শুক্রবার ২১ নভেম্বর ২০২৫, অগ্রাহায়ণ ৭ ১৪৩২, ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৭

ব্রেকিং

হাসিনাকে ফেরাতে আন্তর্জাতিক আদালতে যাওয়ার কথা ভাবছে সরকার বিচার বিভাগের আলাদা সচিবালয় আরেক ধাপ এগোল এ বছর ডেঙ্গুতে মৃত্যু সাড়ে তিনশ ছাড়াল চট্টগ্রামে এক্সপ্রেসওয়ে থেকে ছিটকে গাড়ি নিচে পড়ে পথচারীর মৃত্যু আগামী ৩-৪ কর্মদিবসের মধ্যে গণভোট আইন অর্থ আত্মসাৎ মামলা তদন্তে সাকিবসহ ১৫ জনকে দুদকে তলব সিরিয়ায় কুর্দি বাহিনীর গুলিতে ২ সেনা নিহত হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধে ভারত ‘সাড়া দেবে না’, বিশ্বাস ছেলের ১৩ লাখ রোহিঙ্গার ভার আর বহন করা সম্ভব নয়: জাতিসংঘে বাংলাদেশ তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায় ছিল কলঙ্কিত: আপিল বিভাগ গণতান্ত্রিক মহাসড়কে চলা শুরু: অ্যাটর্নি জেনারেল সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল, কার্যকর চতুর্দশ সংসদ নির্বাচনে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারে সতর্ক থাকুন: ডিএমপি কমিশনার যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলি হামলায় ২৫ ফিলিস্তিনি নিহত ওয়েস্টার্ন মেরিনের বানানো ৩টি জাহাজ পেল আমিরাতের মারওয়ান

জাতীয়

১৯ আগস্ট খুলছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

 প্রকাশিত: ১৮:২৮, ৮ আগস্ট ২০২৪

১৯ আগস্ট খুলছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

 দীর্ঘ এক মাসের বেশি বন্ধ থাকার পর আগামী ১৯ আগস্ট খুলছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। তবে শুরু হয়েছে প্রশাসনিক কার্যক্রম।

বৃহস্পতিবার (৮ আগস্ট) সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. শামীম উদ্দিন খান জানান, আগামী ১৯ আগস্ট থেকে বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হবে। এর আগেই ছাত্রছাত্রীদের হল বরাদ্দ নিশ্চিত করা হবে।

চবি সাধারণ শিক্ষার্থীদের আবাসিক হলে আসন বরাদ্দ দেওয়া হবে ১৭ আগস্ট। শিক্ষার্থীদেরকে হলে আসন বরাদ্দ পেতে ১০ থেকে ১৪ আগস্টের মধ্যে ১০০ টাকা ফি দিয়ে অনলাইনে আবেদন করতে হবে। এরপর ১৮ আগস্ট শিক্ষার্থীদের জন্য হলগুলো খুলে দেওয়া হবে। পরদিন ১৯ আগস্ট থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু হবে।
গতকাল বুধবার (৭ আগস্ট) রাতে বিশ্ববিদ্যালয়ের ৫৫২তম জরুরি সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে ড. শামীম নিশ্চিত করেন।

হলের আসন বরাদ্দের বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, চবি’র বিভিন্ন আবাসিক হলে আসন বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১০-১৪ আগস্ট হলে আসন বরাদ্দের আবেদন নেওয়া হবে। আগামী ১৭ আগস্ট আসন বরাদ্দ দিয়ে ১৮ আগস্ট হল খোলা হবে। পরবর্তীতে ১৯ আগস্ট ক্লাস শুরু হবে।

বিশ্ববিদ্যালয় সূত্র জানা যায়, হলে আসনের জন্য আগে যারা একবার আবেদন করছেন, তাদেরকে এখন আর আবেদন করতে হবে না। আবাসিক হলের আসনগুলো বিভাগের রেজাল্ট এবং গ্রামের বাসা দূরত্ব বিবেচনা করে বরাদ্দ দেওয়া হবে। হলের ফার্নিচার ও ইলেক্ট্রিসিটিসহ অন্যান্য সংস্কার করা হবে।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের ৫৫২তম এই জরুরি সিন্ডিকেট সভায় হলে আসন বরাদ্দের পাশাপাশি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের আর্থিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি এবং আন্দোলনে চবির দুই শিক্ষার্থী নিহত হওয়ায় শোক প্রস্তাব করা হয়েছে।