মঙ্গলবার ২৩ ডিসেম্বর ২০২৫, পৌষ ৯ ১৪৩২, ০৩ রজব ১৪৪৭

ব্রেকিং

নোয়াখালীতে ‘দুদল সন্ত্রাসীর’ মধ্যে সংঘর্ষে ৫ জন নিহত প্রশাসন ও পুলিশের আশ্বাসে ‘বুকের জোর বেড়েছে’ সিইসির কলকাতায় বাংলাদেশ উপদূতাবাসের বাইরে হিন্দুত্ববাদীদের বিক্ষোভ-সংঘর্ষ দিল্লি-আগরতলা-শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা সাময়িক বন্ধ: মুখপাত্র ইনকিলাব মঞ্চের শহীদী শপথ, হত্যার বিচার ছাড়া রাজপথ না ছাড়ার ঘোষণা টিএফআই’তে গুম-নির্যাতন: হাসিনা, কামাল ও ১৫ সেনা কর্মকর্তার বিচার শুরুর আদেশ তারেক আসছেন, শাহজালালে ২৪ ঘণ্টা দর্শনার্থী নিষিদ্ধ আইনজীবী আলিফ হত্যা মামলা বিচারের জন্য গেল জজ আদালতে জমিয়তে উলামায়ের সঙ্গে ৪ আসনে সমঝোতা বিএনপির মাদুরোর পদত্যাগই হবে ‘বুদ্ধিমানের কাজ’: ট্রাম্প খুলনায় এনসিপি নেতাকে গুলির ঘটনায় সেই নারী আটক ভেনেজুয়েলার জাহাজ জব্দ: যুক্তরাষ্ট্রের সমালোচনায় চীন

লাইফস্টাইল

খাসির বাদামি কোরমা

 প্রকাশিত: ১২:০৭, ১৬ ফেব্রুয়ারি ২০২১

খাসির বাদামি কোরমা

পোলাও অথবা পরটার সঙ্গে কোরমা খেতে দারুণ লাগে। কম বেশি সবাই কোরমা খেতে ভালোবাসেন। তবে সব সময় একই স্বাদের কোরমা না খেয়ে এবার নিয়ে আসুন ভিন্নতা। আজই তৈরি করে ফেলুন খাসির বাদামি কোরমার। যা তৈরি করাও খুব সহজ। চলুন তবে জেনে নেয়া যাক খাসির বাদামি কোরমা তৈরির রেসিপিটি-  

উপকরণ: খাসির মাংস ৫০০ গ্রাম, সবুজ এলাচ ৫টি, এক কাপের দুই ভাগের এক ভাগ রসুনের কোয়া, এক কাপের চার ভাগের এক ভাগ খোসা ছাড়ানো কাঠবাদাম, এক কাপের চার ভাগের এক ভাগ ফ্রেশ ক্রিম, এক কাপের দুই ভাগের এক কাপ ঘি, লবঙ্গ তিনটি, দারুচিনি দুইটি, এক কাপের চার ভাগের এক ভাগ দুধ, পানি পরিমাণ মতো।

প্রণালী: একটি পাত্রে পানি গরম করে তাতে খাসির মাংস দিয়ে কয়েক মিনিট সিদ্ধ করূন। এরপর চুলা থেকে নামিয়ে মাংসের পানি ঝড়িয়ে নিন। এরই মধ্যে রসুনের কোয়া ভিজিয়ে রাখুন। এবার একটি প্যানের মধ্যে ঘি গরম করে সিদ্ধ মাংস, এলাচ, রসুন পানি, দারুচিনি ও লবণ দিয়ে নাড়তে থাকুন। মাংস হালকা বাদামি হয়ে আসা পর্যন্ত ভাজুন।

এরপর পানি দিন। মাংস সিদ্ধ হয়ে যখন পানি কমে আসবে, তখন চুলা বন্ধ করে মাংস ঠাণ্ডা হতে দিন। এবার কাঠবাদাম পেস্ট করে নিন। ঠাণ্ডা হয়ে যাওয়া মাংসের মধ্যে ক্রিম, কাঠবাদাম পেস্ট ও দুধ ভালো করে মিশিয়ে নিন। এবার চুলা জ্বালিয়ে মাংস ভালোভাবে রান্না করুন পাঁচ মিনিট। পাঁচ মিনিট পর নামিয়ে পরিবেশন করুন মজাদার খাসির বাদামি কোরমা।

অনলাইন নিউজ পোর্টাল