রোববার ০৯ নভেম্বর ২০২৫, কার্তিক ২৫ ১৪৩২, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৭

ব্রেকিং

মেহেরপুরে বিলে শাপলা তুলতে গিয়ে ৪ স্কুল শিক্ষার্থীর মৃত্যু ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৯৫ পেঁয়াজের হঠাৎ মূল্যবৃদ্ধি, আমদানির অনুমতি দিতে পারে সরকার সাড়ে ১০ হাজার কোটি টাকা আত্মসাৎ: এস আলমসহ ৬৭ জনের নামে মামলা ‘স্বতন্ত্র’ প্রার্থী হতে চান উপদেষ্টা আসিফ মনোনয়ন: গাইবান্ধায় বিএনপির দু’পক্ষের উত্তেজনায় ১৪৪ ধারা হত্যাসহ ৫ মামলায় আইভীর জামিন ধান ৩৪, সেদ্ধ চাল ৫০, আতপ চাল ৪৯ টাকায় কিনবে সরকার নির্বাচন নিয়ে শঙ্কার কোনো কারণ নেই: আইন উপদেষ্টা মোহাম্মদপুরে গ্যারেজের আগুনে ‘নাশকতা’ দেখছে পুলিশ ফিলিপাইনে ধেয়ে আসছে সুপার টাইফুন ফাং-ওং গাজা থেকে ফেরত আরেক জিম্মির মরদেহ শনাক্ত করলো ইসরাইল সারাদেশে প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি, দাবি আদায় না হওয়া পর্যন্ত শহীদ মিনারে অবস্থান ডিসি রদবদলে শুরু হল নির্বাচনি প্রশাসন সাজানো ছুটির দিনে ঢাকাসহ ১৫ জেলায় নতুন ডিসি শীতের আগমনী হাওয়া: পঞ্চগড়ের তাপমাত্রা নামল ১৬ ডিগ্রির ঘরে ব্রাজিলে টর্নেডোতে নিহত ৬, আহত ৪৩৭ বলিভিয়ার নতুন প্রেসিডেন্ট রদ্রিগো পাজের দায়িত্ব গ্রহণ

ইসলাম

সুন্দর পোশাক: অহংকার নাকি শুকরিয়া

 আপডেট: ১৮:২৪, ৬ নভেম্বর ২০২৫

সুন্দর পোশাক: অহংকার নাকি শুকরিয়া

হযরত আবদুল্লাহ ইবনু মাসউদ (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (স.) বলেছেন—

“যার অন্তরে সরিষাদানা পরিমাণ অহংকার থাকবে, সে জান্নাতে প্রবেশ করবে না।”

এ কথা শুনে এক সাহাবি জিজ্ঞেস করলেন, “মানুষ তো চায় তার পোশাক সুন্দর হোক, জুতা সুন্দর হোক; এটাও কি অহংকারের অন্তর্ভুক্ত?”

রাসুলুল্লাহ (স.) উত্তর দিলেন,

“আল্লাহ সুন্দর, তিনি সৌন্দর্যকে ভালোবাসেন। অহংকার হলো সত্যকে অস্বীকার করা এবং মানুষকে হীনজ্ঞান করা।”— (সহিহ মুসলিম: ৯১)

পোশাকে আল্লাহর নেয়ামতের প্রকাশ

আবুল আহওয়াস (রহ.)-এর পিতা বর্ণনা করেন—একদিন তিনি সাধারণ পোশাক পরে নবী করিম (স.)-এর নিকট আসেন।

রাসুলুল্লাহ (স.) জিজ্ঞেস করলেন, “তোমার কাছে কি সম্পদ আছে?”

তিনি বললেন, “হ্যাঁ, আল্লাহ আমাকে উট, ছাগল, ঘোড়া ও দাস ইত্যাদি সম্পদ দান করেছেন।”

তখন নবী করিম (স.) বললেন,

“যেহেতু আল্লাহ তোমাকে সম্পদশালী করেছেন, তাই তাঁর নেয়ামত ও অনুগ্রহের চিহ্ন তোমার পোশাকে প্রকাশিত হওয়া উচিত।”— (আবু দাউদ: ৪০৬৩)

এই হাদিসে বোঝা যায়—আল্লাহর অনুগ্রহ প্রকাশ করা, রুচিশীল ও পরিচ্ছন্ন থাকা ইবাদতেরই একটি অংশ।

সৌন্দর্যবোধ আল্লাহপ্রদত্ত গুণ

আরেক হাদিসে এক ব্যক্তি রাসুলুল্লাহ (স.)-কে বললেন,

“হে আল্লাহর রাসুল, আমি চাই আমার পোশাক, জুতা এমনকি লাঠিটিও সুন্দর হোক।”

রাসুলুল্লাহ (স.) উত্তর দিলেন,

“নিশ্চয়ই আল্লাহ সৌন্দর্য পছন্দ করেন। এগুলো আল্লাহর নেয়ামতের প্রকাশ।” — (মুস্তাদরাক আলাস-সাহিহাইন: ৭৪৭৬)

অতএব, রুচিশীলতা ও পরিপাট্য কেবল বাহ্যিক বিষয় নয়, এটি একজন মুমিনের আল্লাহপ্রেম ও কৃতজ্ঞতার প্রতিফলন।

কোরআনের দিকনির্দেশনা

আল্লাহ তাআলা ইরশাদ করেন—

“হে আদম সন্তান! তোমরা প্রত্যেক সালাতের সময় সুন্দর পোশাক পরিধান করো।”— (সুরা আরাফ: ৩১)

আলেমগণ বলেন, নামাজের সময় পরিষ্কার ও সুন্দর পোশাক পরিধান করা আল্লাহর নেয়ামতের প্রতি শুকরিয়া ও সম্মানের প্রকাশ। এটি দেখায় যে মানুষ তার স্রষ্টার সামনে নিজেকে যথাযথ মর্যাদায় উপস্থাপন করছে।

ইসলামের ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি

ইসলামের দৃষ্টিতে সুন্দর পোশাক মানেই দামি পোশাক নয়। বরং পরিচ্ছন্ন, মার্জিত ও রুচিসম্মত পোশাক-ই প্রকৃত সৌন্দর্য।

সামর্থ্য থাকা সত্ত্বেও ইচ্ছাকৃতভাবে অপরিচ্ছন্ন বা ছেঁড়া পোশাক পরা ইসলাম সমর্থন করে না—কারণ তা আল্লাহর নেয়ামতের প্রতি অকৃতজ্ঞতা।

ইসলাম শেখায়—পরহেজগারি হৃদয়ের বিষয়, পোশাকের বাহুল্য নয়।

অহংকার হলো সত্যকে অস্বীকার করা এবং মানুষকে হীন চোখে দেখা, কিন্তু সুন্দর ও পরিচ্ছন্ন পোশাক পরা নয়।

আল্লাহ তাআলা আমাদেরকে যেন তাঁর দানকৃত নেয়ামতের প্রতি শুকরিয়া আদায়কারী বানান,

আমাদের পোশাক ও আচরণে যেন নম্রতা, পরিশুদ্ধতা ও সৌন্দর্য ফুটে ওঠে,

এবং তিনি যেন আমাদের অহংকার, অপচয় ও গর্ব থেকে রক্ষা করেন। আমিন।