গাজা উপত্যকায় ইসরাইলের যুদ্ধবিমান থেকে হামলা

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলের যুদ্ধবিমান থেকে নতুন করে হামলা চালানো হয়েছে।
ইসরাইলের দাবি, ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের অবস্থান লক্ষ্য করে গাজার মধ্যাঞ্চলে এ হামলা চালানো হয়। দেইর আল-বালা শহরের পশ্চিমে ইসরাইলের যুদ্ধ বিমানগুলো হামলা চালায়।
ইজরাইলি গণমাধ্যম দাবি করেছে, হামাসের সামরিক শাখা ইজেদ্দিন আল-কাসসাম ব্রিগেডের একটি ঘাঁটি লক্ষ্য করে তিনটি রকেট আঘাত হানে। খান ইউনুস শহরের পূর্ব এলাকা থেকে কয়েক দফা বিস্ফোরণের শব্দ শোনা যায়।
ইসরাইলের সামরিক বাহিনীর দাবি, গাজা উপত্যকা থেকে ছোঁড়া একটি রকেট ভূপাতিত করে ইসরাইলের আয়রন ডোম ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। এরপরই গাজায় বিমান হামলা চালায় ইসরাইল।
অনলাইন নিউজ পোর্টাল