বুধবার ২১ জানুয়ারি ২০২৬, মাঘ ৮ ১৪৩২, ০২ শা'বান ১৪৪৭

ব্রেকিং

জলবায়ু পরিবর্তনে বাড়ছে দুর্যোগ, তবে প্রাণহানি কম দক্ষিণ কোরিয়ার সাবেক প্রধানমন্ত্রীর ২৩ বছরের কারাদণ্ড ‘ইন্টারনেট বন্ধ করে হত্যা’: জয় ও পলকের বিচার শুরুর আদেশ ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করলেন ফাঁসির আসামি আবুল কালাম আযাদ কর্মী আচরণবিধি লঙ্ঘন করলে দায় প্রার্থীদের এক দিনেই ৭ নির্বাচনি সমাবেশে আসছেন তারেক বাবরের স্ত্রী তাহমিনা জামানের প্রার্থিতা প্রত্যাহার ফুটবল প্রতীক পেলেন তাসনিম জারা বাংলাদেশের সমর্থনে আইসিসিতে চিঠি পিসিবির ২২ বছর পর তারেকের সিলেট সফর ঘিরে উচ্ছ্বাস, সেজেছে নগরী সংসদ নির্বাচন: প্রচারে নামার আগে মার্কা নিচ্ছেন প্রার্থীরা ‘ছোট’ প্রযুক্তিগত সমস্যা: ট্রাম্পের দাভোসগামী বিমান ফিরে গেল মার্কিন ঘাঁটিতে টবি ক্যাডম্যান আর ট্রাইব্যুনালের প্রসিকিউশনের সঙ্গে নেই

শিক্ষা

নোবিপ্রবিতে স্কুল ইন্টার্নশিপ কর্মশালা

 প্রকাশিত: ১৫:৪৫, ২১ জানুয়ারি ২০২৬

নোবিপ্রবিতে স্কুল ইন্টার্নশিপ কর্মশালা

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) স্কুল ইন্টার্নশিপ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

নোবিপ্রবি শিক্ষা বিভাগের আয়োজনে আজ মঙ্গলবার নোবিপ্রবি ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলে (আইকিউএসি) এ কর্মশালা অনুষ্ঠিত হয়। 

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।
উপাচার্য বলেন, বাংলা মাধ্যমের পাশাপাশি ইংরেজি মাধ্যমের শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে যারা কাজ করেন তাদের সুন্দর কর্মপরিবেশ সৃষ্টি করে দেওয়া উচিৎ। আমাদের সন্তানরা বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে ইংরেজি মাধ্যমে অধ্যয়ন করবে যা অভিভাবক হিসেবে আমাদের জন্য অত্যন্ত গৌরবের। বিশ্ববিদ্যালয়কে র‌্যাঙ্কিংয়ে এগিয়ে নিতে হলে ইংরেজীসহ আর্টস এন্ড হিউম্যানিটিজ এর বিষয়গুলোতে বিশেষভাবে গুরুত্বারোপ করতে হবে। 
তিনি বলেন, যে বিষয়গুলোতে আমরা পিছিয়ে আছি সেসব বিষয়ে মানসম্পন্ন শিক্ষক নিয়োগ করতে হবে, তবেই মানসম্পন্ন গ্র্যাজুয়েট তৈরি হবে।

শিক্ষা বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ মুরাদ। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার জনাব নুরুদ্দিন মো. জাহাঙ্গীর, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামীমা আক্তার। অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন শিক্ষা বিভাগের ৫ম ব্যাচের কোর্স কো-অর্ডিনেটর সৈয়দ মো. সিয়াম।

নোবিপ্রবির বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ এ কর্মশালায় অংশ নেন।