ট্রাইব্যুনালসহ নগরজুড়ে কড়া নিরাপত্তা
শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিরাপত্তা জোরদার করা হয়েছে।
বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ বৃহস্পতিবার এ মামলার রায়ের তারিখ ঘোষণা করবে।
এ মামলার রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে বৃহস্পতিবার ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। তাদের ঘোষিত বিক্ষোভ কর্মসূচির মধ্যে গত কয়েক দিন ধরে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত বোমাবাজি এবং যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটছে।
এই প্রেক্ষাপটে সকাল থেকেই হাই কোর্ট মাজার সংলগ্ন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকায় সতর্ক অবস্থানে রয়েছেন পুলিশ, এপিবিএন ও বিজিবি সদস্যরা। পাশাপাশি সেনাবাহিনীর সদস্যদের টহল দিতে দেখা গেছে।
কাছেই রয়েছে বিজিবি ও পুলিশের সাঁজোয়া যান। পুরো এলাকাজুড়ে গড়ে তোলা হয়েছে নিরাপত্তা বলয়। ট্রাইব্যুনালে ঢোকার সময় সাংবাদিক ও আইনজীবীদের তল্লাশি করা হচ্ছে।
নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে নাশকতা ঠেকাতে বুধবার থেকেই ঢাকার প্রবেশপথগুলোতে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে। নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন করা হয়েছে ১৭ হাজার পুলিশ সদস্য।
পাশাপাশি বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরাও রাজধানীজুড়ে সতর্ক অবস্থানে রয়েছেন।
ঢাকায় নাশকতার জন্য বাইরে থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হচ্ছেন এমন খবরে বুধ ও বৃহস্পতিবার রাতভর ঢাকার হোটেলে-মেসে পুলিশের অভিযান চলে।
হোটেলের অতিথিদের জাতীয় পরিচয়পত্র থেকে শুরু করে পেশা, কেন ঢাকায় এসেছেন এসব তথ্য যাচাই করা হয়েছে। তাদের মোবাইল ফোন খুলে সেখানে আওয়ামী লীগের যোগাযোগের কোনো তথ্য রয়েছে কিনা সেগুলোও যাচাই করছে পুলিশ।
রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় যানবাহনে আগুন আর বিক্ষিপ্ত হাতবোমা বিস্ফোরণের ঘটনায় উদ্বেগ আর আতঙ্ক রয়েছে জনমনে। সকাল থেকে ঢাকার রাস্তাঘাট দেখা গেছে তুলনামূলক ফাঁকা।
কী হবে- সেই শঙ্কা থেকে রাজধানীর অনেকগুলো বেসরকারি সংস্থা কর্মীদের বুধবার ‘হোম অফিস’ করার নির্দেশনা দিয়েছে।
অনেকগুলো শিক্ষাপ্রতিষ্ঠান অনলাইন প্ল্যাটফরমে শিক্ষার্থীদের ক্লাস নেওয়ার ঘোষণা দিয়ে আবার সরকারের চাপে সরেও এসেছে। ঢাকার কয়েকটি স্কুল বুধবার শিক্ষকদের আসতে বললেও ক্লাসে মৌখিকভাবে শিক্ষার্থীদের বুধবার আসতে মানা করে দিয়েছে। কয়েকটি স্কুল ক্লাস বন্ধ রাখার ঘোষণাও দিয়েছে।