‘মানুষের জন্য আবশ্যক হলো আল্লাহপ্রেমের আগুনে পুড়ে খাঁটি হওয়া’
কুমিল্লার দেবিদ্বার উপজেলাধীন বেতুয়া হুজুরের বাড়িতে ইসলাহি মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ নভেম্বর) দুপুর ২.৩০ মিনিটে মহিলাদের জন্য এবং বাদ মাগরিব পুরুষদের জন্য ইসলাহি বয়ান অনুষ্ঠিত হয়।
পুরুষদের মাহফিলে গুরুত্বপূর্ণ বয়ান করেন ঐতিহ্যবাহী সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফের খলিফা প্রবীণ আলেমে দীন হযরত মাওলানা সিরাজুল ইসলাম।
বেতুয়া হাশেমিয়া দারুস সুন্নাহ মাদরাসার পরিচালক হযরত মাওলানা মুহাম্মদ ছফিউল্লাহ হাশেমীর সভাপতিত্বে মাহফিলে আরও বয়ান করেন মাওলানা মো. সাইফুল্লাহ, মুফতি সাব্বির আহমদ ও মাওলানা রেজাউল করিম প্রমূখ।
বয়ানে আলোচকগণ বলেন, ইসলাম হলো একটি সহজ-সরল, সার্বজনীন, বিশ্বজনীন ও চিরন্তন পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলাম হচ্ছে শান্তি ও মুক্তির ধর্ম। ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তি অর্জনের মহান লক্ষ্যে সকল প্রকার ভ্রান্ত মতবাদ চিরতরে পরিহার করে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করা মুক্তিকামী প্রতিটি মানুষের জন্য অত্যাবশ্যক।
বক্তারা আরও বলেন, মানুষের জন্য আবশ্যক হলো আল্লাহপ্রেমের আগুনে পুড়ে খাঁটি হওয়া। যেন তারা শয়তানের পূজারি থেকে আল্লাহর বান্দা, অর্থ-বিত্তের পূজারি থেকে পরকালের কল্যাণপ্রত্যাশী হতে পারে। তাদের জন্য আবশ্যক হলো, আল্লাহর আনুগত্যে সৎ হওয়া এবং মানুষের সঙ্গে উত্তম আচরণ করা।