সোমবার ১২ জানুয়ারি ২০২৬, পৌষ ২৯ ১৪৩২, ২৩ রজব ১৪৪৭

ব্রেকিং

আনিসুল হক ও তার বান্ধবীর নামে ২৫ কোটি টাকা চাঁদাবাজির মামলা মুছাব্বির হত্যা: এক ‘শুটার’সহ গ্রেপ্তার ৪ অন্তর্বর্তী সরকারই ‘হ্যাঁ’ ভোটের জন্য প্রচার চালাবে দ্বিতীয় দিনের আপিলে প্রার্থিতা ফিরে পেলেন ৫৮ জন হাসিনা ২০০৮ সালের নির্বাচনে হলফনামায় মিথ্যা তথ্য দেন: দুদক চেয়ারম্যান কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু: বাস মালিক গ্রেপ্তার কর ফাঁকির মামলায় বিএনপি নেতা দুলু খালাস আমেরিকানদের অবিলম্বে ভেনেজুয়েলা ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের এআই খেলনা বিতর্ক: নিরাপত্তা নিশ্চিত করে ফেরার চ্যালেঞ্জ ইন্টারনেট বন্ধের মধ্যেই ইরানে নতুন করে বিক্ষোভ শামা ওবায়েদের আয় কমলেও সম্পদ বেড়েছে নির্বাচন কমিশনে আইন-শৃঙ্খলা সমন্বয় সভা বিশ্বে বায়ুদূষণে শীর্ষস্থানে ঢাকা সিরিয়ায় আইএসের লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের ‘ব্যাপক’ হামলা

রাজনীতি

‘মব’ দমন না হলে ভোট সুষ্ঠু হওয়ার ‘সম্ভাবনা নেই’: জাপা মহাসচিব

 প্রকাশিত: ১৪:১০, ১০ জানুয়ারি ২০২৬

‘মব’ দমন না হলে ভোট সুষ্ঠু হওয়ার ‘সম্ভাবনা নেই’: জাপা মহাসচিব

'মব' দমন করা সম্ভব না হলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হওয়ার ‘সম্ভাবনা নেই’ বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী।

নির্বাচনকালীন সময়ে নির্বাচন কমিশনকে 'শক্ত' অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার নির্বাচন কমিশনে দলীয় প্রার্থীদের মনোনয়ন নিয়ে আপিল শুনানি শেষে এক ব্রিফিংয়ে শামীম হায়দার পাটোয়ারী বলেন, "আমরা আশা করব নির্বাচন কমিশন মবকে দমন করবেন। মবকে দমন না করলে নির্বাচন সুষ্ঠ হওয়ার কোন সম্ভাবনা আমরা দেখি না।"

'মবের' কারণে বেশ কয়েকজন রিটার্নিং কর্মকর্তা প্রার্থীদের মনোনয়নপত্রে সংশোধনযোগ্য ভুলও সংশোধন করতে পারেননি বলে অভিযোগ করেন জাপা মহাসচিব।

নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, "আমরা আশাবাদী নির্বাচন কমিশন দেখাবে তার দাঁত আছে। শুধু কামড় দিতে পারলে হবে না। দাঁতসহ কামড় দিতে হবে।

"দেশের নিয়ন্ত্রণ নির্বাচন কমিশনকে নিতে হবে। ১২ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশের সরকার নির্বাচন কমিশনের সরকার-সেটা নির্বাচন কমিশনকে 'এক্সাক্ট' করতে হবে।"

জাতীয় পার্টির ২৫ জন প্রার্থী মনোনয়ন বাতিল হওয়ার বিরুদ্ধে আপিল করেছেন এবং শনিবার ৫টি আপিলের শুনানি হয়েছে বলে জানিয়েছেন মহাসচিব।

শুনানিতে চাঁপাইনবাবগঞ্জ-২, নারায়ণগঞ্জ-৪, নরসিংদী-১ এবং শরীয়তপুর-১ আসনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থীরা বৈধতা ফিরে পেয়েছেন এবং একটি আপিল আবেদন 'পেন্ডিং' আছে বলে ব্রিফিংয়ে তুলে ধরেন শামীম হায়দার পাটোয়ারী।

আপিল শুনানিতে ইসি ন্যায়বিচার করার 'সর্বোচ্চ চেষ্টা করছে' বলে মন্তব্য করে তিনি বলেন, "কমিশন প্রতিটি আপিল খুব পুঙ্খানুপুঙ্খ বিচার করছেন।"

মনোনয়ন বাতিল হওয়া জাপার নেতারা আপিলে 'ন্যায় বিচার' পাবেন বলেও আশা প্রকাশ করেন মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী।