বুধবার ০৭ জানুয়ারি ২০২৬, পৌষ ২৪ ১৪৩২, ১৮ রজব ১৪৪৭

ব্রেকিং

জকসু: ১৩ কেন্দ্রের ফলাফলে ভিপি ও এজিএস পদে হাড্ডাহাড্ডি লড়াই সরকার একটি দলে ‘ঝুঁকেছে’, নির্বাচন ‘পাতানো হতে পারে’: জামায়াতের তাহের যুক্তরাষ্ট্রের ভিসা বন্ডের তালিকায় বাংলাদেশ, ১৫ হাজার ডলার পর্যন্ত গুনতে হতে পারে দুবাইয়ে ৩ ফ্ল্যাট একরামুজ্জামানের, সাত বছরে ঋণ বেড়েছে ২২ গুণ দেশের সর্বনিম্ন তাপমাত্রা নওগাঁয় আইসিসির কাছ থেকে আল্টিমেটাম পাওয়ার খবর উড়িয়ে দিল বিসিবি বিশ্বকাপে খেলতে ভারতেই যেতে হবে বাংলাদেশকে, খবর ক্রিকইনফো ও ক্রিকবাজের যুক্তরাষ্ট্রে ২০০ কোটি ডলার মূল্যের তেল রপ্তানি করবে ভেনেজুয়েলা ফিলিপাইনে ৬.৪ মাত্রার ভূমিকম্প গ্রিনল্যান্ড দখলে সামরিক বিকল্প ভাবছে ট্রাম্প কলম্বিয়ার গেরিলারা মার্কিন হামলার পর ভেনেজুয়েলা থেকে পালাচ্ছে

জাতীয়

১৯ আগস্ট খুলছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

 প্রকাশিত: ১৮:২৮, ৮ আগস্ট ২০২৪

১৯ আগস্ট খুলছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

 দীর্ঘ এক মাসের বেশি বন্ধ থাকার পর আগামী ১৯ আগস্ট খুলছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। তবে শুরু হয়েছে প্রশাসনিক কার্যক্রম।

বৃহস্পতিবার (৮ আগস্ট) সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. শামীম উদ্দিন খান জানান, আগামী ১৯ আগস্ট থেকে বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হবে। এর আগেই ছাত্রছাত্রীদের হল বরাদ্দ নিশ্চিত করা হবে।

চবি সাধারণ শিক্ষার্থীদের আবাসিক হলে আসন বরাদ্দ দেওয়া হবে ১৭ আগস্ট। শিক্ষার্থীদেরকে হলে আসন বরাদ্দ পেতে ১০ থেকে ১৪ আগস্টের মধ্যে ১০০ টাকা ফি দিয়ে অনলাইনে আবেদন করতে হবে। এরপর ১৮ আগস্ট শিক্ষার্থীদের জন্য হলগুলো খুলে দেওয়া হবে। পরদিন ১৯ আগস্ট থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু হবে।
গতকাল বুধবার (৭ আগস্ট) রাতে বিশ্ববিদ্যালয়ের ৫৫২তম জরুরি সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে ড. শামীম নিশ্চিত করেন।

হলের আসন বরাদ্দের বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, চবি’র বিভিন্ন আবাসিক হলে আসন বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১০-১৪ আগস্ট হলে আসন বরাদ্দের আবেদন নেওয়া হবে। আগামী ১৭ আগস্ট আসন বরাদ্দ দিয়ে ১৮ আগস্ট হল খোলা হবে। পরবর্তীতে ১৯ আগস্ট ক্লাস শুরু হবে।

বিশ্ববিদ্যালয় সূত্র জানা যায়, হলে আসনের জন্য আগে যারা একবার আবেদন করছেন, তাদেরকে এখন আর আবেদন করতে হবে না। আবাসিক হলের আসনগুলো বিভাগের রেজাল্ট এবং গ্রামের বাসা দূরত্ব বিবেচনা করে বরাদ্দ দেওয়া হবে। হলের ফার্নিচার ও ইলেক্ট্রিসিটিসহ অন্যান্য সংস্কার করা হবে।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের ৫৫২তম এই জরুরি সিন্ডিকেট সভায় হলে আসন বরাদ্দের পাশাপাশি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের আর্থিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি এবং আন্দোলনে চবির দুই শিক্ষার্থী নিহত হওয়ায় শোক প্রস্তাব করা হয়েছে।