ইসরাইলে করোনা ভাইরাস আবার থাবা হেনেছে

ইসরাইলে করোনা ভাইরাস আবার থাবা হেনেছে। ইসরাইলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী রাষ্ট্রটি করোনার কারণে ভয়াবহ পরিস্থিতির শিকার। ইতিমধ্যে সংক্রমণের সংখ্যা ৭০ থেকে ৩৭৯ হাজার পৌঁছে গেছে। গত ২৪ ঘন্টায় আরো ১৭৮৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। প্রতি মিনিটে ইসরাইলে একজন করোনা আক্রান্তের খবর সামনে আসছে।
ইসরাঈলের স্বাস্থ্য কর্মকর্তাগণ গত বৃহস্পতিবার ২০৮৪৬ টি নমুনা পরীক্ষা করেছেন। যাদের মধ্যে ৮.৮ শতাংশ করোনা পজিটিভের রিপোর্ট এসেছে। বৃহস্পতি এবং শুক্রবারের মধ্যবর্তী রাতে ৯ জন ইসরাইলি করোনায় মৃত্যুবরণ করেছে।
এই মুহূর্তে ইসরাইলে করোনা কেসের সংখ্যা ২৬০৮০। যাদের মধ্যে ৭৪০ জন রোগি হাসপাতালে ভর্তি। ৩২১ জনের অবস্থা আশংকাজনক। আর ৯৯ জনকে ভেন্টিলেটারে রাখা হয়েছে। ইসরাইল বর্তমানে দ্রুত করোনা সংক্রমণের দেশের তালিকায় ৩৩ তম অবস্থানে রয়েছে।
অনলাইন নিউজ পোর্টাল