শুক্রবার ১৬ জানুয়ারি ২০২৬, মাঘ ৩ ১৪৩২, ২৭ রজব ১৪৪৭

ব্রেকিং

ট্রাম্পকে নিজের নোবেল দিলেন মাচাদো ইরানের প্রতি হুমকি ‘অস্থিরতা’ বৃদ্ধি করেছে: জাতিসংঘ কর্মকর্তা প্রধানমন্ত্রী তাকাইচিকে চ্যালেঞ্জ জানাতে জাপানে বিরোধীদের জোট নির্বাচনে জামায়াত ১৭৯ আসনে, এনসিপি ৩০ আসনে লড়বে ‘এবার গুলি ফস্কাবে না’, ট্রাম্পের রক্তাক্ত ছবি দেখিয়ে হুমকি ইরানের জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের দায়মুক্তি দিয়ে অধ্যাদেশ হচ্ছে সাংবাদিক আনিস আলমগীরের বিরুদ্ধে এবার মামলা করছে দুদক হাদি হত্যা মামলার পুনঃতদন্তে সিআইডি অধ্যাদেশের দাবিতে সোমবার থেকে সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান কর্মসূচি, অনড় শিক্ষার্থীরা চলন্ত বাসে ছাত্রীকে রাতভর ‘দলবেঁধে ধর্ষণ’, চালক-হেলপারসহ আটক ৩ কয়েক ঘণ্টা বন্ধ রাখার পর আকাশসীমা আবার খুলেছে ইরান এসএসসি পরীক্ষা শুরু ২১ এপ্রিল ইরানে হত্যাকাণ্ড বন্ধ, তেহরানের দাবি: ফাঁসির পরিকল্পনা নেই ট্রাম্পের ‘যুদ্ধক্ষমতা সীমিত’ লক্ষ্য থেকে সরে এল সিনেট ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি: অধ্যাদেশের দাবিতে ফের সড়কে সাত কলেজ পাবনা ১ ও ২ আসনে ভোটের বাধা কাটল হাসিনার আমৃত্যু কারাদণ্ডের মামলা আপিলের কার্য তালিকায় বাংলাদেশ, পাকিস্তানসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা বন্ধ করছে যুক্তরাষ্ট্র বিক্ষোভকারী এরফানের মৃত্যুদণ্ড স্থগিত করল ইরান

আন্তর্জাতিক

ফিলিস্তিনি যোদ্ধাদের হাতে আরও ইসরায়েলি সেনা নিহত

আল আমিন সিরাজী

 আপডেট: ১৬:৫৫, ১১ নভেম্বর ২০২৩

ফিলিস্তিনি যোদ্ধাদের হাতে আরও ইসরায়েলি সেনা নিহত

সংগৃহীত ছবি

গাজায় ফিলিস্তিনি যোদ্ধাদের হাতে আরও ইসরায়েলি সেনা নিহত হয়েছে। স্থানীয় গণমাধ্যমগুলো এ খবর দিয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, গাজায় যুদ্ধের সময় তাদের একজন সেনা নিহত হয়। ওই ফিলিস্তিনি ভূখণ্ডের উত্তরাঞ্চলে তার মৃত্যু হয়।

ওই বিবৃতিতে বলা হয়েছে, নিহত ইসরায়েলি সেনার নাম সার্জেন্ট গিলাড রোজেনব্লিট। তার বয়স ২১ বছর। তিনি ইসরায়েলি সেনাবাহিনীর চিকিৎসক ছিলেন।

ইসরায়েল-হামাস যুদ্ধ শুরুর পর থেকে নিহত ইসরায়েলি সৈন্যদের সংখ্যা বেড়ে হয়েছে ৩৫৪ জন। তাদের মধ্যে গাজায় স্থল অভিযান শুরু হওয়ার পর থেকে মারা গেছে ৪১ জন।

এর আগে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি সেনাদের ওপর তীব্র হামলা হয়েছে। বিবিসি জানিয়েছে, ‘গাজা শহরের যুদ্ধ সত্যিই তীব্রতর হয়ে উঠেছে। আল কুদস হাসপাতালের কাছে একটি ভয়াবহ লড়াই চলছে।

ইসরায়েলি সেনাদের ট্যাঙ্কগুলো আল কুদস হাসপাতাল এর  কাছাকাছি এগিয়ে যাওয়ার সময় এ তাদের ওপর হামলা করে ফিলিস্তিনি যোদ্ধারা।

বিবিসি সংবাদদাতা রুশদি আবুলউফ বলেন যে, আমি আজ সকালে এমন একজনে এর সঙ্গে কথা বলছিলাম যিনি বলেছিলেন যে এ এলাকায় একটি ভয়াবহ বন্দুকযুদ্ধ হয়েছে।

এই এলাকায় কয়েক দিন ধরে ইসরায়েলি সামরিক বাহিনীর বিমান থেকে ব্যাপক বোমাবর্ষণ করা হয়েছিল। এখন যুদ্ধজাহাজ এবং কামান থেকে গোলাবর্ষণ করা হচ্ছে।

গাজার আবাসিক এলাকা এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর ইসরায়েলের বর্বর হামলা ৩৪তম দিনে পড়েছে। নতুন দফা আগ্রাসনে গাজা উপত্যকার উত্তরের জাবালিয়া শরণার্থী শিবিরে দু’টি আবাসিক বাড়িতে বোমা হামলায় আরও ৩০ ফিলিস্তিনি নিহত হয়েছে।

এদিকে ‘আল বাওয়াবা’ জানিয়েছে, গত সোমবার রাতে নিহত ইসরায়েলি সৈন্যদের সংখ্যা প্রকাশের দায়ে এক সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে। আফ্রায়িম মোরদেখাই নামের ওই সাংবাদিক বলেছিলেন, তিনি তেলআবিবের একটি হাসপাতালে ইসরায়েলি সেনাদের স্তুপীকৃত লাশ দেখেছেন। ইসরায়েলি সামরিক বাহিনী নিহত সেনাদের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করছে না বলেও তিনি জানিয়েছেন।

Online_News_Portal_24