রোববার ২৮ ডিসেম্বর ২০২৫, পৌষ ১৪ ১৪৩২, ০৮ রজব ১৪৪৭

ব্রেকিং

ইইউ জানাল—ট্রাম্প বৈঠকের আগেও ইউক্রেন সমর্থন চলবে। গিনির নিরাপত্তা বাহিনীর সশস্ত্র গোষ্ঠী দমনের দাবি। তাৎক্ষণিক’ যুদ্ধবিরতিতে সম্মত থাইল্যান্ড-কম্বোডিয়া ফ্লোরিডায় ট্রাম্প ও জেলেনস্কির বৈঠক আগামীকাল। থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে ‘তৎক্ষণাৎ’ যুদ্ধবিরতি ঘোষণা বিস্ফোরণে কেঁপে উঠল ইউক্রেনের রাজধানী কিয়েভ হন্ডুরাসের নতুন প্রেসিডেন্টকে অভিনন্দন স্পেনের ট্রাম্পের সঙ্গে শিগগিরই বৈঠক হবে : জেলেনস্কি মেক্সিকোতে বাস দুর্ঘটনায় নিহত ১০, আহত ৩২ বড়দিনে ৬০ বন্দিকে মুক্তি দিল ভেনিজুয়েলা সরকার মহানবীর (সা.) ন্যায়পরায়ণতার আলোকে দেশ গড়তে চাই: তারেক রহমান আধিপত্যবাদী শক্তির গুপ্তচরেরা ‘ষড়যন্ত্রে’ লিপ্ত: তারেক যেকোনো মূল্যে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার আহ্বান তারেক রহমানের নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চাই: তারেক রহমান আই হ্যাভ আ প্ল্যান: তারেক রহমান সকলকে কৃতজ্ঞতা জানালেন তারেক রহমান ঢাকায় নেমেই ইউনূসকে তারেকের ফোন, দিলেন ধন্যবাদ দেড় যুগ পর মাতৃভূমিতে পা রাখলেন তারেক রহমান ১৭ বছর পর দেশে তারেক রহমান, রাজধানীতে সর্বোচ্চ নিরাপত্তা বলয় তারেক রহমানকে স্বাগত জানিয়ে জামায়াত আমিরের পোস্ট

খেলা

জাতীয় কাবাডির জেলা চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি

 প্রকাশিত: ১৮:৩৭, ২৮ ডিসেম্বর ২০২৫

জাতীয় কাবাডির জেলা চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি

শহীদ ক্যাপ্টেন এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে টানটান উত্তেজনার মধ্য দিয়ে সম্পন্ন হলো ‘তারুণ্যের উৎসব-২০২৫’ জাতীয় কাবাডির (পুরুষ ও নারী) জেলা চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল। নিজ নিজ ম্যাচে জয়ী হয়ে পুরুষ বিভাগে মৌলভীবাজার ও খুলনা এবং নারী বিভাগে ব্রাহ্মণবাড়িয়া ও রংপুর ফাইনালে নাম লিখিয়েছে।

পুরুষ বিভাগের প্রথম সেমিফাইনালে আজ মুখোমুখি হয় মৌলভীবাজার ও বগুড়া। মাঠের লড়াইয়ে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে মৌলভীবাজার ৪০-৩৫ পয়েন্টের ব্যবধানে বগুড়াকে পরাজিত করে প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করে। দিনের দ্বিতীয় সেমিফাইনালে খুলনা একক আধিপত্য বজায় রেখে ৩৪-১৮ পয়েন্টের বড় ব্যবধানে টাঙ্গাইলকে হারিয়ে ফাইনালে ওঠে।

গ্রুপ পর্বে মৌলভীবাজার 'ক' গ্রুপ থেকে চ্যাম্পিয়ন এবং টাঙ্গাইল রানার্সআপ হয়ে সেমিফাইনালে এসেছিল। অন্যদিকে 'খ' গ্রুপ থেকে খুলনা চ্যাম্পিয়ন ও বগুড়া রানার্সআপ হয়ে শেষ চারে জায়গা করে নিয়েছিল।

নারী বিভাগের লড়াইয়ে চমক দেখিয়েছে ব্রাহ্মণবাড়িয়া। প্রথম সেমিফাইনালে তারা গোপালগঞ্জকে ৩৪-১৭ পয়েন্টের বিশাল ব্যবধানে হারিয়ে ফাইনালের টিকিট কাটে। দিনের শেষ সেমিফাইনালে রংপুর ৩৭-২৯ পয়েন্টে রাঙ্গামাটিকে পরাজিত করে শিরোপা লড়াইয়ে নিজেদের স্থান পোক্ত করে।

'ক' গ্রুপ থেকে গোপালগঞ্জ চ্যাম্পিয়ন ও রংপুর রানার্সআপ হয়েছিল। আর 'খ গ্রুপ থেকে রাঙ্গামাটি চ্যাম্পিয়ন ও ব্রাহ্মণবাড়িয়া রানার্সআপ হয়ে সেমিতে উত্তীর্ণ হয়।

আগামীকাল রোববার একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে জেলা চ্যাম্পিয়নশিপের শিরোপা নির্ধারণী ম্যাচগুলো।

সকাল ১০টায় পুরুষ বিভাগে ফাইনালে মৌলভীবাজার বনাম খুলনা এবং সকাল ১১টায় নারী বিভাগের ফাইনালে মুখোমুখি হবে ব্রাহ্মণবাড়িয়া বনাম রংপুর।