রোববার ২৮ ডিসেম্বর ২০২৫, পৌষ ১৪ ১৪৩২, ০৮ রজব ১৪৪৭

ব্রেকিং

ইইউ জানাল—ট্রাম্প বৈঠকের আগেও ইউক্রেন সমর্থন চলবে। গিনির নিরাপত্তা বাহিনীর সশস্ত্র গোষ্ঠী দমনের দাবি। তাৎক্ষণিক’ যুদ্ধবিরতিতে সম্মত থাইল্যান্ড-কম্বোডিয়া ফ্লোরিডায় ট্রাম্প ও জেলেনস্কির বৈঠক আগামীকাল। থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে ‘তৎক্ষণাৎ’ যুদ্ধবিরতি ঘোষণা বিস্ফোরণে কেঁপে উঠল ইউক্রেনের রাজধানী কিয়েভ হন্ডুরাসের নতুন প্রেসিডেন্টকে অভিনন্দন স্পেনের ট্রাম্পের সঙ্গে শিগগিরই বৈঠক হবে : জেলেনস্কি মেক্সিকোতে বাস দুর্ঘটনায় নিহত ১০, আহত ৩২ বড়দিনে ৬০ বন্দিকে মুক্তি দিল ভেনিজুয়েলা সরকার মহানবীর (সা.) ন্যায়পরায়ণতার আলোকে দেশ গড়তে চাই: তারেক রহমান আধিপত্যবাদী শক্তির গুপ্তচরেরা ‘ষড়যন্ত্রে’ লিপ্ত: তারেক যেকোনো মূল্যে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার আহ্বান তারেক রহমানের নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চাই: তারেক রহমান আই হ্যাভ আ প্ল্যান: তারেক রহমান সকলকে কৃতজ্ঞতা জানালেন তারেক রহমান ঢাকায় নেমেই ইউনূসকে তারেকের ফোন, দিলেন ধন্যবাদ দেড় যুগ পর মাতৃভূমিতে পা রাখলেন তারেক রহমান ১৭ বছর পর দেশে তারেক রহমান, রাজধানীতে সর্বোচ্চ নিরাপত্তা বলয় তারেক রহমানকে স্বাগত জানিয়ে জামায়াত আমিরের পোস্ট

আন্তর্জাতিক

ইইউ জানাল—ট্রাম্প বৈঠকের আগেও ইউক্রেন সমর্থন চলবে।

 প্রকাশিত: ১২:১১, ২৮ ডিসেম্বর ২০২৫

ইইউ জানাল—ট্রাম্প বৈঠকের আগেও ইউক্রেন সমর্থন চলবে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আসন্ন বৈঠকের আগে ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতারা বলেছেন, ইউক্রেন সমর্থনে কোনও ভাটা পড়বে না। 

ইউরোপীয় ইউনিয়নের প্রধান উরসুলা ভন ডার লেন ও আন্তোনিও কস্তা গতকাল শনিবার এই প্রতিশ্রুতির কথা ব্যক্ত করেন।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

‘আজ রোববার ফ্লোরিডায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্টের বৈঠকের কথা রয়েছে। এই বৈঠকের আগে জেলেনস্কি কয়েকজন নেতার সঙ্গে এক ফোনালাপে অংশ নেন।’

গতকাল শনিবার জেলেনস্কি হ্যালিফ্যাক্সে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সাথেও বৈঠক করেছেন।

ভন ডার লেন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেন, ‘আমরা আমাদের যৌথ লক্ষ্যের দিকে নিয়ে যায় এমন সব প্রচেষ্টাকে স্বাগত জানাই। একটি ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তি যা ইউক্রেনের সার্বভৌমত্ব  ও ভৌগোলিক অখণ্ডতা সংরক্ষণ করবে।’

তিনি আরও বলেন, ‘এটি আমাদের মহাদেশের নিরাপত্তার একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে ইউক্রেনের নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতাকে শক্তিশালী করবে বলে আশা করি।

ভন ডার লেন বলেন, ‘২০২৬ সালে ইউরোপীয় কমিশন ক্রেমলিনের ওপর চাপ অব্যাহত রাখবে। ইউক্রেনের প্রতি আমাদের সমর্থন চলমান থাকবে এবং ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদের পথে ইউক্রেনকে এগিয়ে নিতে জোরালোভাবে কাজ করবে।’

২৭টি সদস্য রাষ্ট্রের প্রতিনিধিত্বকারী ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তাও ইউক্রেনকে সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। 

তিনি এক্সে এক বার্তায় লেখেন, ‘ইউক্রেনের প্রতি ইইউর সমর্থন অটুট থাকবে। এই সমর্থন যুদ্ধে, শান্তি কিংবা পুনর্গঠনের সময়েও থাকবে।

কস্তা সতর্ক করে বলেন, প্রয়োজনে রাশিয়ার বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা আরোপ করতে ইইউ প্রস্তুত।

তিনি বলেন, ইইউর বিভিন্ন পদক্ষেপ ‘ইউক্রেনকে আরও শক্তিশালী করছে’, যার মধ্যে রয়েছে ‘রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা বাড়ানো এবং প্রয়োজন হলে আরও ব্যবস্থা নেওয়া।’

কস্তা আরও বলেন, ‘ইইউর মধ্যে একটি শক্তিশালী ও সমৃদ্ধ ইউক্রেন একটি মৌলিক নিরাপত্তা নিশ্চয়তা। আমরা আমাদের মার্কিন অংশীদারদের সাথে ঘনিষ্ঠ সহযোগিতায় ইউক্রেনের জন্য একটি শক্তিশালী এবং স্থায়ী শান্তির জন্য কাজ চালিয়ে যাচ্ছি।’