ইঞ্জিনিয়ারিং গুচ্ছ (চুয়েট-কুয়েট-রুয়েট) ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

চুয়েট, কুয়েট, রুয়েট ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার রাতে ইঞ্জিনিয়ারিং গুচ্ছ ভর্তি পরীক্ষার সংশ্লিষ্ট ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়। ফলাফল এই লিংকে https://admissionckruet.ac.bd/res.php
ইঞ্জিনিয়ারিং গুচ্ছ বা তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয় সমন্বিত ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. মইনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ফলাফল প্রকাশ করা হয়।
সম্মিলিতভাবে ‘ক’ গ্রুপে ১-১৪,৯৮৯ পর্যন্ত এবং ‘খ’ গ্রুপে ১-১৬৫৬ পর্যন্ত তালিকা প্রকাশ করা হয়েছে।
চলতি বছর ইঞ্জিনিয়ারিং গুচ্ছ ভর্তি পরীক্ষায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট),খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) - এ তিনটি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করে। তিনটি বিশ্ববিদ্যালয়ে মোট আসন সংখ্যা ৩২০১টি।
এবার ভর্তি পরীক্ষার জন্য ‘ক’ গ্রুপ (ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ) এবং ‘খ’ গ্রুপ (ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগ) মিলিয়ে মোট ভর্তি পরীক্ষার যোগ্য বিবেচিত হয়েছিলেন ২৫,৬৪৭ জন।
অনলাইন নিউজ পোর্টাল