সোমবার ০৫ মে ২০২৫, বৈশাখ ২২ ১৪৩২, ০৭ জ্বিলকদ ১৪৪৬

ব্রেকিং

হামলার আগে দীর্ঘক্ষণ অনুসরণ করা হচ্ছিল হাসনাতকে কোরবানির পশুর চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিতে উচ্চ পর্যায়ের কমিটি গঠনের নির্দেশ প্রধান উপদেষ্টার ‘ভাড়া ক্যাম্পাস’ : ১৬ বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছে মন্ত্রণালয় ব্যারিস্টার রাজ্জাক মারা গেছেন জাপানও জানতে চাচ্ছে নির্বাচন কবে: আমীর খসরু রাজনৈতিক দলগুলোকে অভিন্ন অবস্থানে আসার আহ্বান আলী রীয়াজের বাংলাদেশ পুলিশ কর্মকর্তাদের সাথে প্রধান উপদেষ্টার করমর্দনের ছবি নিয়ে ভারতীয় মিডিয়ায় অপপ্রচার : রিউমার স্ক্যানার আফতাবনগরে কোরবানির পশুর হাট বসবে না: হাই কোর্ট কোরবানিতে সাড়ে ২০ লাখ পশু বেশি থাকতে পারে: ফরিদা কুয়েট: অচলাবস্থা কাটেনি, ক্লাসে ফেরেননি শিক্ষকরা এনায়েত উল্লাহর ১৯০ গাড়ি জব্দের আদেশ খালেদা জিয়ার দেশে ফেরা একদিন পেছালো, ফিরবেন ৬ মে এলপিজি গ্যাসের দাম কমলো ১৯ টাকা বাংলাদেশিদের জন্য আমিরাতের ভিজিট ভিসা চালু চীনে মেডিকেল ভিসায় ‘গ্রিন চ্যানেল’, জরুরি ভিসা একদিনেই অনলাইন জুয়া বন্ধে কেন ব্যবস্থা নয়, জানতে চায় হাই কোর্ট টেনিস: মাদ্রিদ ওপেন : বছরে ৬ ফাইনালে ৩ শিরোপা জয়ের পর সাবালেঙ্কা, ‘পাগলাটে ব্যাপার’ অ্যামাজনে নিজের ৪৮০ কোটি ডলারের শেয়ার বিক্রি করছেন বেজোস?

জাতীয়

কবি দাউদ হায়দারের নির্বাসিত জীবনের চিরমুক্তি

 প্রকাশিত: ১০:৫০, ২৭ এপ্রিল ২০২৫

কবি দাউদ হায়দারের নির্বাসিত জীবনের চিরমুক্তি

‘জন্মই আমার আজন্ম পাপ’- পংক্তিমালা এসেছিল যার কলম হয়ে, সেই নির্বাসিত কবি দাউদ হায়দার চলে গেলেন জীবনের সীমানা ছাড়িয়ে।

শনিবার রাতে জার্মানির রাজধানী বার্লিনের একটি বয়স্ক নিরাময় কেন্দ্রে মৃত্যু হয় ৭৩ বছর বয়সী এই কবির।

তার ভাতিজি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক শাওন্তী হায়দার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্থানীয় সময়ে রাত ৯টা ২০ মিনিটে মারা গেছেন চাচা। বিস্তারিত পরে আমরা জানাতে পারব।”

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের অধ্যাপক আরিফ হায়দার বলেন, তার ভাই দাউদ হায়দার জার্মান সরকারের ব্যবস্থাপনায় থাকায় তার শেষকাজ সেখানকার সরকারি ব্যবস্থাপনায় হতে পারে।

“বাঙালি কমিউনিটি চাইলে তাদের ব্যবস্থাপনাতেও হতে পারে।”

১৯৭৪ সালে দেশ ছাড়ার পর কয়েকবছর কলকাতায় কাটিয়ে ১৯৮৭ সালে সেখান থেকে জার্মানিতে চলে যান দাউদ হায়দার। এরপর থেকে সেখানেই ছিলেন তিনি।

চিরকুমার দাউদ হায়দার আগে থেকেই নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। গতবছর ডিসেম্বরে বার্লিনের বাসার সিঁড়িতে পড়ে গিয়ে তিনি মাথায় আঘাত পান। সে সময় তাকে হাসপাতালের আইসিইউতেও নিতে হয়।

এরপর হাসপাতাল ছাড়লেও আর সুস্থ জীবনে ফিরতে পারেননি দাউদ হায়দার।

১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি পাবনায় দাউদ হায়দারের জন্ম। তিনি একাধারে কবি, লেখক এবং সাংবাদিক।

১৯৭৪ এর ২৪ ফেব্রুয়ারি দৈনিক সংবাদ পত্রিকায় তার কবিতা ‘কালো সূর্যের কালো জ্যোৎস্নায় কালো বন্যায়’ প্রকাশিত হলে ‘ধর্মীয় অনুভূতিতে আঘাতের’ অভিযোগে তার বিরূদ্ধে মামলা হয়। তার বিরুদ্ধে আন্দোলন শুরু হলে ১১ মার্চ তাকে আটক করে পুলিশ।

২০ মে মুক্তি দেওয়া হলেও কবিকে নিরাপত্তা দিতে পারেনি তখনকার সরকার। পরদিন সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তাকে একপ্রকার খালি হাতে কলকাতায় পাঠানো হয়।

কবি লিখেছিলেন, সে সময় তার কাছে ছিল মাত্র ৬০ পয়সা, কাঁধে ঝোলানো একটি ব্যাগে ছিল কবিতার বই, দুজোড়া শার্ট, প্যান্ট, স্লিপার আর টুথব্রাশ।

“আমার কোনো উপায় ছিল না। মৌলবাদীরা আমাকে মেরেই ফেলত। সরকারও হয়ত আমার মৃত্যু কামনা করছিল,” লিখেছিলেন দাউদ হায়দার।

আরিফ হায়দার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কবি দাউদ হায়দার ১-২ বছরের নিয়মিত বিরতিতে কলকাতায় আসতেন।

“সেখানে ভাই-বোনরা মিলে যেতাম, সবার দেখা হতো।”

সবশেষ ২০২৪ সালে সাক্ষাৎ হওয়ার কথা জানিয়ে তিনি বলেন, সাধারণত কলকাতা বইমেলায় উনি আসতেন।

“মাসখানেকের মতো সময়ের জন্য আসতেন। উনি জার্মানিতে একাই থাকতেন।”

দাউদ হায়দারের ভাইদের মধ্যে প্রয়াত হয়েছেন নাট্যকার জিয়া হায়দার, কথাশিল্পী রশীদ হায়দার ও কবি মাকিদ হায়দার। অন্যদের মধ্যে রয়েছেন জাহিদ হায়দার, আবিদ হায়দার ও আরিফ হায়দার। তারা প্রত্যেকেই সাহিত্য-সংস্কৃতির সঙ্গে জড়িত।

কবি দেশান্তরী হওয়ার গভীর বেদনার কথা লিখেছেন ‘তোমার কথা’ কবিতায়। ১৯৮৩ সালে কলকাতায় অবস্থানকালে দাউদ হায়দারের কলমে উঠে এসেছে-

 

...মাঝে মাঝে মনে হয়

অসীম শূন্যের ভেতর উড়ে যাই।

মেঘের মতন ভেসে ভেসে, একবার

বাংলাদেশে ঘুরে আসি।

মনে হয়, মনুমেন্টের চূড়ায় উঠে

চিৎকার ক’রে

আকাশ ফাটিয়ে বলি;

দেখো, সীমান্তে ওইপাশে আমার ঘর

এইখানে আমি একা, ভীনদেশী।