বুধবার ২১ জানুয়ারি ২০২৬, মাঘ ৮ ১৪৩২, ০২ শা'বান ১৪৪৭

ব্রেকিং

কমিশনের প্রতিবেদন পেশ, সর্বনিম্ন বেতন ২০,০০০ সর্বোচ্চ ১,৬০,০০০ টাকা আইসিসি সভায় ভোটের রায় বাংলাদেশের বিপক্ষে নির্বাচনে যেন কোনো ‘গলদ’ না থাকে: প্রধান উপদেষ্টা ‘ব্যয় নির্বাহের জন্য’ আরো ১ কোটি টাকা পাচ্ছে হাদির পরিবার রোজার আগেই এলপিজির সমস্যার সমাধান: জ্বালানি উপদেষ্টা জলবায়ু পরিবর্তনে বাড়ছে দুর্যোগ, তবে প্রাণহানি কম দক্ষিণ কোরিয়ার সাবেক প্রধানমন্ত্রীর ২৩ বছরের কারাদণ্ড ‘ইন্টারনেট বন্ধ করে হত্যা’: জয় ও পলকের বিচার শুরুর আদেশ ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করলেন ফাঁসির আসামি আবুল কালাম আযাদ কর্মী আচরণবিধি লঙ্ঘন করলে দায় প্রার্থীদের এক দিনেই ৭ নির্বাচনি সমাবেশে আসছেন তারেক বাবরের স্ত্রী তাহমিনা জামানের প্রার্থিতা প্রত্যাহার ২২ বছর পর তারেকের সিলেট সফর ঘিরে উচ্ছ্বাস, সেজেছে নগরী টবি ক্যাডম্যান আর ট্রাইব্যুনালের প্রসিকিউশনের সঙ্গে নেই

জাতীয়

ময়মনসিংহে বাড়িতে ঢুকে যুবককে ছুরিকাঘাতে হত্যা

 আপডেট: ১৯:২৫, ২১ জানুয়ারি ২০২৬

ময়মনসিংহে বাড়িতে ঢুকে যুবককে ছুরিকাঘাতে হত্যা

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় বাড়িতে ঢুকে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার মধ্যরাতে উপজেলার কুমারগাতা ইউনিয়নের শ্যামপুর ঘোষবাড়ী এলাকায় এ ঘটনা ঘটনা ঘটে বলে জানান ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আব্দুল্লাহ আল মামুন।

নিহত শফিকুল ইসলাম (৩৫) ওই এলাকার কাশেম আলীর বড় ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে শফিকুল ইসলাম নিজ বাড়িতেই অবস্থান করছিলেন। রাত পৌনে ১২টার দিকে একদল লোক বাড়িতে ঢুকে তার ওপর হামলা চালায়। হামলাকারীরা শফিকুলকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে ঘটনাস্থল ত্যাগ করেন।

পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ।

স্থানীয় ভ্যান চালক আবুল হোসেন বলেন, “এমন ঘটনা সত্যিই দুঃখজনক। আমরা এ নৃশংসতার সুষ্ঠু বিচার চাই।”

একই এলাকার বাসিন্দা লাইলী আক্তার বলেন, যারা শফিকুলকে এভাবে মেরেছে, তাদের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন তিনি।

অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, “হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্তে কাজ শুরু করেছে পুলিশ। আশা করছি দ্রুত আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা সম্ভব হবে।”