বৃহস্পতিবার ১১ ডিসেম্বর ২০২৫, অগ্রাহায়ণ ২৭ ১৪৩২, ২০ জমাদিউস সানি ১৪৪৭

ব্রেকিং

তারেক রহমানের ফেরার দিন যেন বাংলাদেশ কেঁপে ওঠে: ফখরুল ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১১ শুক্রবার থেকে সারাদেশে নামছে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাখাইনে ‘হাসপাতালে মিয়ানমার জান্তার বিমান হামলায়’ নিহত অন্তত ৩০ সরকারি ব্যয় সংকোচনে ‘কিছুটা সফল’: ইলন মাস্ক গত রাতে ২৮৭টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার স্কুলে হিজাব নিষিদ্ধ করতে যাচ্ছে অস্ট্রিয়া যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে অভিবাসীর চাপে বিপর্যস্ত এডেন শহর চিকিৎসায় ‘রেসপন্স’ করছেন খালেদা জিয়া গোপালগঞ্জে কভার্ড ভ্যান চাপায় মোটরসাইকেল চালক নিহত ধনীদের জন্য চালু হল ট্রাম্পের ‘গোল্ড কার্ড’ ভিসা চীন-রাশিয়ার যৌথ যুদ্ধবিমান টহলে জাপান-ন্যাটো’র গভীর উদ্বেগ

রাজনীতি

তারেক রহমানের ফেরার দিন যেন বাংলাদেশ কেঁপে ওঠে: ফখরুল

 প্রকাশিত: ১৬:১৬, ১১ ডিসেম্বর ২০২৫

তারেক রহমানের ফেরার দিন যেন বাংলাদেশ কেঁপে ওঠে: ফখরুল

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার ইঙ্গিত দিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেছেন, আমাদের নেতা খুব শিগগিরই আমাদের মধ্যে আসবেন। যেদিন তিনি দেশে পা রাখবেন, সেদিন যেন সমগ্র বাংলাদেশ কেঁপে ওঠে। এই প্রস্তুতি রাখতে হবে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে বিএনপি আয়োজিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা বলেন। 

মির্জা ফখরুল বলেন, আমরা সেই দিন গোটা বাংলাদেশের চেহারা বদলে দিতে চাই। দেশের মর্যাদা প্রতিষ্ঠায় তারেক রহমানের যে চিন্তা–ভাবনা, তা বাস্তবায়নে আমরা এগিয়ে যেতে চাই।

বিএনপি মহাসচিব বলেন, এখন লড়াই হচ্ছে নির্বাচনে জয়লাভের লড়াই। এই নির্বাচনে আমাদের পূর্ণাঙ্গ বিজয় নিশ্চিত করতে হবে। অনেক বাধা আসবে, প্রচারণা চলবে। কিন্তু মাথা উঁচু করে দাঁড়াতে হবে। বিএনপি কোনোদিন পরাজিত হয়নি, হবেও না।

তিনি বলেন, বিএনপি হচ্ছে জনগণের দল, মুক্তিযুদ্ধের দল, গণতন্ত্রের সংগ্রামের দল। আমাদের সাফল্য আসবে ইস্পাতদৃঢ় ঐক্য থেকে, অন্য কোনো কিছু নয়।

১৯৭১-এর প্রজন্মকে নিয়ে নেতিবাচক মন্তব্যের কড়া সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, কোন সাহসে এমন কথা বলা হয়? ১৯৭১ আমাদের অস্তিত্ব। এটা সবসময় মনে রাখতে হবে।

তিনি বলেন, আজ অন্ধকার থেকে আবারও এক ধরনের কালো থাবা বেরিয়ে আসছে কি না, তা নিয়ে শঙ্কা আছে। ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। সেই শক্তির বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে।

বিএনপি মহাসচিব বলেন, একদিকে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে শক্ত অবস্থান গড়ার লড়াই, অন্যদিকে অপশক্তিকে রুখে দেওয়ার লড়াই—দুটি নিয়েই এগোতে হবে। জাতি কখনও সংগ্রাম ছাড়া উপরে ওঠে না। ১৯৭১ থেকে শুরু করে ২০২৪-এর জুলাই আন্দোলন পর্যন্ত তরুণরা প্রাণ দিয়েছে। তাদের আত্মত্যাগকে শক্তি হিসেবে নিয়ে এবারও আমাদের বিজয় নিশ্চিত করতে হবে।

সবশেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু আরোগ্য কামনা করে দোয়া চান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।