পক্ষে অবস্থান নিলে অথবা চীনের সার্বভৌমত্ব অস্বীকার করলে তাদের বরখাস্ত করা যাবে।একই সঙ্গে হংকংয়ের অভ্যন্তরীণ বিষয়ে বাইরের শক্তির সহায়তা চাইলে কিংবা অন্য কোনো উপায়ে জাতীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ আচরণ করলে তাকেও বরখাস্ত করা যাবে।

এই নীতির আলোকে হংকংয়ের ক্ষমতাসীন সরকার গণতন্ত্রপন্থী বিরোধীদলীয় চার সংসদ সদস্য কে বরখাস্ত করে। তারা হলেন, সিভিক পার্টির আলভিন ইয়েয়ুং, কোওক কা-কি, ডেনিস কোওক এবং প্রফেশনালস গিল্ডের কেনেথ লিউং। পাশাপাশি তাদের আগামী বছর অনুষ্ঠিতব্য ভোটের আগে কোনো ধরনের নির্বাচনে অংশ নিতে পারবেন না।

এর জের ধরে বিরোধীদলীয় বাকি ১৫ জন সংসদ সদস্য পদত্যাগের করলেন। উল্লেখ্য, হংকং পার্লামেন্টের মোট ৭০টি আসনের মধ্যে গণতন্ত্রপন্থীদের দখলে রয়েছে ১৯টি আসন।

অনলাইন নিউজ পোর্টাল