‘অবশ্যই ধর্ষণের সঙ্গে টি-শার্ট পরে রাস্তায় বের হওয়ার সম্পর্ক আছে’

ধর্ষণের সঙ্গে পোশাকের সম্পর্ক আছে বলে মন্তব্য করেছেন বগুড়া-৭ আসনের সংসদ সদস্য (এমপি) মো. রেজাউল করিম বাবলু। সেই সঙ্গে মাওলানা শফীর ‘তেঁতুল তত্ত্ব’রও বাস্তবায়ন চান তিনি। গতকাল বৃহস্পতিবার সকালে এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে এমপি মো. রেজাউল করিম বাবলু এসব কথা বলেন।
এমপি বলেন, ‘অবশ্যই ধর্ষণের সঙ্গে টি-শার্ট পরে রাস্তায় বের হওয়ার সম্পর্ক আছে। আল্লাহ সৃষ্টিগতভাবেই নারী ও পুরুষের মাঝে আকর্ষণের সৃষ্টি করেছেন। যখনই কোনো যৌবনপ্রাপ্ত নারী অশালীন পোশাকে রাস্তায় চলাফেরা করবে, তখন কু-রুচিসম্পন্ন মানুষ তাদেরকে কু-দৃষ্টিতে দেখবে।’
সাবলীল পোশাকের সংজ্ঞায়ন করতে গিয়ে বগুড়া-৭ আসনের এমপি বলেন, ‘সাবলীল পোশাক বলতে, একজন যুবতী নারী যদি গেঞ্জি পরে রাস্তায় চলাফেরা করে, তাহলে কেমন হবে?’
নুসরাত, তনুরা হিজাব পরতেন, শরীর ঢেকে রাখতেন, তারাও ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়েছেন-এমন প্রশ্নের উত্তরে রেজাউল করিম বলেন, ‘সবক্ষেত্রে একটি বিষয়কে উদাহরণ হিসেবে নেওয়া যায় না। একটি সার্বিক বিষয় আছে। কু-রুচিসম্পন্ন মানুষগুলো যখন রাস্তাঘাটে বিভিন্নজনকে বা অনলাইনে বিভিন্ন খারাপ দৃশ্য, পর্নোগ্রাফি দেখে, তখন তার ভেতরটা কু-রুচি দিয়ে ভরে যায়। তাদের কু-রুচি তৈরি হয় এক জায়গায়, আর তারা তা প্রয়োগ করে অন্য জায়গায়।’
নারীরা হিজাব পরলেই কু-রুচি দূর হয়ে যাবে কিনা এ প্রসঙ্গে এমপি বলেন, ‘না, দূর হবে না। তবে, কিছুটা অংশ লাঘব হবে।’
হেফাজতে ইসলামের সাবেক আমির প্রয়াত শাহ আহমদ শফীর ‘তেঁতুল তত্ত্ব’র বাস্তবায়নও বিষয়ে রেজাউল করিম বলেন, ‘মাওলানা শফী সাহেব যে ব্যাখ্যা দিয়েছিলেন, সেটা আপনিও জানেন আমিও জানি। পাশ্চাত্যের ফ্রি সেক্সের দেশগুলোর সঙ্গে আমাদের কৃষ্টি-সংস্কৃতির তুলনা করলে তো হবে না। আমাদের নিজস্ব কৃষ্টি-সংস্কৃতি, নিজস্ব সামাজিক ব্যবস্থা আছে। নারীবাদী বলে আমি কোনো নির্দিষ্ট সংগঠন বা ব্যক্তিকে বোঝাইনি।’
ধর্ষণবিরোধী আইনে সঙ্গে শালীন পোশাকও আইনের মধ্যে সম্পৃক্ত করা প্রয়োজন কিনা এ প্রসঙ্গে বগুড়া-৭ আসনের এই এমপি বলেন, ‘আমাদের দেশে বিয়ের সময় মওলানা সাহেবরা বিয়ে পড়িয়ে দিয়ে চলে যান। বিয়ের পাত্র-পাত্রীকে কিন্তু আলাদা করে তাদের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয় না। তেমনি সরকার যখন একটি আইন করে, তখন সেটা বাস্তবায়ন করতে গেলে নাগরিক হিসেবে আমাদেরও সচেতন থাকতে হবে।’
সূত্রঃ আমাদের সময়
অনলাইন নিউজ পোর্টাল