বৃহস্পতিবার ০১ মে ২০২৫, বৈশাখ ১৮ ১৪৩২, ০৩ জ্বিলকদ ১৪৪৬

জাতীয়

ঢাকা সহ তিন জেলায় পরিবেশ দূষণবিরোধী অভিযান, কালো ধোঁয়ায় জরিমানা ও বিপুল পরিমাণ পলিথিন জব্দ

 প্রকাশিত: ২২:৪০, ২৯ এপ্রিল ২০২৫

ঢাকা সহ তিন জেলায় পরিবেশ দূষণবিরোধী অভিযান, কালো ধোঁয়ায় জরিমানা ও বিপুল পরিমাণ পলিথিন জব্দ

পরিবেশ দূষণকারী যানবাহনের বিরুদ্ধে ঢাকা মহানগরীর আগারগাঁও ও শেরেবাংলা নগর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের উপসচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহছিনা আকতার বানুর নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

মঙ্গলবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) লঙ্ঘনের দায়ে মোবাইল কোর্ট ৬টি গাড়ির চালককে মোট ১১ হাজার টাকা জরিমানা করেছে। অভিযানে কয়েকজন চালককে কালো ধোঁয়া নির্গমনের বিষয়ে সতর্কও করা হয়।

এছাড়াও, একই দিনে দেশের অন্যান্য স্থানেও পরিবেশ দূষণবিরোধী অভিযান পরিচালিত হয়েছে। ফেনী, নওগাঁ ও ভোলা জেলায় পৃথক তিনটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। এই অভিযানে নিষিদ্ধ পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাতকরণের অপরাধে চারটি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় মোট ১৪ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয় এবং ২৯৭ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে।

অভিযানকালে বিভিন্ন সুপারশপ ও দোকান মালিকদের পলিথিনের ব্যবহার বন্ধ করার বিষয়ে কঠোরভাবে সতর্ক করা হয়েছে। পাশাপাশি, সাধারণ জনগণকে পরিবেশের সুরক্ষায় পলিথিন পরিহার করার বিষয়ে সচেতন করা হয়।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় স্পষ্ট জানিয়েছে যে, পরিবেশের সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে এই ধরনের অভিযান দেশব্যাপী অব্যাহত থাকবে।