বুধবার ২১ জানুয়ারি ২০২৬, মাঘ ৮ ১৪৩২, ০২ শা'বান ১৪৪৭

ব্রেকিং

কমিশনের প্রতিবেদন পেশ, সর্বনিম্ন বেতন ২০,০০০ সর্বোচ্চ ১,৬০,০০০ টাকা আইসিসি সভায় ভোটের রায় বাংলাদেশের বিপক্ষে নির্বাচনে যেন কোনো ‘গলদ’ না থাকে: প্রধান উপদেষ্টা ‘ব্যয় নির্বাহের জন্য’ আরো ১ কোটি টাকা পাচ্ছে হাদির পরিবার রোজার আগেই এলপিজির সমস্যার সমাধান: জ্বালানি উপদেষ্টা জলবায়ু পরিবর্তনে বাড়ছে দুর্যোগ, তবে প্রাণহানি কম দক্ষিণ কোরিয়ার সাবেক প্রধানমন্ত্রীর ২৩ বছরের কারাদণ্ড ‘ইন্টারনেট বন্ধ করে হত্যা’: জয় ও পলকের বিচার শুরুর আদেশ ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করলেন ফাঁসির আসামি আবুল কালাম আযাদ কর্মী আচরণবিধি লঙ্ঘন করলে দায় প্রার্থীদের এক দিনেই ৭ নির্বাচনি সমাবেশে আসছেন তারেক বাবরের স্ত্রী তাহমিনা জামানের প্রার্থিতা প্রত্যাহার ২২ বছর পর তারেকের সিলেট সফর ঘিরে উচ্ছ্বাস, সেজেছে নগরী টবি ক্যাডম্যান আর ট্রাইব্যুনালের প্রসিকিউশনের সঙ্গে নেই

জাতীয়

‘ব্যয় নির্বাহের জন্য’ আরো ১ কোটি টাকা পাচ্ছে হাদির পরিবার

 প্রকাশিত: ১৯:২৮, ২১ জানুয়ারি ২০২৬

‘ব্যয় নির্বাহের জন্য’ আরো ১ কোটি টাকা পাচ্ছে হাদির পরিবার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির পরিবারকে ঢাকায় ফ্ল্যাট কিনতে এক কোটি টাকা 'বিশেষ অনুদান’ দেওয়ার পাশাপাশি জীবন চালানোর ব্যয় নির্বাহের জন্য প্রধান উপদেষ্টার দপ্তর থেকে আরো এক কোটি টাকা দেওয়া হচ্ছে।

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বুধবার সচিবালয়ে সরকারি ক্রয়–সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ তথ্য দেন।

তিনি বলেন, “হাদীর পরিবারের (জন্য) দুইটা ব্যাপার হয়েছে। একটা হাদীর পরিবারকে ১ কোটি টাকা মিনিস্ট্রি অফ ফাইন্যান্স থেকে দেব, সেটা হল তার ফ্ল্যাট বা বাড়ির জন্য।

“আর এক কোটি টাকা আলাদাভাবে দেওয়া হচ্ছে প্রধান উপদেষ্টার ফান্ড থেকে। সেটা তার (পরিবারের) জীবন ও জীবিকা নির্বাহের জন্য।”

জুলাই অভ্যুত্থান এবং আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের মধ্য দিয়ে পরিচিতি পাওয়া হাদি ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। গত ১২ ডিসেম্বর গণসংযোগের জন্য বিজয়নগর এলাকায় গেলে তাকে গুলি করে মোটরসাইকেলে আসা আততায়ী।

গুরুতর আহত হাদিকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়।

হাদির মৃত্যুর খবর আসার পর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেছিলেন, হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্ব রাষ্ট্র নেবে।

এরপর মঙ্গলবার হাদির পরিবারকে ঢাকায় ফ্ল্যাট দিতে এক কোটি টাকা বরাদ্দের অনুমোদন দেয় অর্থ মন্ত্রণালয়।

রাজধানীর লালমাটিয়ার সরকারি দোয়েল টাওয়ারে ১২১৫ বর্গফুটের একটি ফ্ল্যাট কেনা ও সুসজ্জিত করার জন্য এ বরাদ্দ দেওয়া হচ্ছে।

ফ্ল্যাট হস্তান্তরের ক্ষেত্রে ওসমান হাদির স্ত্রী ও সন্তানের পরিচয় নিশ্চিত হওয়ার শর্ত দেওয়া হয়েছে।

ফ্লাট কেনার টাকার বিষয়ে এক প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বুধবার বলেন, “আমার দিক থেকে হয়ে গেছে। এখন ছাড় করার প্রক্রিয়া চলছে। অনুমোদনের সময় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়কে চলতি অর্থবছরের শেষ দিন তথা ৩০ জুনের মধ্যে ছাড় করার কথা বলা হয়েছে।”

এদিন বিকাল ৫টায় সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর সুপারিশ নিয়ে করা প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তরের কথা রয়েছে জাতীয় বেতন কমিশনের।

সেখানে কী থাকছে জানতে চাইলে অর্থ উপদেষ্টা বলেন, “ওটা আমি দিতে যাচ্ছি। পরবর্তীতে রিপোর্টে কী আছে তা নিয়ে ও কথা বলবে। জাকির (পে কমিশনের প্রধান, সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান) সাহেব কথা বলবে।”

এদিন কিছু সড়ক, তেল ও গ্যাস আমদানির অনুমোদন করা হয় ক্রয় কমিটির সভায়।