মঙ্গলবার ২৫ নভেম্বর ২০২৫, অগ্রাহায়ণ ১১ ১৪৩২, ০৪ জমাদিউস সানি ১৪৪৭

আন্তর্জাতিক

জার্মানিতে বিপদে রয়েছে নয় হাজার আফগান

 প্রকাশিত: ১৭:৫১, ১৩ সেপ্টেম্বর ২০২১

জার্মানিতে বিপদে রয়েছে নয় হাজার আফগান

হাম ছড়িয়ে পড়তে পারে এই আশঙ্কায় নয় হাজার আফগানকে জার্মানির সেনা ঘাঁটিতে থাকতে বাধ্য করছে যুক্তরাষ্ট্র। হাম হচ্ছে একটি প্রবল ভাইরাল সংক্রমণ। আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে দশজনের মধ্যে ন'জনের মধ্যে সংক্রমণ হয়ে থাকে। এটি একটি বাতাস বাহিত ব্যাধি, কোনও আক্রান্ত ব্যক্তি শ্বাস নেন, কাশেন বা হাঁচেন তাহলে বাতাসে অণু পরিমাণ কণা (মাইক্রো-ড্রপলেট) সংক্রমিত হয়ে জীবাণু ছড়াতে পারে। আরো ৫৭ জন আফগান বিমানে উঠতে গিয়ে বাধা পেয়েছেন। ব্রিটেনের অভিযোগ- তাদের কাছে দরকারি কাগজপত্র নেই।

গত ২০ বছর যুক্তরাষ্ট্রসহ পাশ্চাত্যের অন্যান্য দেশের সেনাদের নানাভাবে সহায়তা করেছেন তারা। তালেবান আফগানিস্তানের দখল নেয়ায় নিজের দেশে তাদের জীবন এখন বিপন্ন। নিরাপদ জীবনের আশায় কাবুল থেকে বিমানে উঠেছিলেন তারা। কিন্তু যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হলেও ৯ হাজার আফগান এখন জার্মানির রামস্টাইন বিমান ঘাঁটিতে।

শুক্রবার হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি জানান, আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রে যাওয়া চারজনের দেহে হাম পাওয়া গেছে। ইতিমধ্যে কোয়ারেন্টিনে রাখা হয়েছে তাদের। অন্য আফগানদের মাধ্যমেও যাতে যুক্তরাষ্ট্রে হাম ছড়িয়ে পড়তে না পারে সেজন্য আগে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে সবাইকে হামের টিকাও দেয়াতে চায় কর্তৃপক্ষ।

অনলাইন নিউজ পোর্টাল